This Article is From Nov 16, 2018

বিধানসভার শীতকালীন অধিবেশনে কোচবিহারের জমি-জট ছাড়ানোর ব্যবস্থা করবে সরকার

শুক্রবার থেকে শুরু হচ্ছে রাজ্য বিধানসভায় শীতকালীন অধিবেশন। কোচবিহারে ভূমি নিয়ে বিল আনতে চলেছে রাজ্য সরকার এই অধিবেশনেই।

বিধানসভার শীতকালীন অধিবেশনে কোচবিহারের জমি-জট ছাড়ানোর ব্যবস্থা করবে সরকার
কলকাতা:

শুক্রবার থেকে শুরু হচ্ছে রাজ্য বিধানসভায় শীতকালীন অধিবেশন। কোচবিহারে ভূমি নিয়ে বিল আনতে চলেছে রাজ্য সরকার এই অধিবেশনেই। বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় এই কথা জানালেন। আইনের জাতীয় বিশ্ববিদ্যালয়ের জমি সংক্রান্ত বিলটি নিয়েও ওই অধিবেশনেই আলোচনা হবে বলে জানালেন তিনি। সংবাদসংস্থা পিটিআইকে তিনি জানান, অধিবেশন চলবে আগামী ২৯ নভেম্বর পর্যন্ত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি আশ্বাস দিয়েছিলেন যে, যাঁদের জমি তাঁরা তাঁদের সমস্তরকম বকেয়া পেয়ে যাবেন সময়মতো। কোচবিহারের জেলাশাসককে নির্দেশও দেন তিনি, যাতে জমি সংক্রান্ত সমস্ত কাগজপত্র ঠিকভাবে জমির মালিকদের হাতে পৌঁছে দেওয়া হয়।

নিজের হাস্যকর রান আউট নিয়ে টুইটারে নিজেকেই ট্রোল করলেন গৌতম গম্ভীর

মমতা জানিয়েছেন, দরকার হলে একটি অর্ডিন্যান্স পাশ করিয়ে কাজটিকে আরও দ্রুত সম্পন্ন করা হবে।



(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)

.