This Article is From Sep 10, 2018

Bharat bandh: মহারাষ্ট্রের পার্বণীতে পেট্রোলের দাম 89.97 টাকা, 'রেল-রোকো' করল কংগ্রেস

মহারাষ্ট্রের পার্বণীতে পেট্রোলের দাম প্রতি লিটারে বেড়ে হয়ে গেল 89.97 টাকা।

Bharat bandh: মহারাষ্ট্রের পার্বণীতে পেট্রোলের দাম  89.97 টাকা, 'রেল-রোকো' করল কংগ্রেস

শিবসেনা সমর্থকরা মুম্বাই, থানে, পালঘর, নাসিকে ভাঙচুর চালায়।

মুম্বাই:

মহারাষ্ট্রের পার্বণীতে পেট্রোলের দাম প্রতি লিটারে বেড়ে হয়ে গেল 89.97 টাকা। পেট্রোপণ্যের দাম বেড়ে যাওয়ার প্রতিবাদে বিরোধী দল কংগ্রেস দেশজুড়ে বনধ ডাকার অংশ হিসেবে মুম্বাইতে ‘রেল রোকো’ অভিযান করা হল দলের পক্ষ থেকে। পার্বণী জেলা পেট্রোল ব্যবসায়ী সংগঠনের সভাপতি সঞ্জয় দেশমুখ বলেন প্রতি লিটারে পেট্রোলের দাম প্রায় নব্বই টাকা (89.97 টাকা) ছুঁয়ে ফেলেছে। প্রতি লিটারে ডিজেলের দাম দাঁড়িয়ে আছে 77.92 টাকায়। মহারাষ্ট্রের অন্যান্য স্থানে প্রতি লিটারে পেট্রোলের মূল্য 88 টাকা এবং প্রতি লিটারে ডিজেলের মূল্য 76 টাকা বলে জানান সর্বভারতীয় পেট্রোল ব্যবসায়ী সংগঠনের মুখপাত্র আলি দারুওয়ালা।

মহারাষ্ট্রের সব অংশ জুড়েই বিজেপি ও শিবসেনা ছাড়া প্রায় সব দলই যোগ দিয়েছে আজকের ভারত বনধে।

মহারাষ্ট্রের কংগ্রেস সভাপতি অশোক চৌহান এবং মুম্বাইয়ের কংগ্রেস সভাপতি সঞ্জয় নিরূপমের নেতৃত্বে আন্ধেরি স্টেশনের বাস ডিপোতে কয়েক হাজার বনধ সমর্থক মিলে জমায়েত করেন।

প্রাক্তন মন্ত্রী নাসিম খান, মানিকরাও ঠাকরে, সুরেশ শেঠি সহ বহু নেতা যোগ দেন আন্ধেরিতে হওয়া ওই বিক্ষোভ সমাবেশে।

বাস, ট্রেন, ইস্কুল, কলেজ স্বাভাবিকভাবে চললেও যে যে অঞ্চলে বিরোধীদের শক্তি বেশি সেখানে বিভিন্ন দোকানপাট সহ অন্যান্য বাণিজ্যিক প্রতিষ্ঠান অধিকাংশই বন্ধ রয়েছে আজ।

.