This Article is From Jul 26, 2018

পুরসভার সার্ভিস কমিশন বিল পাশ বিধানসভায়

রাজ্য সরকার গতকাল রাজ্য পৌরসভা সার্ভিস কমিশনের নতুন বিল আনল বিধানসভায়।

পুরসভার সার্ভিস কমিশন বিল পাশ বিধানসভায়

রাজ্যের পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম বিধানসভায় এই বিল চালু করেন।

কলকাতা:

রাজ্য সরকার গতকাল রাজ্য পৌরসভা সার্ভিস কমিশনের নতুন বিল আনল বিধানসভায়। পৌরসভার স্থানীয় নাগরিক কমিটির বিশেষ বিভাগগুলির জন্য কর্মীদের সরাসরি নিয়োগ করা যাবে এই বিলের মাধ্যমে। রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম বিধানসভায় এই বিল চালু করেন।

নতুন এই বিলটির ফলে সার্ভিস কমিশন রাজ্যের আটটি পুরসভা, 115’টি মিউনিসিপ্যালিটি এবং আঠারোটি উন্নয়ন কমিটির জন্য কর্মী নিয়োগ করতে পারবে।

এই কমিশনে একজন সভাপতি ও তিনজন সদস্য থাকবেন। রাজ্য সরকারের অধীনে থেকে এই কমিটি নগরোন্নয়ন মন্ত্রক ও পৌরসভা বিষয়ক মন্ত্রকের হয়ে কাজ করবে বলে জানা গিয়েছে ওই বিলটি থেকে।  



(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)

.