This Article is From Feb 27, 2020

বরামাঙ্গওয়ার ঝুল বারান্দায় মেঘের সঙ্গে খেলা করে চাঁদের আলো

পাহাড়ের গায়ের ঝুল বারান্দা কাজের ফাঁকে মাঝে মাঝেই ফেসবুক খুলে দেখে নিতাম। আর মনে মনে স্বপ্ন দেখতাম ওই ঝুল বারান্দায় বসে দূরের পাহাড়ের গায়ে আলোর আঁকিবুকি দেখব

বরামাঙ্গওয়ার ঝুল বারান্দায় মেঘের সঙ্গে খেলা করে চাঁদের আলো

যেখানে গাড়ি নামাল সেখান থেকে ধানক্ষেত, সবজি-খেতের ভিতর দিয়ে কাচা রাস্তা পেরিয়ে পৌঁছতে হয় বরামাঙ্গওয়া ফার্ম হাউসে

হাইলাইটস

  • সবুজের মাঝে ছোট্ট গ্রাম বরামাঙ্গওয়া
  • সেখানেই গড়ে উঠেছে পাহাড়ের কোলে এক ফার্ম হাউস
  • দুটো দিন কাটিয়েই দেওয়া যায় পাহাড়ের গায়ে হেলান দিয়ে

পাহাড়ের গায়ের ঝুল বারান্দা কাজের ফাঁকে মাঝে মাঝেই ফেসবুক খুলে দেখে নিতাম। আর মনে মনে স্বপ্ন দেখতাম ওই ঝুল বারান্দায় বসে দূরের পাহাড়ের গায়ে আলোর আঁকিবুকি দেখব। সেই স্বপ্ন একদিন সত্যিই হয়ে গেল হঠাৎ। তার পর সেই যাওয়া আজও থামেনি। সেই ঝুল বারান্দার টান একটুও কমেনি বরং বেরেই চলেছে ক্রমশ। প্রতিদিন প্রতি মুহূর্তে। সেরকমই এক হোলির দিন দু'য়েক আগে হই হই করে বেরিয়ে পড়েছিলাম আমরা পাঁচজন। পাহাড়ে রঙ খেলার তেমন বাড়বাড়ন্ত নেই। আমাদেরই বা কী, আমরা তো ওই বারান্দায় গা এলিয়েই কাটিয়ে দেব দু'দিন। যেখানে রাত নামলে দেখা যায় দূরে কালিম্পংয়ের পাহাড়ের আলোর খেলা, পূর্ণিমায় মেঘের চাদর সরিয়ে যে আকাশে দেখা যায় চন্দ্রোদয়, সেই আকাশেই পরের সকালে যখন সূর্য উঁকি দেয় মেঘের দল খেলে যায় ঝুল বারান্দায়। 

jopmurao

অফিস থেকে সোজা শিয়ালদহ স্টেশন। সেখান থেকে রাত ১০টার দার্জিলিং মেল ধরে পর সকালেই নিউজলপাইগুড়ি স্টেশন পৌঁছে যাওয়া। বিমান পথ ধরলে ৪৫ মিনিটে আপনি পৌঁছে যাবেন বাগডোগরায়। আমরা অবশ্য এনজিপি স্টেশনে নেমে বরামাঙ্গওয়া ফার্ম হাউসের গাড়িতে চেপে বসলাম। যত তাড়াতাড়ি পৌঁছনো যায় ওই ঝুল বারান্দায়। তখনও তিস্তা বাজার থেকে পাকা রাস্তা তৈরি হয়নি। তিস্তা বাজার থেকে তিস্তার পাড় ধরে বাঁদিক ঘুরেই উঠে পড়লাম চড়াই পথে। এবড়ো খেবড়ো রাস্তা। জঙ্গলের মধ্যে দিয়ে এগিয়ে চলেছে সাপের মতো।

ছায়াতালে ছুঁয়ে যায় কাঞ্চনজঙ্ঘা-কাব্রুর ছায়া

যখন বরামাঙ্গওয়ায় পৌঁছলাম তখন দুপুর। পেটে ইঁদুর ডন দিতে শুরু করেছে ততক্ষণে। যেখানে গাড়ি নামালও সেখান থেকে ধানক্ষেত, সবজি-খেতের ভিতর দিয়ে কাচা রাস্তা পেরিয়ে পৌঁছতে হয় বরামাঙ্গওয়া ফার্ম হাউসে। মনে মনে স্বপ্নের কাছে পৌঁছনোর উত্তেজনা তুঙ্গে উঠেছে ততক্ষণে। ঝুল বারান্দা লাগোয়া দুটো বড় বড় ঘর আমাদের জন্য বরাদ্দ। ব্যাগ পত্তর আমাদের আগে আগেই ঝুড়িতে করে নিয়ে রেখে দিয়েছে এই ফার্মের দু'জন। আমরা বারান্দায় পা রেখে ঘর নয়, চোখ মেলে অবাক চোখে দেখতে লাগলাম দূরের পাহাড়, নিচে তিরতির করে বয়ে যাওয়া তিস্তা, তিস্তাবাজার থেকে ভেসে আসা গাড়ির শব্দ। গাছ, পাখি, ফুল, জঙ্গল ঘেরা ফার্মে ডুবে যাওয়া আটকালেন ফার্মের অন্যতম মালিক কেশরভাই।erkf7k0g

টলটলে দার্জিলিং চা নিয়ে হাজির, আমাদের সঙ্গে আলাপ করতে। চুমুক দিতেই ট্রেন যাত্রার সব ক্লান্তি উধাও। কেশর ভাই জানিয়ে গেলেন, লাঞ্চ তৈরি। খিদে ভুলেই গিয়েছিলাম কিছুক্ষণের মধ্যে তা আবার ফিরে এল। সবাই স্নান সেরে খাওয়ার ঘরে গিয়ে বসলাম। টেবিল সাজিয়ে হাজির কেশরভাই। ভাত, উচ্ছেভাজা, ডাল, আলুরচোখা ঝালঝাল করে। ডিমের ডালনা। শেষ পাতে পায়েস। মুগ্ধ হতে আর কী লাগে বাঙালির। পাহাড় আর পেটপূজো একসঙ্গে পেলে।

‘ও বাউল আর একটা গান গাও'... শান্তির ঠিকানা শান্তিনিকেতনে

দুপুরে একটু গড়িয়ে বেরিয়ে পড়া বরামাঙ্গওয়ার রাস্তায়। হাঁটতে হাঁটতে পৌঁছে যাওয়া এখানকার বিখ্যাত কমলালেবু বাগানে। তখনও কমলা রঙ ধরেনি তাদের গায়ে। হাঁটতে হাঁটতে অনেক দূর পৌঁছে গিয়েছি আমরা। সূর্য অস্ত যেতেই ফেরার পথ ধরলাম। তখনও অত চেনা হয়নি এই গ্রামের রাস্তা-ঘাট-মানুষ। কিন্তু চিনতেও সময় লাগেনি। ফার্ম হাউসে ফিরতেই হাজির গরম গরম পাকোড়া আর চা। চাইলে ফার্মের গোয়ালের দুধের কফিও হতে পারে। বলে রাখি, দুপুরে যা যা খেলাম সব এই ফার্মের নিজস্ব। সে সবজি, হোক বা ডিম বা দুধ। কফি আর পকোড়ায় ফার্মের বারান্দায় বসে আড্ডা জমে উঠল। উল্টোদিকে কালিম্পংয়ের পাহাড় একটু একটু করে আলোকিত হয়ে উঠল। যেন দিওয়ালির রঙ লেগেছে ওই পাহাড়ে। যা শুধু দেখা যায় ছোঁয়া যায় না।

sgl2l4q8

রাতে আমাদের সঙ্গে দেখা করতে এলেন আর এক মালিক সন্দীপন। ওঁর কাছেই গল্প শুনলাম। তাঁরা তিন বন্ধু একদিন ঘুরতে ঘুরতে এই গ্রামটায় এসে পড়েছিল। দেখেই প্রেমে পড়ে যাওয়া। আলাপ হল কেশর ভাইয়ের সঙ্গে। প্রস্তাব গেল একটা রেসর্ট করার। প্রস্তাব পছন্দ হয়ে গেল কেশর ভাইয়েরও। সন্দীপন আঙুল দিয়ে দেখালেন, যতদূর দেখা যাচ্ছে কেশর ভাইয়ের জমি। আর পুরোটা জুড়েই অর্গ্যানিক ফার্ম। সেই ফার্মের জিনিস দিয়েই এখানে সব তৈরি হয়। সারা সন্ধেই কেটে গেল সন্দীপনের গল্প শুনে। তার মাঝেই ডাক এল ডিনারের।

হালকা ঠাণ্ডা শিরশিরানি জাগাচ্ছে শরীরে। পাতলা একটা চাদর গায় দিলে আরামই লাগবে। অনেকে অবশ্য ঠাণ্ডাটাই উপভোগ করার পথে হাঁটল। ডিনারে ভাত-রুটি দুই-ই চলে। তবে আমরা ভেতো বাঙালি। সঙ্গে ফার্মের দেশি মুরগির ঝোল। জমিয়ে ডিনার করে আবারও আশ্রয় নিলাম সেই বারান্দায়। ঘরে ঢুকতে মনই চায় না। এখানেই কেটে যাক একটা পুরো জীবন। বৃষ্টির বড় বড় ফোটা ঘরে যেতে বাধ্য করল। উল্টোদিকের পাহাড়ের আলোরাও একটু একটু করে কমতে শুরু করেছে। আমরাও কম্বলের তলায় সেঁধিয়ে গেলাম। কাঁচের জানলা দিয়ে বাইরে বৃষ্টিরা ধরা দিল।

c4h8nngg

ভোর হল সূর্যিমামাকে সঙ্গে নিয়েই। হালকা মেঘ তখনও আকাশের আনাচ-কানাচ। তাদের বুক চিরেই সূর্যোদয় হল। আজ দোল। আবির স্পর্শ না হলে হয়। আবিরের টিপ ছুঁয়েই বেরিয়ে পড়লাম কেশর ভাইয়ের বড় গাড়ি চেপে। লাভার্স পয়েন্ট থেকে নিচে যে তিস্তা, রঙ্গিতের মিলনক্ষেত্র দেখা যায় সেখানে পৌঁছে গেলাম। অদ্ভুত দুই রঙের জল। খালি চোখে আলাদা করা যায় দুটো নদীকে। কেউ আবার ক্যাম্প করেছে এই নদীর পাড়ে। কেউ ধরছে মাছ। ফিরতে মন চায় না এখান থেকে। যদি থাকা যেত এখানে এক রাত।

ফিরতে হল সেই ভালবাসার বারান্দায়। এটাই শেষ রাত। তাই অনেক রাত পর্যন্ত সেখানেই কেটে গেল সময়। সঙ্গে ব্যাকগ্রাউন্ডে তখন গুলজার, ‘ইস মোর সে যাতে হ্যায়।'

Click for more trending news


.