This Article is From Aug 12, 2019

‘‘তৃণমূল ভয় পাচ্ছে’’: পুজো কমিটিকে আয়করের নোটিশ প্রসঙ্গে মমতাকে আক্রমণ বিজেপির

দুর্গা পুজোর জন্য মুখ্যমন্ত্রীর প্রতিবাদকে ‘কুমিরের কান্না’ বলে অভিহিত করে মমতাকে আক্রমণ রাহুলের।

‘‘তৃণমূল ভয় পাচ্ছে’’: পুজো কমিটিকে আয়করের নোটিশ প্রসঙ্গে মমতাকে আক্রমণ বিজেপির

দুর্গাপুজোর জন্য মুখ্যমন্ত্রীর প্রতিবাদকে ‘কুমিরের কান্না’ বলে আক্রমণ বিজেপির।

কলকাতা:

দুর্গা পুজো কমিটিকে (Durga Puja committees) আয়করের নোটিশ পাঠানোর তীব্র প্রতিবাদ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এবার তাঁকে পাল্টা আক্রমণ করল বিজেপি (BJP)। বিজেপির তরফে সোমবার বলা হয়েছে, তৃণমূল নেতৃত্বের একাংশ কাটমানি ও চিট ফান্ড কেলেঙ্কারির মাধ্যমে যে কালো টাকা উপার্জন করেছেন, তা এই পুজোগুলিতে বিনিয়োগ করেন। রবিবার কেন্দ্রের সমালোচনা করে কড়া প্রতিক্রিয়া জানান মমতা। তিনি বলেন, উৎসবকে কর থেকে অব্যাহতি দেওয়া উচিত। তিনি এও বলেন মঙ্গলবার তৃণমূল কংগ্রেস কলকাতায় ধরনায় বসবে কেন্দ্রের এই পদক্ষেপের প্রতিবাদে। সোমবার মমতা কথার বিরোধিতা করে মন্তব্য করলেন বিজেপির জাতীয় সচিব রাহুল সিনহা।

দুর্গাপুজোয় কর, কেন্দ্রের বিরুদ্ধে প্রতিবাদের পরিকল্পনা মমতা বন্দ্যোপাধ্যায়ের

রাহুল বলেন, ‘‘দুর্গা পুজো কমিটির টাকার উৎস সম্পর্কে যদি আয়কর জানতে চায় তাতে ক্ষতি কী? কোনও কোনও পুজো কমিটিতে তৃণমূল নেতা ও মন্ত্রীরা গুরুত্বপূর্ণ পদে আসীন রয়েছেন। কাটমানি ও চিট ফান্ড কেলেঙ্কারি থেকে লুঠ করা কালো টাকা এখানে ব্যবহার করছেন তাঁরা। তৃণমূল ভয় পাচ্ছে সেই যোগসূত্র এবার ফাঁস হয়ে যাবে।''

দুর্গা পুজোর জন্য মুখ্যমন্ত্রীর প্রতিবাদকে ‘কুমিরের কান্না' বলে অভিহিত করে মমতার উদ্দেশে রাহুল বলেন, যদি তিনি এই কমিটিগুলির ব্যাপারে এতই সচেতন, তাহলে কেন তৃণমূ‌ল সরকার কোনও কোনও সময়ে দুর্গা পুজোর ধর্মানুষ্ঠানে বাধা দেন মহরম পালনের অনুমতি দিতে গিয়ে।

তিনি বলেন, ‘‘দুর্গা পুজো নিয়ে শেষ বক্তা হওয়া উচিত ওঁর। যদি উনি এই উৎসব নিয়ে এতটাই চিন্তিত, তাহলে কেন তিনি বিসর্জন বন্ধ করে দিয়েছিলেন পরপর বছরগুলোতে, রাজ্যে মহরমের মিছিলের অনুমতি দিতে গিয়ে?''

কাটমানি থেকে দুর্নীতি, মানুষের প্রশ্নে 'কঠিন সময়' তৃণমূল নেতৃত্বের

রাহুলের অভিযোগ, মুখ্যমন্ত্রী হিন্দুদের আবেগের থেকে মুসলমানদের প্রতি ‘‘বেশি আগ্রহী।''

রবিবার মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে জানান, ‘‘আয়কর দফতর বহু কমিটিতে নোটিশ পাঠিয়েছে যারা দুর্গা পুজো আয়োজন করে। তাদের কর দেওয়ার কথা বলেছে। আমাদের সমস্ত জাতীয় উৎসবের জন্য আমরা গর্বিত। এই উৎসবগু‌লি সকলের জন্য এবং আমরা চাই না কোনও পুজো কমিটিকে কর দিতে হোক। এতে আয়োজকদের উপরে বোঝা চাপানো হবে।''



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
.