This Article is From Sep 26, 2018

Bangla Bandh: বনধের জেরে সকাল থেকেই অবরুদ্ধ হয়ে পড়ল দক্ষিণবঙ্গের বহু রেলপথ

ইসলামপুরে ছাত্র-পুলিশ সংঘর্ষের জেরে দুজনের মৃত্যুর প্রতিবাদে আজ বিজেপির ডাকা বারো ঘন্টার বনধ নিয়ে উত্তেজনার পারদ প্রথম থেকেই ছিল তুঙ্গে(Bangla Bandh)। বনধ রুখতে মরিয়া রাজ্য সরকার।

Bangla Bandh: বনধের জেরে সকাল থেকেই অবরুদ্ধ হয়ে পড়ল দক্ষিণবঙ্গের বহু রেলপথ

Bangla Bandh: দফায় দফায় রেল অবরোধ করছে বনধ সমর্থকরা।

কলকাতা:

ইসলামপুরে ছাত্র-পুলিশ সংঘর্ষের জেরে দুজনের মৃত্যুর প্রতিবাদে আজ বিজেপির ডাকা বারো ঘন্টার বনধ (West Bengal Bandh) নিয়ে উত্তেজনার পারদ প্রথম থেকেই ছিল তুঙ্গে(Bangla Bandh)। বনধ (West Bengal Bandh) রুখতে মরিয়া রাজ্য সরকার জেলা প্রশাসন থেকে পুলিশের উপরমহল পর্যন্ত সব পক্ষকে নিয়েই দফায় দফায় বৈঠক করেছে। এই মুহূর্তে ইউরোপ সফরে রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই তিনি পরিস্থিতির ওপর নজর রাখছেন। এর মধ্যেই শুরু হয়ে গেল বারো ঘন্টার বনধ পালন। সবার আগে যার কোপ পড়ল রেললাইনের ওপর। শিয়ালদহ (দক্ষিণ) শাখার লক্ষ্মীকান্তপুর লাইনের বেহারু, মাধবপুর-লক্ষ্মীকান্তপুর, গোচারণে রেলপথ অবরোধ করা হয় ওভারহেড তারে কলাপাতা ফেলে দিয়ে। ভোর রাত থেকেই চলতে থাকে এই ঘটনা। ট্রেন চলাচলে বাধা দেওয়া হয়। অপরদিকে, কৃষ্ণনগর-শান্তিপুর শাখায় বনধ সমর্থকরা শান্তিপুর ও ফুলিয়ার মধ্যে রেল অবরোধ করে। শিয়ালদহ রানাঘাট লাইনের মধ্যে কাঁকিনাড়া-জগদ্দলেও রেল অবরোধ করা হয় সকাল ছ’টা থেকে। হাওড়া-বর্ধমান মেন লাইন শাখার কোন্নগরে সকাল ছ’টা দশ থেকে রেল অবরোধ করা হয়। এছাড়া, লক্ষ্মীকান্তপুর লাইনের মতোই পান্ডুয়াতেও ওভারহেডের তারে কলাপাতা ফেলা হয়  সকাল ছ’টা পঞ্চাশ নাগাদ।

বিক্ষোভ জারি ছিল দক্ষিণ-পূর্ব রেলের নলপুর, মেচেদা, ফুলেশ্বর, আবাদা, চেঙ্গাইল, কুলগাছিয়া প্রভৃতি স্টেশনেও। যদিও, আজ সকাল দশটা দশ নাগাদ নলপুর স্টেশন থেকে অবরোধ উঠে যায়। অবরোধ উঠে যায় দক্ষিণ-পূর্ব রেলের অন্যান্য লাইন থেকেও।

রাজ্যকে বিপদে ফেলতে চাইছে বিজেপি, বললেন পার্থ

শিয়ালদহ-বারাসত বনগাঁ শাখার অশোকনগর রোডে সকাল ছ’টা পঁচিশ মিনিটে রেল অবরোধ করা হয়। ছ’টা পঁয়ত্রিশে মধ্যমগ্রাম এবং ছ’টা চল্লিশে যথাক্রমে গুমা ও ঠাকুরনগরের লাইন অবরোধ করে বনধ সমর্থকরা। ওই একই সময়ে শিয়ালদহ-ডায়মন্ড হারবার শাখার সুভাষগ্রামেও রেলপথ অবরুদ্ধ করে দেওয়া হয়।

বিজেপির ডাকা বাংলা বনধের বিরুদ্ধে মামলা, শুনবে কলকাতা হাইকোর্ট

ব্যান্ডেল-কাটোয়া শাখার ভান্ডারটিকুরিতে অবরোধ চলছে সকাল ছ’টা আঠারো থেকে। ওই একই শাখার বাঁশবেড়িয়াতে সকাল সাতটা পঁচিশ থেকে এবং হাওড়া-ব্যান্ডেল শাখার বৈদ্যবাটিতে সকাল সাতটা কুড়ি থেকে অবরোধ করে বাংলা বনধের সমর্থকরা। হুগলি জেলার শ্রীরামপুরে জিটি রোড অবরোধ করার ফলে বিপাকে পড়ে যান কাজে বেরোনো বহু মানুষ। ডানকুনিতে আটকে দেওয়া হয় দূরপাল্লার একাধিক ট্রেনকে।

যার ফলে ওখানেও আটকা পড়ে যান হাজার হাজার যাত্রী।     

.