This Article is From Sep 14, 2018

বস্টনে গ্যাসের পাইপ লাইনে বিস্ফোরণ, কয়েকশো বাসিন্দাকে উদ্ধার করল প্রশাসন

Hit Gas Pipeline In Boston: জানা গিয়েছে লওরেন্স জেনারেল হাসপাতালে ছ’জনের চিকিৎসা চলছে। পুলিশ জানিয়েছে কমবেশি 70টি  বিস্ফোরণ (Explosion in Boston) হয়েছে গ্যাসের পাইপ লাইনে

বস্টনে গ্যাসের পাইপ  লাইনে বিস্ফোরণ, কয়েকশো বাসিন্দাকে উদ্ধার করল প্রশাসন

Boston Explosion: পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের জেরে বস্টনের কয়েকটি জায়গায় আগুন ছড়াতে দেখা গেছে

BOSTON:

গ্যাসের পাইপ  লাইনে বিস্ফোরণ। আর তার জেরে অসুস্থ বেশ কয়েকজন। আমেরিকার বস্টন শহরের (Boston Explosion) এই ঘটনাটি ঘটেছে। লওরেন্স, আন্ডোভার এবং উত্তর অ্যান্ডোভার এলাকায় পর পর 70 টি বিস্ফোরণের খবর মিলেছে।  

গোটা এলাকা ভরে যায় বিষাক্ত ধোঁয়ায়। আশপাশে বাড়ি থেকে কয়েকশো মানুষ বের করে নিয়ে আসে প্রশাসন। দমকল কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা  করেন।

গোটা এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে প্রশাসন। ধোঁয়ার উৎস সন্ধান করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন বেশ কয়েকজন দমকল কর্মী। তাছাড়া স্থানীয় বাসিন্দাদের মধ্যেও বেশ কয়েকজন অসুস্থ।

জানা গিয়েছে লওরেন্স জেনারেল হাসপাতালে ছ’জনের চিকিৎসা চলছে। পুলিশ জানিয়েছে কমবেশি 70টি  বিস্ফোরণ (Boston Explosion) হয়েছে গ্যাসের পাইপ লাইনে।

আর তার জেরেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে। তবে এর মধ্যে কোনও নাশকতার ছক (Boston Blast) আছে বলে মনে করছে না প্রশাসন। গ্যাসের লাইনে চাপ বেশি হয়ে যাওয়াতেই এমনটা হয়েছে বলে মনে করা হচ্ছে।  



(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)
.