This Article is From Dec 08, 2019

হালকা বিমান চালনার জন্য অব্যবহৃত বিমান ক্ষেত্রগুলির সংস্কার করবে সরকার: মুখ্যমন্ত্রী

“কলকাতা ও গঙ্গাসাগর, দিঘা, মালদা ও বালুরঘাটের মধ্যে হেলিকপ্টার পরিষেবা চালু করা হয়েছে। সমস্ত জেলা সদর এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে ২৭ টি হেলিপ্যাড তৈরি করা হয়েছে,” বলেন মমতা।

হালকা বিমান চালনার জন্য অব্যবহৃত বিমান ক্ষেত্রগুলির সংস্কার করবে সরকার: মুখ্যমন্ত্রী

সমস্ত জেলা সদর এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে ২৭ টি হেলিপ্যাড তৈরি করা হয়েছে: মমতা

হাইলাইটস

  • জেলা সদর ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে ২৭ টি হেলিপ্যাড তৈরি হয়েছে; মমতা
  • কলকাতা ও গঙ্গাসাগর সহ বিভিন্ন জায়গার মধ্যে হেলিকপ্টার পরিষেবা চালু হয়েছে
  • ৭ ডিসেম্বর আন্তর্জাতিক অসামরিক বিমান পরিবহন দিবস
কলকাতা:

রাজ্যে যেসমস্ত অব্যবহৃত বিমান ক্ষেত্রগুলি রয়েছে সেগুলির সংস্কার করবে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Chief Minister Mamata Banerjee) শনিবার বলেন, যাতে এই অব্যবহৃত বিমান ক্ষেত্রগুলিকে হালকা বিমান (light aircraft) চালনার জন্য উপযুক্ত করা যায় তার জন্যই পদক্ষেপ করছে পশ্চিমবঙ্গ সরকার। মুখ্যমন্ত্রী আরও জানান, সমস্ত জেলা সদর এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে ২৭ টি হেলিপ্যাডও তৈরি করা হয়েছে।

আরও পড়ুনঃ কেন্দ্র সরকার বাংলাকে পচা পেঁয়াজ জোগান দিচ্ছে: অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের

মমতা বন্দ্যোপাধ্যায় একটি টুইট বার্তায় বলেন, “আজ, (শনিবার) আন্তর্জাতিক অসামরিক বিমান পরিবহন দিবস (International Civil Aviation Day)। বাংলায় আমাদের সরকার বালুরঘাট, মালদা, কোচবিহার প্রভৃতি ছোট অব্যবহৃত বিমান ক্ষেত্রগুলিতে নতুন করে বিমান পরিষেবা পরিচালনার জন্য সংস্কারের উদ্যোগ নিয়েছে।”

আরও পড়ুনঃ "নাগরিকত্ব (সংশোধনী) বিল মেনে নেব....যদি": এনআরসি প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা

“কলকাতা ও গঙ্গাসাগর, দিঘা, মালদা ও বালুরঘাটের মধ্যে হেলিকপ্টার পরিষেবা চালু করা হয়েছে। সমস্ত জেলা সদর এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে ২৭ টি হেলিপ্যাড তৈরি করা হয়েছে,” বলেন মমতা।

১৯৯৬ সালে জাতিসংঘের সাধারণ পরিষদ ৭ ডিসেম্বর দিনটিকে আন্তর্জাতিক অসামরিক বিমান পরিবহন দিবস হিসাবে ঘোষণা করে।

.