This Article is From Feb 27, 2020

নদীতে তলিয়ে গেল বিয়েবাড়ির বাস, মর্মান্তিক দুর্ঘটনায় মৃত ২৫

চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি গ্রামের কাছে একটি সেতু থেকে নদীতে পড়ে যায়।

নদীতে তলিয়ে গেল বিয়েবাড়ির বাস, মর্মান্তিক দুর্ঘটনায় মৃত ২৫

মর্মান্তিক এই দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলত।

হাইলাইটস

  • বাসটিতে ২৮ জন যাত্রী ছিলেন
  • ১৩ জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়
  • দুর্ঘটনায় শোকপ্রকাশ করে টুইট রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলত
কোটা:

নদীতে তলিয়ে গেল বিয়েবাড়ির বাস। অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, বুধবার সকালে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে রাজস্থানের বুন্দি জেলায় কোটা-দৌসা হাইওয়েতে। জানা গিয়েছে, বিয়েবাড়ির উদ্দেশে যাত্রা করা ওই বাসে ২৮ জন যাত্রী ছিলেন। বাসটি কোটা থেকে ভোরবেলা রওনা হয়ে সাওয়াই মাধোপুরের দিকে যাচ্ছিল। তখনই চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। বাসটি পাপড়ি গ্রামের কাছে একটি সেতু থেকে নদীতে পড়ে যায়। লেখারি থানার সাব ইন্সপেক্টর রাজেন্দ্র কুমার সংবাদ সংস্থা পিটিআইকে একথা জানিয়েছেন।

বাসটি সেতু থেকে মেজ নদীতে পড়ে যায়। ওই সেতুতে কোনও রেলিং ছিল না বলে পুলিশ জান‌িয়েছে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ১৩ জনের। হাসপাতালে যাওয়ার পথে ১০ জন মারা যান। মৃতদের মধ্যে ১১ জন পুরুষ, ১০ জন মহিলা ও তিনজন শিশু রয়েছে বলে জানা গিয়েছে।

আহতদের লেখারি সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে গুরুতর আহত কয়েকজনকে কোটায় সরকারি হাসপাতালে পাঠানো হয়। আহতদের স্থানীয় জনতার সাহায্যে পুলিশ উদ্ধার করে।

রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলত টুইট করে মর্মান্তিক দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন।

.