This Article is From Apr 02, 2020

জামিনযোগ্য ধারায় ধৃত, এমন ৩ হাজার বন্দিকে ছাড়তে তৎপর বাংলাদেশ

এদিকে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর, বৃহস্পতিবার পর্যন্ত বাংলাদেশে আক্রান্ত ৫৬। মৃত ৬।

জামিনযোগ্য ধারায় ধৃত, এমন ৩ হাজার বন্দিকে ছাড়তে তৎপর বাংলাদেশ

স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর, বৃহস্পতিবার পর্যন্ত বাংলাদেশে আক্রান্ত ৫৬। মৃত ৬। (ছবি প্রতীকী)

ঢাকা:

জামিনযোগ্য ধারায় ধৃত বন্দিদের ছাড়তে উদ্যোগ নিল বাংলাদেশ। জানা গিয়েছে, বিচারাধীন এমন ৩ হাজার জনের তালিকা তৈরি করা হয়েছে। সেই তালিকা সুপারিশ হিসেবে যাবে বাংলাদেশ (Bangladesh) স্বরাষ্ট্র মন্ত্রকে। মন্ত্রক সবুজ সঙ্কেত দিলেই সক্রিয় হবে কারা মন্ত্রক। এমনটাই খবর বিডিনিউজ২৪.কম সূত্রে। সেই সংবাদমাধ্যমকে কারা মন্ত্রকের এক কর্তা বলেছেন, করোনা সংক্রমণের (Corona Infection) আবহে স্বরাষ্ট্র মন্ত্রক জেল খালি করার সিদ্ধান্ত নিয়েছে। সেই নির্দেশ মেনে আমরা তালিকা তৈরি করে পাঠিয়েছি। জামিনযোগ্য ধারায় গ্রেফতার বিচারাধীন এমন ৩০০ বন্দিকে চিহ্নিত করা হয়েছে। তাঁদেরই ছাড়া হবে।" জানা গিয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রক সবুজ সঙ্কেত দিলে, সেই তালিকা যাবে আইন মন্ত্রকে। আইন মন্ত্রক সবুজ সঙ্কেত দিলে যাবে শীর্ষ আদালতে। তারপর চূড়ান্ত তালিকা থেকে ছাড়া হবে বন্দিদের।

সংক্রমণে মৃত্যু, কবরের অনুমতি না পেয়ে মুসলিম বৃদ্ধের শেষকৃত্য শ্মশানে

এদিকে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর, বৃহস্পতিবার পর্যন্ত বাংলাদেশে আক্রান্ত ৫৬। মৃত ৬। গত ২৪ ঘণ্টায় ১৪১টি নমুনা পরীক্ষা হয়েছে। সেই নমুনা পরীক্ষা করে নতুন দু'জনের দেহে সংক্রমণ মিলেছে। যাদের একজনের বয়স ৩০-৪০ আর একজন সত্তরোর্ধ্ব। 



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)

.