This Article is From Jan 14, 2020

জম্মু কাশ্মীরের মাচিলে সেনা ছাউনিতে তুষারধ্বস! নিহত ৩ সেনা, নিখোঁজ ১!

গত ৪৮ ঘন্টা ভারী তুষারপাতের কারণে উত্তর কাশ্মীরে বেশ কয়েকটি এলাকায় একাধিক তুষারধ্বসের খবর মিলেছে। বেশ কয়েকজন সেনাকর্মীকে উদ্ধার করা হয়েছে।

জম্মু কাশ্মীরের মাচিলে সেনা ছাউনিতে তুষারধ্বস! নিহত ৩ সেনা, নিখোঁজ ১!

সোমবার দুপুর ১ টা নাগাদ তুষারধ্বসে সেনাছাউনিটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় (প্রতীকী)

হাইলাইটস

  • তুষারধ্বসের কবলে পড়েছেন গান্ডেরবল জেলার সোনমার্গের নয়জন সাধারণ মানুষ
  • রাতভর উদ্ধার অভিযান চালানোর পরে চারজনের দেহ উদ্ধার করা গিয়েছে।
  • পাঁচজনের মৃত্যু হয়েছে ওই তুষারধ্বসের কারণে।
নয়াদিল্লি:

সোমবার জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) কুপওয়ারা (Kupwara) জেলার মাচিল (Machil) সেক্টরে তুষারধ্বসের (avalanche) কারণে একটি সেনাছাউনিতে তিনজন সেনা নিহত ও একজন নিখোঁজ হয়েছেন। একজন সৈন্য আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। সোমবার দুপুর ১ টা নাগাদ তুষারধ্বসে সেনাছাউনিটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

দক্ষিণ সিয়েচেনে তুষারধস, মৃত্যু হল দুই সেনা জওয়ানের

আরও একটি তুষারধ্বসের কবলে পড়েছেন গান্ডেরবল জেলার সোনমার্গের নয়জন সাধারণ মানুষ। তাদের মধ্যে পাঁচজনের মৃত্যু হয়েছে ওই তুষারধ্বসের কারণে। কর্মকর্তারা জানিয়েছেন, রাতভর উদ্ধার অভিযান চালানোর পরে চারজনের দেহ উদ্ধার করা গিয়েছে।

গত ৪৮ ঘন্টা ভারী তুষারপাতের কারণে উত্তর কাশ্মীরে বেশ কয়েকটি এলাকায় একাধিক তুষারধ্বসের খবর মিলেছে। বেশ কয়েকজন সেনাকর্মীকে উদ্ধার করা হয়েছে।

সোমবার, বারামুল্লা জেলায় একটি তুষারধ্বসের কারণে আটকা পড়া দুই কিশোরীকে স্থানীয় মানুষরাই উদ্ধার করেছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

.