This Article is From Aug 28, 2018

ছাত্র সমাবেশ থেকে বিজেপিকে একহাত নিলেন মমতা, দশটি তথ্য

দলের ছাত্র সংগঠনের সভা থেকে বিজেপিকে কড়া আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

ছাত্র সমাবেশ থেকে বিজেপিকে একহাত নিলেন মমতা, দশটি তথ্য

প্রতি বছর এই দিনটি তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস হিসেবে পালিত হয়।

হাইলাইটস

  • বাংলায় বাঘের বাচ্চারা থাকে। এখানে কিছু করা সহজ নয়, তোপ মমতার
  • মুখ্যমন্ত্রীর অভিযোগ বিজেপি খুনের রাজনীতি করছে
  • বিজেপির আমলে দাঙ্গা ছাড়া সবকিছুর দাম বেড়েছে দাবি তৃণমূলনেত্রীর
কলকাতা: দলের ছাত্র সংগঠনের সভা থেকে বিজেপিকে কড়া আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।মমতা বললেন 2019 বিজেপি ফিনিস। আক্রমণ করলেন সিপিএমকেও। তাঁর মতে সিপিএমের কোনও লজ্জা নেই। ওই দলের হার্মাদরাই বিজেপিতে গিয়ে নাম লিখিয়েছে।

রইল দশটি গুরুত্বপূর্ণ তথ্য

1. বক্তব্যের শুরু থেকেই মমতাকে ছিলেন আক্রমণাত্মক। বিভিন্ন বিষয়কে তুলে ধরে বিজেপিকে একহাত নেন তৃণমূল সুপ্রিমো। তাঁর অভিযোগ পঞ্চায়েত নির্বাচনে ভোটারদের প্রাভাবিত করার চেষ্টা করেছে বিএসএফ।

2.  এ রাজ্যে বিজেপির সংগঠন বৃদ্ধি নিয়েও আক্রমণ শানান  মমতা। তিনি বলেন টাকা ছড়িয়ে এবং কেন্দ্রীয় বাহিনীকে কাজে লাগিয়ে তৃণমূলকর্মীদের  ভয় দেখানো হচ্ছে।

3. বিজেপি জানে অন্য জায়গার থেকে বাংলা বেশি প্রতিবাদ করে তাই বাংলাকেই দমিয়ে রাখতে চাইছে। কিন্তু এভাবে বাংলাকে  দমিয়ে রাখা যাবে না।

 4. অসমের নাগরিক পঞ্জিকরণ নিয়ে অনেক দিন ধরেই সরব মুখ্যমন্ত্রী। এদিন সে কথা উল্লেখ করে তিনি বলেন, কেউ কেউ বলছে এই বাংলাতেও তালিকা তৈরি করবে। আমি বলছি হাত দিয়ে দেখো, বাংলায় সব বাঘের বাচ্চা থাকে। এত সহজে বাংলায় কিছু হবে না।

5. আনলেন নোবেলজয়ী অর্থনীতি বিদ অমর্ত্য সেনের প্রসঙ্গও।  সম্প্রতি বিজেপির সঙ্গে সংঘাতে জড়িয়েছেন   অমর্ত্য সেন। সে কথা তুলে মমতা বলেন, এখন পরিস্থিতি এমনই যে ওঁর মতো মানুষকে নালান্দা বিশ্ববিদ্যালয়ের পদ ছাড়তে হচ্ছে।

 6. সম্প্রতি উত্তর প্রদেশের মুগলসরাই স্টেশনের নাম আরএসএস চিন্তক দীনদয়াল উপাধ্যায়ের নামে করা  হয়েছে। এদিন সেই বিষয়ে সরব হন মমতা। একই ভাবে  তাঁর অভিযোগ কন্যাকুমারীকাকেও দখল করেছে আরএসএস। 

 7. মমতা বলেন , একটা সময়  আরএসএসকে সম্মান করতাম।, কিন্তু এখন ওরা মল কালচারে বিশ্বাস করে। এত টাকা পাচ্ছে কোথা থেকে?

8. তাঁর দাবি, গত বেশ কিছু দিন ধরে ডলারের তুলনায় টাকার দাম কমছে। এই ব্যাপারটাকেও নিশানা করেন মুখ্যমন্ত্রী। কটাক্ষের সুরে তিনি জানান, বিজেপি ক্ষমতায় আসার পর থেকে দাঙ্গা ছাড়া আরও সব কিছুই মহার্ঘ হয়েছে।

9. গোটা দেশ জুড়ে খুনের রাজনীতি করছে  বিজেপি। আমরা রক্তের রাজনীতিতে বিশ্বাস করি না। 

10. আজ এই অনুষ্ঠানের পরেই দিল্লি যাচ্ছেন  মমতা। সেখানে একাধিক বিজেপি বিরোধী নেতার সঙ্গে কথা হবে তাঁর।      

       

 

 



Post a comment
.