This Article is From Nov 18, 2018

পথ দুর্ঘটনায় মৃত্যুর ঘটনা কমিয়ে আনতে তাঁর সরকার দায়বদ্ধ, দাবি মুখ্যমন্ত্রীর

মুখ্যমন্ত্রী লেখেন, শিশু দিবসে শিশুদের ভালবাসা জানাই। আমার ভালবাসা আর আশীর্বাদ তাদের সঙ্গে  আছে। শিশুরাই সমাজের ভবিষৎ

পথ দুর্ঘটনায় মৃত্যুর ঘটনা কমিয়ে আনতে তাঁর সরকার দায়বদ্ধ, দাবি মুখ্যমন্ত্রীর

একটি মামলার প্রেক্ষিতে রাজ্য প্রশাসনের এই প্রকল্পের প্রশংসা করে সুপ্রিম কোর্ট।

হাইলাইটস

  • পথ দুর্ঘটনায় মৃত্যুর ঘটনা কমিয়ে আনতে তাঁর সরকার দায়বদ্ধ:মমতা
  • ইতিমধ্যেই ‘সেফ ড্রাইভ সেভ লাইভ’ প্রকল্পও শুরু হয়েছে
  • একটি মামলার প্রেক্ষিতে এই প্রকল্পের প্রশংসা করে সুপ্রিম কোর্ট
কলকাতা:

পথ দুর্ঘটনায় মৃত্যুর ঘটনা কমিয়ে  আনতে তাঁর  সরকার  দায়বদ্ধ। পথ  দুর্ঘটনায়  নিহতদের স্মরণ করে  রবিবার  এ কথাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী । তিনি বলেন ‘সেফ ড্রাইভ সেভ লাইভ' প্রকল্প চালু হওয়ার পর থেকে পথ দুর্ঘটনায় মৃতের সংখ্যা কমে  এসেছে। প্রতি বছর নভেম্বর মাসের তৃতীয় রবিবার পালিত হয় এই বিশেষ  দিবস।

মমতার মতো নেত্রীরই এখন দরকার আমাদের দেশের, বললেন তৃণমূল নেতারা

বিশ্বের বিভিন্ন প্রান্তে পথ  দুর্ঘটনায় মৃতদের স্মরণ করতেই এই  দিনটি  পালিত হয়। পথ   দুর্ঘটনার বিরুদ্ধে  দীর্ঘ দিন ধরেই লড়াই করছে  রাজ্য প্রশাসন। ইতিমধ্যেই ‘সেফ ড্রাইভ সেভ লাইভ' প্রকল্পও শুরু হয়েছে। কয়েক দিন আগে একটি মামলার প্রেক্ষিতে রাজ্য প্রশাসনের এই প্রকল্পের প্রশংসা করে সুপ্রিম কোর্ট।

গত কয়েক বছর ধরেই সোশ্যাল মিডিয়ায় সক্রিয় হয়ে উঠেছেন মুখ্যমন্ত্রী। প্রায়  প্রতিটি ঘটনাতেই টুইট করেন তিনি। মাত্র কয়েক দিন আগে শিশু দিবসেরও শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী। টুইট করে  তিনি বলেন, শিশুদের ভাল ভাবে বড় করা জরুরি। ওরাই সমাজের ভবিষৎ।

একই সঙ্গে  তাঁর সরকারের একাধিক  প্রকল্পের কথাও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। শিশুদের কল্যাণে রাজ্য সরকার  শিশু সাথী নামে একটি প্রকল্প শুরু করেছে। সেটির কথা উল্লেখ করেন মমতা।

মুখ্যমন্ত্রী লেখেন, শিশু দিবসে শিশুদের ভালবাসা জানাই। আমার ভালবাসা আর আশীর্বাদ তাদের সঙ্গে  আছে। শিশুরাই সমাজের ভবিষৎ। তাদের ভাল ভাবে বড়  করা  জরুরি।  শিশুদের জন্য আমরা  সবুজ সাথির মতো প্রকল্প  চালু করেছি।



(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)
.