This Article is From Apr 02, 2020

লকডাউনে ঘরবন্দি বিজেপি সাংসদ সৌমিত্র খান স্ত্রীর চুল বাঁধলেন, দেখুন ভিডিও

ভিডিওতে দেখা যাচ্ছে সৌমিত্র তাঁর স্ত্রী সুজাতা খানের চুল বেঁধে দিচ্ছেন। সুজাতা হেসে বলেন, ‘‘করোনা একজন ব্যস্ততম সাংসদকে হেয়ার ড্রেসারও বানিয়ে দি‌ল।’’

লকডাউনে ঘরবন্দি বিজেপি সাংসদ সৌমিত্র খান স্ত্রীর চুল বাঁধলেন, দেখুন ভিডিও

ভিডিওটিতে এখনও পর্যন্ত লাইক পড়েছে ২১০০-র বেশি।

হাইলাইটস

  • বিজেপি সাংসদ তাঁর স্ত্রীর চুল বাঁধার ভিডিও পোস্ট করলেন ফেসবুকে
  • লকডাউনে গৃহবন্দি অবস্থায় আপাতত বাড়িতেই সময় কাটাচ্ছেন সাংসদ
  • ভিডিওটি নেটিজেনদের খুবই পছন্দ হয়েছে

করোনা (Coronavirus) আতঙ্ক ক্রমে বাড়ছে দেশজুড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চলছে ২১ দিনের সম্পূর্ণ লকডাউন। এই অবস্থায় ফেসবুকে একটি ভিডিও পোস্ট করলেন বিষ্ণুপুরের বিজেপি (BJP) সাংসদ সৌমিত্র খান (Saumitra khan)। ভিডিওতে দেখা যাচ্ছে সৌমিত্র তাঁর স্ত্রী সুজাতা খানের চুল বেঁধে দিচ্ছেন। সুজাতা হেসে বলেন, ‘‘দেখুন দেখুন কী অবস্থা! করোনা একজন ব্যস্ততম সাংসদকে হেয়ার ড্রেসারও বানিয়ে দি‌ল।'' তিনি জানান, তাঁরা এখন লকডাউনে ঘরবন্দি। স্বামীর প্রসঙ্গে সুজাতার সরস মন্তব্য, ‘‘একটা করে দ্বিতীয় পেশা সকলেরই ভেবে রাখা দরকার। হয়তো এটা তারই একটা পদক্ষেপও বলতে পারেন।'' ভিডিওতে সুজাতা জানান, অন্য সময় সারাদিনই নিজের বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের মানুষের কাজেই ব্যস্ত থাকেন সৌমিত্র। কিন্তু এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ডাকে সাড়া দিয়ে দেশকে করোনামুক্ত করতে তিনি দিল্লির ঘরে বসে রয়েছেন গত কয়েক দিন ধরে। জানা যাচ্ছে, সাংসদ বাড়ির অন্যান‌্য কাজকর্ম করছেন। এমনকী রান্নাবান্নাও করছেন তিনি। ভিডিওতে মজা করে সুজাতা সৌমিত্রর কাছে জানতে চান চুল ভাল রাখার রহস্য কী।

পশ্চিমবঙ্গের জন্যে কেন্দ্রের কাছে ২৫ হাজার কোটি টাকার ত্রাণ চাইলেন মুখ্যমন্ত্রী

প্রসঙ্গত, সৌমিত্র খানের স্ত্রী সুজাতাও সম্প্রতি রাজনীতিতে যোগ দিয়েছেন।

১ এপ্রিল ভিডিওটি নিজের ফেসবুক পেজে পোস্ট করেন সাংসদ সৌমিত্র খান। ফেসবুকে পোস্ট করে তিনি লেখেন, ‘‘সুজাতা গতকাল ৩১শে মার্চ ২০২০ তারিখে তোমার সক্রিয় রাজনৈতিক জীবনের এক বছর পূর্ণ হলো।তোমার প্রতি আমার অনেক আশীর্বাদ ও ভালবাসা রইলো। তুমি তোমার লড়াকু সত্ত্বা নিয়ে জীবনে এভাবেই এগিয়ে চলো ও আরও অনেক সাফল্য লাভ করো এই শুভ কামনা রইলো ভালো থেকো। সাথে থেকো।''

দেশে করোনায় ছোবলে মৃত মোট ৫০, গত ২৪ ঘণ্টায় মৃত্যু ১২ জনের, আক্রান্ত ১৯৬৫

তিন‌ি আরও লেখেন, ‘‘করোনা ভাইরাসের করাল গ্রাস থেকে বাঁচবার জন্য বাড়িতে বসে স্বামী স্ত্রী মিলে লকডাউন পালন করছি এবং গৃহবন্দি অবস্থায় অসহায় মানুষের সেবা করার সাথে সাথে বাড়িতে বসে অবসর যাপনের একটা ছোট্ট ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম। সকলকে অনুরোধ বাড়িতে থাকবেন, ভাল থাকবেন ও সুস্থ থাকবেন।''

ভিডিওটি নেটিজেনদের পছন্দ হয়েছে। এখনও পর্যন্ত লাইক পড়েছে ২১০০-র বেশি। কমেন্ট জমা পড়েছে ৮৩০টি। ৬৭৯ জন সেটি শেয়ার করেছেন। 

.