This Article is From Jun 26, 2019

পথ আটকে নমাজের প্রতিবাদে রাস্তা জুড়ে হনুমান চালিশা পাঠ বিজেপির

বিজেপির যুব মোর্চার তরফে হাওড়ায় রাস্তায় ‘হনুমান চালিশা’ পাঠ করা হল। তাদের বক্তব্য, এভাবেই নমাজ পড়ার জন্য মুসলিমদের রাস্তা আটকানোর প্রতিবাদ করা হল।

পথ আটকে নমাজের প্রতিবাদে রাস্তা জুড়ে হনুমান চালিশা পাঠ বিজেপির

হাওড়ায় রাস্তায় ‘হনুমান চালিশা’ পাঠ বিজেপির যুব মোর্চার।

হাইলাইটস

  • বিজেপির যুব মোর্চার তরফে রাস্তায় ‘হনুমান চালিশা’ পাঠ করা হল।
  • নমাজ পড়ার জন্য মুসলিমদের রাস্তা আটকানোর প্রতিবাদে এই পাঠ।
  • তৃণমূল ও গেরুয়া শিবিরের মধ্যে উত্তেজনা ক্রমশ বাড়ছে।
হাওড়া:

মঙ্গলবার রাতে বিজেপির (BJP) যুব মোর্চার (Bharatiya Janata Yuva Morcha) তরফে হাওড়ায় রাস্তায় ‘হনুমান চালিশা' (Hanuman Chalisa) পাঠ করা হল। তাদের বক্তব্য, এভাবেই শুক্রবার নমাজ পড়ার জন্য মুসলিমদের রাস্তা আটকানোর প্রতিবাদ করা হল। বিজেপি যুব মোর্চার স্থানীয় মুখ্য নেতা ওপি সিংহ জানিয়েছেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে আমরা দেখেছি গ্র্যান্ড ট্রাঙ্ক রোড অন্যান্য প্রধান রাস্তা শুক্রবার নমাজ পড়ার জন্য বন্ধ করে দেওয়া হয়। এর ফলে অ্যাম্বুল্যান্সে শুয়ে থাকা রোগী মরে যায়, বাচ্চারা স্কুলে পৌঁছতে পারে না এবং অফিসযাত্রীরা সময়ে অফিস যেতে পারেন না। এটা যতদিন চলবে, আমরা প্রতি মঙ্গলবার হনুমান মন্দিরগুলির কাছে অবস্থিত সমস্ত প্রধান রাস্তা বন্ধ করে হনুমান চালিশা পড়ব।''

আরও ১ লক্ষ জনের নাম বাদ অসমের নাগরিক তালিকার খসড়া থেকে, জুলাইয়ে চূড়ান্ত তালিকা

লোকসভা নির্বাচনে রাজ্যে বিজেপির অভাবনীয় উত্থানের পর থেকে তৃণমূল ও গেরুয়া শিবিরের মধ্যে উত্তেজনা ক্রমশ বাড়ছে। তৃণমূল ২০১৪ সালের লোকসভায় ৩৪টা আসন পেয়েছিল। সেখান থেকে কমে গিয়ে এবারের নির্বাচনে তারা পেয়েছে ২২টি আসন। অন্য দিকে বিজেপি গতবারের ২টি আসন থেকে একলাফে ১৮-তে পৌঁছেছে। নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকে রাজ্যে রাজনৈতিক প্রতিহিংসার বেশ কিছু ঘটনা ঘটেছে। 

১ লক্ষ জনের নাম বাদ অসমের খসড়া নাগরিক তালিকা থেকে, জুলাইয়ে চূড়ান্ত তালিকা

তাঁর গাড়ি যাওয়ার সময় রাস্তায় ‘জয় শ্রী রাম' ধ্বনি শুনে মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তা থেকে প্রতিবাদী হয়েছেন। তিনি রাজনীতির সঙ্গে ধর্মকে মেলানোর অভিযোগ করেছেন বিজেপির বিরুদ্ধে। যদিও বিজেপি তা অস্বীকার করেছে।

.