This Article is From Mar 08, 2019

বিষয়টি আমার কাছে স্বপ্ন সত্যি হওয়ার মতো, নতুন দায়িত্ব সম্পর্কে মন্তব্য শ্রী শ্রী রবিশঙ্করের

অযোধ্যা মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট জানিয়েছে এখন বিষয়টি নিয়ে মধ্যস্থতা করবেন তিন জন। তার মধ্যে অন্য দুজনের সঙ্গেই আছেন আধ্যাত্মিক গুরু শ্রী শ্রী রবিশঙ্কর।

বিষয়টি আমার কাছে স্বপ্ন সত্যি হওয়ার মতো, নতুন দায়িত্ব সম্পর্কে মন্তব্য শ্রী শ্রী রবিশঙ্করের

ইগোকে দূরে সরিয়ে রেখে  একসঙ্গে হয়ে সমস্যার সমাধান করতে হবেঃ রবিশঙ্কর

হাইলাইটস

  • সুপ্রিম কোর্ট জানিয়েছে এখন বিষয়টি নিয়ে মধ্যস্থতা করবেন তিন জন
  • নতুন দায়িত্ব সম্পর্কে টুইটারে প্রতিক্রিয়া দিয়েছেন শ্রী শ্রী রবিশঙ্কর
  • তাঁর কাছে বিষয়টি স্বপ্ন সত্যি হওয়ার মতো বলে জানান এই আধ্যাত্মিক গুরু
নিউ দিল্লি:

অযোধ্যা মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট জানিয়েছে এখন বিষয়টি নিয়ে মধ্যস্থতা করবেন তিন জন। তার মধ্যে অন্য দুজনের সঙ্গেই আছেন আধ্যাত্মিক গুরু শ্রী শ্রী রবিশঙ্কর। টুইটারে নিজের প্রতিক্রিয়া  দিয়েছেন তিনি।  তিনি লিখেছেন, এটা আমার কাছে স্বপ্ন সত্যি হওয়ার মতো। সমস্ত পক্ষকে শ্রদ্ধা  করে বলছি আমাদের কাজ হবে দীর্ঘ দিন ধরে চলতে থাকা বিতর্ক মিটিয়ে  দেওয়া। আজ দায়িত্ব পেলেও অনেক দিন ধরেই রাম মন্দির-বাবরি মসজিদ সংক্রান্ত বিবাদ মেটাতে আলোচনার উপর জোর দিয়ে এসেছেন তিনি।           

 শ্রী শ্রী রবিশঙ্কর সহ তিন জনকে অযোধ্যা মামলা মধ্যস্থতার ভার দিল সুপ্রিম কোর্ট             

 নতুন  দায়িত্ব সম্পর্কে রবিশঙ্কর বলেন,‘আমদের সবার উচিত ইগোকে দূরে সরিয়ে রেখে  একসঙ্গে হয়ে সমস্যার সমাধান করা।  এটা করতে গিয়ে সবার  অনুভূতিকেই সম্মান করার মানসিকতাও  রাখতে হবে আমাদের।

 তিন জনের এই কমিটিতে  শ্রী শ্রী রবিশঙ্কর ছাড়াও আছেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি ইব্রাহিম কালিফুল্লা এবং শ্রীরাম পঞ্চু। প্রাক্তন বিচারপতি কালিফুল্লা বিচারপতি এম ফকির মহম্মদের পুত্র। ১৯৭৫ সালে  আইনজীবী হিসেবে  নিজের কর্মজীবন শুরু করেন তিনি। ২০০০ সাল  পর্যন্ত আইনজীবী থাকার পর মাদ্রাজ হাইকোর্টের বিচারপতি নিযুক্ত হন। ২০১২ সালে আসেন সুপ্রিম কোর্টে। তাঁর সঙ্গে আছেন প্রবীণ আইনজীবী শ্রীরাম পঞ্চু। দীর্ঘ দিন ধরে একাধিক গুরুত্বপূর্ণ মামলার মধ্যস্থতা করে এসেছেন তিনি।     

.