This Article is From Oct 03, 2019

বিজেপির মুখে মহাত্মা গান্ধি, মনে নাথুরাম গডসে: আসাউদ্দিন ওয়াইসি

লোকসভার সাংসদ আসাদুদ্দিন ওয়াইসি (Asaduddin Owaisi) দাবি করেন, ‘‘বর্তমান বিজেপি সরকারের মনে নাথুরাম গডসে এবং মুখে মহাত্মা গান্ধি।’’

বিজেপির মুখে মহাত্মা গান্ধি, মনে নাথুরাম গডসে: আসাউদ্দিন ওয়াইসি

লোকসভার সাংসদ ও এআইএমএম সভাপতি আসাদুদ্দিন ওয়াইসি (Asaduddin Owaisi) বুধবার বিজেপি সরকারকে আক্রমণ করলেন।

ঔরঙ্গাবাদ:

লোকসভার সাংসদ ও এআইএমএম সভাপতি আসাদুদ্দিন ওয়াইসি (Asaduddin Owaisi) বুধবার বিজেপি সরকারকে আক্রমণ করে বললেন, মহাত্মা গান্ধির (Mahatma Gandhi) কথা বললেও ওদের মনে রয়েছে গান্ধি হত্যাকারী নাথুরাম গডসে (Nathuram Godse)। তিনি দাবি করেন, নাথুরাম গডসেকেই গেরুয়া শিবির ‘হিরো' মনে করে। তিনি দাবি করেন, ‘‘আমরা মহাত্মা গান্ধির ১৫০তম জন্মবার্ষিকী পালন করছি। বর্তমান বিজেপি সরকারের মনে নাথুরাম গডসে এবং মুখে মহাত্মা গান্ধি।'' তিনি আরও অভিযোগ করেন, ‘‘বিজেপি একটা দোকান চা‌লাচ্ছে গান্ধির নামে। এই সরকার গান্ধিজির নামে গোটা দেশকে বোকা বানাচ্ছে।'' ২১ অক্টোবর মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন। তার আগে এআইএমএম প্রার্থীর সমর্থনে ঔরঙ্গাবাদে এক জনসভা করেন ওয়াইসি। সেখানেই তিনি এই উক্তি করেন।

ট্রাম্প তাঁকে দেশের পিতা বললে, আপত্তি করলেন না কেন, প্রশ্ন অশোক গেহলতের

বিজেপিকে আক্রমণ করে তিনি আৱও বলেন, ‘‘বর্তমান সরকার নাথুরাম গডসেকে নিজেদের ‘হিরো' বলে মনে করে। গডসে মহাত্মা গান্ধিকে হত্যা করেছিলেন তিনটি বুলেটের সাহায্যে। আর এখানে মানুষ রোজ মারা যাচ্ছেন।''

তাঁর বক্তব্যে উঠে আসে কৃষক আত্মহত্যার প্রসঙ্গও। তিনি বলেন, ‘‘গান্ধির অহিংসাকে বোঝার এটাই সময়। গান্ধিজি কৃষকদের ব্যাপারে ভাবতেন। কিন্তু আজ কৃষকরা আত্মহত্যা করছে। কী করছে বর্তমান সরকার?''

“গান্ধিজির আত্মা কষ্ট পেত”, সরকারকে কটাক্ষ করে বললেন সনিয়া গান্ধি

হায়দরাবাদারে শেষ নিজামের মামলার কথাও বলেন তিনি। ওই টাকা পাকিস্তান ও নিজামের উত্তরপুরুষ উভয়ই দাবি করেছিল। লন্ডন আদালতের রায়ে সেই টাকা পাবে ভারতই।

সেই প্রসঙ্গ তুলে আসাদুদ্দিন ওয়াইসি বলেন, ‘‘সেই টাকার অঙ্ক এখন ৪৫০ কোটি টাকা। এর কিছু অংশ নিজামের পরিবার পেলেও বড় অংশ ভারত সরকারের কাছে যাবে। আমি দাবি করি (প্রধানমন্ত্রী) নরেন্দ্র মোদি ওই টাকা ঔরঙ্গাবাদের পানীয় জলের সমস্যা সমাধানে ব্যবহার করুন।''

দেখুন ভিডিও

.