This Article is From Dec 24, 2018

খারিজ আবেদন, বাংলাদেশের সাধারণ নির্বাচনে লড়তে পারবেন না বিএনপি নেত্রী খালেদা জিয়া

বাংলাদেশের সাধারণ নির্বাচনে লড়তে পারবেন না  বিএনপি নেত্রী খালেদা জিয়া। শেখ হাসিনার  দলের সঙ্গে  লড়াই হচ্ছে  খালেদার  বিএনপির।

খারিজ আবেদন, বাংলাদেশের সাধারণ নির্বাচনে লড়তে পারবেন না  বিএনপি নেত্রী খালেদা জিয়া

নিম্ন আদালত বলেছিল দু বছরের বেশি জেল হলে নির্বাচনে  লড়া যাবে না।

হাইলাইটস

  • বাংলাদেশের সাধারণ নির্বাচনে লড়তে পারবেন না বিএনপি নেত্রী খালেদা জিয়া
  • শেখ হাসিনার দলের সঙ্গে লড়াই হচ্ছে খালেদার বিএনপির
  • দুর্নীতির মামলায় জেলে দশ বছরের জেলে হয়েছে বিএনপি’র সর্বময় নেত্রীর
ঢাকা:

বাংলাদেশের সাধারণ নির্বাচনে লড়তে পারবেন না  বিএনপি নেত্রী খালেদা জিয়া। শেখ হাসিনার  দলের সঙ্গে  লড়াই হচ্ছে  খালেদার  বিএনপির। কিন্তু  বুধবার বাংলাদেশের এজি জানালেন ভোটে লড়তে পারবনে না জেলবন্দি খালেদা। একটি দুর্নীতির মামলায় জেলে  দশ বছরের জেলে হয়েছে  বিএনপি'র সর্বময় নেত্রীর। কিন্তু তাঁর সমর্থকরা সাজা  খারিজের জন্য  আবেদন করেছেন ইতিমধ্যে। পাশাপাশি তাঁর দলের কর্মীরা আশা করেছিলেন  ৩০ ডিসেম্বরের  নির্বাচনের আগে  মুক্ত হবেন খালেদা। তেমনটা হচ্ছে না।  বাংলাদেশের সুপ্রিম  কোর্টও নিম্ন আদালতের রায়  বহাল রেখেছে। একটি মামলার ভিত্তিতে নিম্ন আদালত বলেছিল দু বছরের বেশি জেল হয়েছে  এমন  কেউ নির্বাচনে  লড়তে পারবেন না। সেই নির্দেশই বহাল  রইল  সুপ্রিম কোর্টে।  সুপ্রিম কোর্টের রায় জানার পর বাংলাদেশের এজি মহাবুবে আলাম  সংবাদ সংস্থা  এএফপিকে জানান খালেদার ভোটে লড়া হবে না।  

কাকা'র সঙ্গে ভাইঝি শেখ হাসিনার লড়াইয়ের সাক্ষী হতে চলেছে বাংলাদেশ

  2007 সালে তেজগাঁও পুলিশ স্টেশনে দেশের  দুর্নীতি বিরোধী কমিশন খালেদার নামে একটি  অভিযোগ  দায়ের করে। সেই অভিযোগ পত্রে খালেদা ছাড়া আরও  দশ জনের নাম ছিল। সেই মামলারই শুনানি শুরু হয়েছে। জানা গিয়েছে  কানাডার একটি  সংস্থার সঙ্গে চুক্তি সংক্রান্ত অনিয়মের জন্যই অভিযোগ দায়ের হয়েছিল।  

একাধিক দুর্নীতি মামলায় নাম আছে খালেদার।  তার মধ্যে আরও একটি  সম্প্রতি প্রমাণিত হয়েছে। তাতে  সাত বছরের  সাজা হয়েছে  তাঁর।  এমনিতেই অনাথ আশ্রমের টাকা  আত্মসাতের  মামলায় গত বেশ কয়েক মাস ধরে জেলেই আছেন খালেদা। একাধিক মামলায় সাজা  ঘোষণার বিষয়টিকে বিএনপি রাজনৈতিক প্রতিহিংসা হিসেবেই দেখছে। সাধারণ  নির্বাচনের আগে  বিরোধীদের চাপে রাখতেই এমন সব পদক্ষেপ বলে অনুমাব বিএনপি নেতাদের।          

দেখুন ভিডিও:

.