This Article is From Nov 16, 2018

বিজেপি 'গেমচেঞ্জার' নয়, ওরা হল 'নেম চেঞ্জার', বললেন মমতা।

"বিজেপি এই দেশের 'গেম চেঞ্জার' নয়। ওরা হল 'নেম চেঞ্জার'। ওদের নেতারা যেভাবেই দলকে তুলে ধরার চেষ্টা করুক না কেন, আসল সত্য হল এটাই", বলেন মুখ্যমন্ত্রী। 

বিজেপি 'গেমচেঞ্জার' নয়, ওরা হল 'নেম চেঞ্জার', বললেন মমতা।
কলকাতা:

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার কেন্দ্রের বিজেপি সরকারকে তীব্র আক্রমণ করে বলেন, সিবিআই কিংবা রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার মতো দেশের অতি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলিকে 'ধ্বংস' করে দিচ্ছে বলে অভিযোগ করেন৷ শুধু তাই নয়, মমতা এই দাবিও করেন যে, বিশ্বের উচ্চতম মূর্তি বানানো নিয়ে গর্ব করা বিজেপি সরকার ২০১৯ সালের লোকসভা নির্বাচনের পর নিজেরাই 'স্ট্যাচু' হয়ে যাবে। "বিজেপি হঠাও, দেশ বাঁচাও" স্লোগান তুলে মমতা বলেন, সব ক্ষেত্রেই ব্যর্থ এই সরকার। এই ব্যর্থতার দায় নিয়েই আগামী নির্বাচনে লড়তে হবে বিজেপিকে। তাই সকলেরই উচিত অবিলম্বে এই সরকারকে ক্ষমতা থেকে উৎখাত করে দেওয়া। তিনি তার সঙ্গে এই কথারও উল্লেখ করেন যে, এই ধ্বংসাত্মক পরিস্থিতি থেকে দেশকে বাঁচাতে পারে একমাত্র তৃণমূল কংগ্রেসই। তিনি আরও বলেন, নিজেদের রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্যই এই নাম পরিবর্তনের খেলায় নেমেছে বিজেপি। 

রথযাত্রা নয় রাবণযাত্রা হচ্ছে, বিজেপিকে তীব্র কটাক্ষ করলেন মমতা,

"বিজেপি এই দেশের 'গেম চেঞ্জার' নয়। ওরা হল 'নেম চেঞ্জার'। ওদের নেতারা যেভাবেই দলকে তুলে ধরার চেষ্টা করুক না কেন, আসল সত্য হল এটাই", বলেন মুখ্যমন্ত্রী। 

যদিও, এই ব্যাপারে বিজেপির  প্রতিক্রিয়া চাওয়া হলে তারা তেমন বিশেষ কিছু বলতে চায়নি। দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, "উনি কী বললেন, তাতে আমাদের কিছু যায় আসে না। ওঁর বক্তব্যকে আমরা গুরুত্ব দেওয়ারই প্রয়োজন মনে করি না"।



(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)

.