This Article is From Nov 24, 2019

মাত্র ১০ মাসে ৮ লক্ষেরও বেশি কর্মসংস্থান তৈরি করেছে কোন দেশটি জানেন?

ব্রাজিলের (Brazil) অর্থমন্ত্রক জানিয়েছে যে ব্রাজিল জানুয়ারি থেকে অক্টোবরের মধ্যে ৮৪১৫৮৯ টি কর্মসংস্থান তৈরি করেছে।

মাত্র ১০ মাসে ৮ লক্ষেরও বেশি কর্মসংস্থান তৈরি করেছে কোন দেশটি জানেন?

মাত্র ১০ মাসে ৮ লক্ষেরও বেশি কর্মসংস্থান তৈরি করেছে এই দেশ

নয়াদিল্লি:

ব্রাজিলের (Brazil) অর্থমন্ত্রক জানিয়েছে যে ব্রাজিল জানুয়ারি থেকে অক্টোবরের মধ্যে ৮৪১৫৮৯ টি কর্মসংস্থান তৈরি করেছে। হিসেব অনুযায়ী তাদের বার্ষিক বৃদ্ধি দেখাচ্ছে ৬.৮%। অর্থমন্ত্রকের শ্রম সচিবালয়ের মতে ব্রাজিলীয় অর্থনীতি অক্টোবরে ৭০৮৫২ টি  কর্মসংস্থান তৈরি  করেছে । এটি ২০১৬ সালের পর অন্যতম ভালো খবর কর্মসংস্থানের ক্ষেত্রে। এই নিয়ে টানা সপ্তম মাস যেখানে ব্রাজিলে ছাঁটাইয়ের থেকে বেশি কর্মসংস্থান তৈরি হয়েছে।

সংবাদ সংস্থা সিনহুয়ার মতে, শ্রম সচিবালয়ের দ্বারা বিশ্লেষণ করা সমস্ত আটটি বিভাগেই ২০১৯ সালে প্রথম ১০ মাসেই কর্মসংস্থানের সংখ্যা বেড়েছে। ক্ষেত্রগুলি হল পরিষেবা,উৎপাদন ও নির্মাণ।

ব্রাজিলীয় ভূগোল ও পরিসংখ্যান ইনস্টিটিউট অনুসারে, তিন মাসের মধ্যে, ব্রাজিলের বেকারত্বের হার সেপ্টেম্বরে ০.২% পয়েন্ট কমে ১১.৮% হয়েছে যা আগের তিনমাসের তুলনায় ১.২৫ কোটিতে দাঁড়িয়েছে ।
 

আরও খবর জানুন

"স্নলিগস্টার": মহারাষ্ট্রের পালাবদল নিয়ে অচেনা ইংরেজিতে কটাক্ষ শশী থারুরের

পুকুরে ঝাঁপ দিয়ে আত্মহত্যা ১৬ বছরের কিশোরীর, মানসিক অবসাদেই চরম পথ?

২০২২ সালের মধ্যে দেশের প্রতিটি পরিবারের নিজের বাড়ি থাকবে, বললেন রাজনাথ সিং

মহারাষ্ট্র নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারে শিবসেনা-এনসিপি-কংগ্রেস: সূত্র

.