This Article is From Nov 04, 2018

সিলিকন ভ্যালির জন্য আরও একশো একর জমি দিচ্ছে রাজ্যঃ মমতা

রাজ্যে প্রস্তাবিত সিলিকন ভ্যালির জন্য আরও একশো একর  জমি দেওয়ার কথা  ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা  বন্দ্যোপাধ্যায়।

সিলিকন ভ্যালির জন্য আরও একশো একর জমি দিচ্ছে রাজ্যঃ মমতা

100 একরের মধ্যে  74 একর জমি নেওয়ার ব্যাপারে আগ্রহ দেখিয়েছে  তথ্যপ্রযুক্তি সংস্থাগুলি।

হাইলাইটস

  • সিলিকন ভ্যালির জন্য আরও একশো একর জমি দেওয়ার ঘোষণা হল
  • প্রথমে হাব তৈরির জন্য একশো একর জমি দেওয়া হয়
  • মুখ্যমন্ত্রী জানান চাহিদা বেশি থাকায় আরও একশো একর জমি দেওয়া হবে
কলকাতা:

রাজ্যে প্রস্তাবিত সিলিকন ভ্যালির জন্য আরও একশো একর  জমি দেওয়ার কথা  ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা  বন্দ্যোপাধ্যায়। প্রথমে হাব  তৈরির জন্য একশো একর জমি দেওয়ার কথা  ঘোষণা  করে রাজ্য সরকার। কিন্তু মুখ্যমন্ত্রী জানান খুব কম সময়ের চারটি তথ্য প্রযুক্তি সংস্থা হাবে এসে কাজ শুরু করার আগ্রহ দেখানোয় নতুন করে  জমি দেওয়ার সিদ্ধান্ত  হয়েছে। এরই মধ্যে 74 একর জমি বিভিন্ন সংস্থা নিয়ে নিয়েছে। গত অগাস্ট মাসে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা বড় শিল্প সংস্থাকে এ রাজ্যে  নিয়ে আসতে এই তথ্যপ্রযুক্তি হাব খোলার সিদ্ধান্ত হয়। এ কথা উল্লেখ করে  শনিবার  ফেসবুকে মমতা লেখেন, মাত্র দু'মাসে এই  100 একরের মধ্যে  74 একর জমি নেওয়ার ব্যাপারে আগ্রহ দেখিয়েছে  চারটি বড় তথ্যপ্রযুক্তি সংস্থা।

এর মধ্যে তথ্যপ্রযুক্তি যুক্ত টেলিকম শিল্প গড়ে  তুলতে40 একর জমি নিচ্ছে জিও। টিসিএস  চাইছে 20 একর জমি। সেখানে কাজের সুযোগ পাবেন আরও 15,000  হাজার কর্মী। মার্কিন সংস্থা ক্যাপজিমিনি এবং আরপি সঞ্জীব গোয়েঙ্কা  গোষ্ঠী চেয়েছে যথাক্রমে 10 ও 4 একর জমি। মুখ্যমন্ত্রী জানান এগুলির বাইরে আমেরিকা  থেকে শুরু করে  আরও  কয়েকটি দেশের সংস্থা জমি নেওয়ার ব্যাপারে  আগ্রহ দেখিয়েছে।

                

.