This Article is From Aug 18, 2019

“মোদিজীর নামে জেএনইউ-এর নামকরণ করা উচিত”, বললেন বিজেপি সাংসদ

হংসরাজ হান্স (Hans Raj Hans) বলেন, “দেশের জন্য অনেককিছু করেছেন প্রধানমন্ত্রী মোদি, এবং তার এই কাজের জন্যই আমি জেএনইউ-এর নাম বলেছি, পাল্টানোর কথা”

“মোদিজীর নামে জেএনইউ-এর নামকরণ করা উচিত”, বললেন বিজেপি সাংসদ

বিজেপি সাংসদ হংস রাজ হান্স বলেন, জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে প্রধানমন্ত্রী মোদির নামে করা উচিত।

নয়াদিল্লি:

জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের (JNU) নাম পরিবর্তন করে নরেন্দ্র মোদির নামে, এমএনইউ করা উচিত, বলে মন্তব্য করলেন বিজেপি সাংসদ হংস রাজ হান্স (Hans Raj Hans)। জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে “এক সাম, শহিদ কে নাম” বা “শহিদ স্মরণে এক সন্ধ্যা” নামে একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর-পশ্চিম দিল্লির এই বিজেপি সাংসদ। সেখানেই জম্মু ও কাশ্মীর নিয়ে কথা বলতে গিয়ে নেহেরু-গান্ধি পরিবারের বিরুদ্ধে আক্রমণ শানান হংসরাজ হান্স (Hans Raj Hans)। তিনি বলেন, “আমাদের পূর্বসূরীদের ভুলের খেসারত দিতে হচ্ছে আমাদের”। তাঁর কথায়, “প্রার্থনা করি, আমরা সকলে যেন শান্তিতে থাকতে পারি এবং কোনও বোমা বিস্ফোরণ না হয়। আমি বলব, জেএনইউ-এর নাম পরিবর্তন করে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নামে করে তা এমএনইউ (MNU) করা উচিত”।

এই অনুষ্ঠানের পরেই, বিজেপি সাংসদ সাংবাদিকদের বলেন, জম্মু ও কাশ্মীর নিয়ে অতীতে ভুল করেছিলেন জহরলাল নেহেরু।

জেএনইউ-এর নাম বদল করা নিয়ে জিজ্ঞাসা করা হলে হংস রাজ হান্স (Hans Raj Hans) বলেন, “এই প্রথমবার জেএনইউ তে এলাম...জেএনইউ সম্পর্কে অনেক শুনেছি, তবে মোদি-সরকারের চেষ্টায় অনেক পরিবর্তন হয়েছে।দেশের জন্য অনেক কিছু করেছেন প্রধানমন্ত্রী মোদি, সেই কারণেই আমি বলেছি, যে জহরলাল নেহেরু বিশ্ববিদ্যায়লয়ের নাম পরিবর্তন করে মোদি নরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাখা উচিত”।

অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ওই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বিজেপি সাংসদ মনোজ তিওয়ারিও। তিনি বলেন, এখন জেএনইউতে একটি “ইতিবাচক দিক” রয়েছে।

বিজেপি সাংসদ মনোজ তিওয়ারি আরও বলেন, “এখন জেএনইউতে ইতিবাচক দিক দেখতে পাচ্ছি। অতীতে, বিশ্ববিদ্যালয়ে স্লোগান উঠেছিল ‘ভারত তেরে টুকরে হোঙ্গে', তবে এই বিশ্ববিদ্যালয় সময়ের সঙ্গে বেড়ে উঠেছে এবং পরিবর্তন হয়েছে। আমরা পড়ুয়াদের বন্দেমাতরম এবং ভারত মাতা কি জয় স্লোগান দিতে শুনেছি”।

হংসরাজ হান্সের (Hans Raj Hans), জেএনইউ-এর নাম পরিবর্তন করা প্রসঙ্গে মনোজ তিওয়ারি বলেন, মানুষ কখনও উত্তেজনার বশে অনেক কিছু বলে থাকে, তারমানে এই নয়, সেটাকে সবাই মেনে চলবে। তাঁর কথায়, “হংসরাজ জী যেটা মনে করেন, তিনি সেটা বলেছেন। তিনি মোদিজীকে শ্রদ্ধা করেন, সেই কারণে এই কথা বলেছেন”।

হংসরাজ হান্সের (Hans Raj Hans), জেএনইউ-এর নাম পরিবর্তন করা প্রসঙ্গে মনোজ তিওয়ারি বলেন, মানুষ কখনও উত্তেজনার বশে অনেক কিছু বলে থাকে, তারমানে এই নয়, সেটাকে সবাই মেনে চলবে। তাঁর কথায়, “হংসরাজ জী যেটা মনে করেন, তিনি সেটা বলেছেন। তিনি মোদিজীকে শ্রদ্ধা করেন, সেই কারণে এই কথা বলেছেন”।

দিল্লি বিজেপির সভাপতি মনোজ তিওয়ারি বলেন, পাক অধিকৃত কাশ্মীরকে ফিরিয়ে নিতে ব্যবস্থা নেবে ভারত।  তাঁর কথায়, “শুধু আমার নয়, দেশের প্রত্যেকটা শিশু বলছে, পাক অধিকৃত কাশ্মীর ভারতের অংশ। একে ফেরাতে আমরা পদক্ষেপ করব”।

.