This Article is From Nov 20, 2019

‘‘কুকুর হয়ে জন্ম, সৈন্য হয়ে অবসর’’: কুকুরদের অবসরের পর CISF

অবসরপ্রাপ্ত এই কুকুরদের দিল্লি মেট্রোর সিআইএসএফ ইউনিট তথা ডিএমআরসি আয়োজিত এক অনুষ্ঠানে দেওয়া হল স্মারক, মেডেল এবং সার্টিফিকেট।

‘‘কুকুর হয়ে জন্ম, সৈন্য হয়ে অবসর’’: কুকুরদের অবসরের পর CISF

উচ্চ প্রশিক্ষণপ্রাপ্ত এই কুকুরগুলিকে বিশেষ সম্মান দেখানো হয় ওই অনুষ্ঠানে।

হাইলাইটস

  • উচ্চ প্রশিক্ষণপ্রাপ্ত এই কুকুরগুলিকে বিশেষ সম্মান দেখানো হয় অনুষ্ঠানে
  • তাদের তুলে দেওয়া হয় দি‌ল্লির এক স্বেচ্ছাসেবী সংস্থার হাতে
  • তাদের দেওয়া হল স্মারক, মেডেল এবং সার্টিফিকেট
নয়াদিল্লি:

সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স তথা সিআইএসএফ (CISF) থেকে অবসর নিল সাতটি উচ্চ প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর (Highly Trained Dogs)। আট বছর প্যারা মিলিটারি ফোর্সে (Para-Military Force) থাকার পর মঙ্গলবার অবসর নিল তারা। দিল্লি মেট্রোর সঙ্গে যুক্ত সিআইএসএফ দলের অংশ ছিল তারা। অবসরপ্রাপ্ত এই কুকুরদের দিল্লি মেট্রোর সিআইএসএফ ইউনিট তথা ডিএমআরসি আয়োজিত এক অনুষ্ঠানে দেওয়া হল স্মারক, মেডেল এবং সার্টিফিকেট। সূত্রানুসারে জানা যাচ্ছে, ইতিহাসে এই প্রথম সিআইএসএফের তরফে অবসরপ্রাপ্ত কুকুরদের নিয়ে কোনও অনুষ্ঠান করা হল।

সিআইএসএফ তাদের টুইটার হ্যান্ডলে এই কুকুরগুলির কাজের প্রতি নিষ্ঠা ও কর্তব্যপরায়ণতা সম্পর্কে জানিয়ে তাদের নিয়ে বিদায়ী বার্তা পোস্ট করেছে।

উচ্চ প্রশিক্ষণপ্রাপ্ত এই কুকুরগুলিকে বিশেষ সম্মান দেখানো হয় ওই অনুষ্ঠানে। এরপর তাদের তুলে দেওয়া হয় দি‌ল্লির এক স্বেচ্ছাসেবী সংস্থার হাতে।

.