This Article is From Jul 24, 2019

ক্যাট ফিল্টার চালু করে ফেসবুকে কানাডা পুলিশের সাংবাদিক সম্মেলন, ক্ষমাপ্রার্থী কর্তৃপক্ষ

ফলে সার্জেন্ট জানেল শোয়েতকে দেখা যাচ্ছিল বিড়ালের কান এবং গোঁফ সমেত

ক্যাট ফিল্টার চালু করে ফেসবুকে কানাডা পুলিশের সাংবাদিক সম্মেলন, ক্ষমাপ্রার্থী কর্তৃপক্ষ

সার্জেন্ট জানেল শোয়েতকে দেখা যাচ্ছিল বিড়ালের কান এবং গোঁফ সমেত

ব্রিটিশ কলম্বিয়ার রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (বিসিআরসিএমপি) (British Columbia's Royal Canadian Mounted Police) যা কাণ্ড ঘটাল তা নিয়ে হাসবেন না অবাক হবেন সেটা ভাবতেই আপনার বেশ কিছুক্ষণ সময় লাগবে। সম্প্রতি ফেসবুকে সরাসরি সাংবাদিক সম্মেলন (Facebook live stream) করার সময় তাঁরা কোনও ভাবে ভুল করে ক্যাট ফিল্টার (cat filter) চালু করে ফেলেন। একটি খুনের ঘটনার তদন্ত বিষয়ে ফেসবুক মারফৎ সাংবাদিক সম্মেলন করছিলেন তাঁরা। আর তখনই দেখা যায় সার্জেন্ট জানেল শোয়েত বিড়ালের কান (cat ears) ও গোঁফ সমেত ওই গুরুত্বপূর্ণ কথা জানাচ্ছেন। যা দেখে নেটিজেনরা হাসবেন নাকি ভ্যাবাচ্যাকা খাবেন তা বুঝতে পারছিলেন না প্রথমে। পরে ওই ঘটনার জন্যে কানাডা পুলিশের তরফ থেকে ক্ষমাপ্রার্থনা করা হলেও ততক্ষণে তাঁদের আধিকারিকের বিড়ালের কান ও গোঁফ সমেত ছবি ট্যুইটার মারফৎ মুহূর্তে ছড়িয়ে পড়ে ও সোশ্যাল দুনিয়ায় ভাইরাল হয়ে যায়।

কানাডা (Canada) পুলিশের সার্জেন্ট খুনের মতো একটি গুরুতর তদন্তের বিষয়ে বর্ণনা করছেন আর তাঁকে বিড়ালের কান ও গোঁফ সমেত আস্ত একটি বিড়ালের মতো দেখতে লাগছে, ভাবুন, এই দৃশ্য দেখে কত মানুষই না হতবাক হয়েছেন।

নাইকের “বিরলতম” “চাঁদের জুতো”, নিলামে বিক্রি হল ৪৩৭,৫০০ ডলার রেকর্ড দামে

যদিও পরবর্তী সময়ে পুলিশের পক্ষ থেকে ট্যুইটারে বিবৃতি দেওয়া হয় এই বলে যে, “হ্যাঁ আমরা এই ঘটনা সম্বন্ধে অবগত। সাংবাদিক সম্মেলন চলাকালীন স্বয়ংক্রিয়ভাবে ক্যাট ফিল্টার চালু হয়ে যাওয়াতেই ওই ঘটনা ঘটে। ধন্যবাদ, আমরা সংশোধন করে নতুন ভিডিও খুব তাড়াতাড়ি দেব”।

পরে সার্জেন্ট জানেল শোয়েত ওই সাংবাদিক সম্মেলনটি পুনর্বার রেকর্ড করেন এবং গোটা ঘটনার জন্যে ক্ষমা প্রার্থনা করে জানান যে এটি একটি “প্রযুক্তিগত সমস্যা” ছিল।

দু'টো কলার দাম ৪৪২ টাকা! পাঁচতারার বিল মেটাতে গিয়ে তাজ্জব অভিনেতা রাহুল বোস

তবে এই ধরণের অস্বস্তিকর পরিস্থিতি এর আগেও তৈরি হয়েছে। গত মাসেই, পাকিস্তানের মন্ত্রী শওকত ইউসুফজাই যখন ফেসবুকে লাইভ স্ট্রিমিং করছিলেন তখনও কোনও ভাবে ওই ক্যাট ফিল্টার চালু হয়ে যায়। ফলে পাকিস্তানের মন্ত্রীকেও বিড়ালের কান ও গোঁফ সমেত দেখতে পাওয়া যায়। এরপরেও মন্ত্রী শওকত ইউসুফজাইয়ের ওই হাস্যকর ছবি ভাইরাল হয়ে যায় সোশ্যাল দুনিয়ায়।

Click for more trending news


.