Bharat Bandh: রাহুল গান্ধীর নেতৃত্বে চলছে ভারত বনধ: 10টি তথ্য

পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি ও টাকার দাম পড়ে যাওয়া- এই দুই বিষয়কে শিখণ্ডী করেই আজ গোটা দেশে কংগ্রেসের নেতৃত্বে বাম-দল সহ মোট একুশটি দল সামিল হয়েছে ভারত বনধ (Bharat Bandh)।

 Share
EMAIL
PRINT
COMMENTS
Bharat Bandh:  রাহুল গান্ধীর নেতৃত্বে চলছে ভারত বনধ: 10টি তথ্য

কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী আজ দিল্লিতে বনধের সমর্থকদের সঙ্গে যোগ দিয়েছেন


নিউ দিল্লি: 

পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি ও টাকার দাম পড়ে যাওয়া- এই দুই বিষয়কে শিখণ্ডী করেই আজ গোটা দেশে কংগ্রেসের নেতৃত্বে বাম-দল সহ মোট 21টি দল সামিল হয়েছে ভারত বনধে। কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী আজ দিল্লিতে বনধের সমর্থকদের সঙ্গে যোগ দিয়েছেন। শরদ পাওয়ার, এমকে স্ট্যালিনের মতো বিরোধীদের নেতারাও এই বনধকে সমর্থন জানিয়েছেন উদাত্তভাবে। অন্যদিকে, বনধকে সমর্থন জানালেও, তৃণমূল কংগ্রেস বনধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে না বলেই জানা গিয়েছে। কেরালা, কর্নাটক এবং পশ্চিমবঙ্গের মতো রাজ্যে এই বনধের প্রভাব ভালো মতোই পড়বে বলে অনুমান করা হচ্ছে। বেশিরভাগ রাজ্যেই বন্ধ থাকবে স্কুল, কলেজ এবং অন্যান্য প্রতিষ্ঠানগুলি।

10টি জ্ঞাতব্য বিষয় :

1. শাসক দল জেডিএস এই বনধকে সমর্থন জানানোয় বেঙ্গালুরুতে সব স্কুল, কলেজ বনধ থাকবে আজ।

2. উবার ও ওলা চালকদের গ্রুপ, অটোচালকদের সংগঠন এবং কর্নাটক রক্ষণা বেদিকে, কেএসআরটিসি, বিএমটিসি’র মতো সংগঠনগুলিও সমর্থন জানিয়েছে এই বনধকে।

3. পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস বনধকে সমর্থন করলেও তাতে সক্রিয়ভাবে উপস্থিত থাকবে না বলে জানানো হয়েছে দলের পক্ষ থেকে।

4. সকাল থেকেই গোটা দেশ জুড়েই শুরু হয়ে গিয়েছে ভারত বনধ পালন।

5. কর্নাটকের হুবালিতে বনধ সমর্থকরা টায়ার জ্বালিয়ে দিল।

6. “আমরা চাই পেট্রোল ও ডিজেলকেও আনা হোক জিএসটি’র আওতায়। বিজেপির জাতঈয়স্তরের বৈঠকেও পেট্রোল ও ডিজেলের অত্যাধিক মূল্যবৃদ্ধি নিয়ে কোনও আলোচনাই হয়নি। সাধারণ মানুষের যন্ত্রণা নিয়ে তারা বিন্দুমাত্র ভাবিত নয়”, বলেন রণদীপ সুরজেওয়ালা।

7. তামিলনাড়ুর ডিএমকে নেতা এমকে স্ট্যালিন বললেন, ডলারের নিরিখে টাকার দাম রেকর্ড পড়ে যাওয়া নিয়ে কিছুই করছে না কেন্দ্রের মোদী সরকার।

8. বনধে শান্তিপূর্ণভাবে সামিল হওয়ার জন্য দলের কর্মী ও সমর্থকদের অনুরোধ জানাল কংগ্রেস নেতৃত্ব।

9. রবিবার পেট্রোল ও ডিজেলের দাম নতুন রেকর্ড তৈরি করল। প্রতি লিটারে পেট্রোলের দাম বেড়েছে বারো পয়সা। ডিজেলের দশ পয়সা।

10. রবিবার রাজস্থান সরকার পেট্রোল ও ডিজেলের ওপর কর মকুবের কথা ঘোষণা করল।পশ্চিমবঙ্গের খবর, কলকাতার খবর, আর রাজনীতি, ব্যবসা, প্রযুক্তি, বলিউড আর ক্রিকেটের সকল বাংলা শিরোনাম পড়তে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................