This Article is From Dec 27, 2018

লোকসভা নির্বাচনের জন্য ১৭'টি রাজ্যের নির্বাচনের দায়িত্ব ভাগ করে দিল বিজেপি

আগামী লোকসভা নির্বাচনে দেশের ১৭’টি রাজ্যে ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত প্রধান ও উপপ্রধানের নাম ঘোষণা করে দিল ভারতীয় জনতা পার্টি।

লোকসভা নির্বাচনের জন্য ১৭'টি রাজ্যের নির্বাচনের দায়িত্ব ভাগ করে দিল বিজেপি

নরেন্দ্র মোদীর সঙ্গে অমিত শাহ।

নিউ দিল্লি:

আগামী লোকসভা নির্বাচনে দেশের ১৭'টি রাজ্যে ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত প্রধান ও উপপ্রধানের নাম ঘোষণা করে দিল ভারতীয় জনতা পার্টি। বিজেপির প্রধান সভাপতি অমিত শাহ জানান মধ্যপ্রদেশে দলের নির্বাচনের দায়িত্বে থাকবেন দেব সিং এবং সতীশ উপাধ্যায়। রাজস্থানের দায়িত্বে রয়েছেন প্রকাশ জাভড়েকর এবং সুধাংশু ত্রিবেদী। ছত্তিশগড়ে ডাঃ অনিল জৈন রয়েছেন দায়িত্বে। এছাড়া, চণ্ডীগড় এবং পাঞ্জাবে ক্যাপ্টেন অভিমন্যু। উত্তরপ্রদেশে নরোত্তম মিশ্র, গোবর্ধন ঝাডফিয়া, দুষ্মন্ত গৌতম। উত্তরাখণ্ডে ভাবরচাঁদ গেহলৌত। ওড়িশায় অরুণ সিং। নাগাল্যান্ড এবং মণিপুরে নলিন কোহলী। ঝাড়খণ্ডে মঙ্গল পান্ডে। হিমাচলপ্রদেশে তীর্থ সিং রাওয়াত।

চন্দ্রকোণায় পথ দুর্ঘটনায় ছয় জনের মৃত্যু, আহত আরও অনেকে

গুজরাটে ওমপ্রকাশ মাথুর। ছত্তিশগড়ে অনিল জৈন। অসমে মহেন্দ্র সিং। অন্ধ্রপ্রদেশ বি মুরলীধরন, সুনীল দেওধর এবং বিহারে ভূপেন্দ্র যাদব হলেন দলের নির্বাচনী প্রধান।   

681s5aa

 

.