This Article is From Jan 14, 2019

চার্জশিটে ভারত-বিরোধী শ্লোগানের উল্লেখ, কী প্রতিক্রিয়া কানহাইয়া কুমারের

পুলিশ জানিয়েছে, তাদের হাতে কানহাইয়া কুমার, উমর খালিদ, অর্নিবাণ ভট্টাচার্য সহ আরও ৭ জনের বিরুদ্ধে প্রমাণ রয়েছে।

চার্জশিটে ভারত-বিরোধী শ্লোগানের উল্লেখ, কী প্রতিক্রিয়া কানহাইয়া কুমারের

২০১৬-এ জেএনইউ ক্যাম্পাসে “দেশ বিরোধী” শ্লোগান দেওয়ায় অন্যতম অভিযুক্ত কানহাইয়া কুমার

হাইলাইটস

  • ২০১৬-এর ঘটনায় কানহাইয়া কুমার, উমর খালিদ সহ অন্যান্যদের বিরুদ্ধে চার্জশিট
  • আফজল গুরুর ফাঁসির প্রতিবাদে একটি অনুষ্ঠান করায় অভিযুক্ত তাঁরা
  • বিষয়টিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেছেন কানহাইয়া কুমার
নিউ দিল্লি:

জেএনইউ-এর ছাত্র নেতা কানহাইয়া কুমার, উমর খালিদ, অর্নিবাণ ভট্টাচার্য সহ আরও ৭ জনের বিরুদ্ধে সোমবার চার্জশিট পেশ করল পুলিশ। ২০১৬ ফেব্রুয়ারিতে জেএনইউ ক্যাম্পাসে ভারত বিরোধী শ্লোগান দেওয়ার অভিযোগ উঠেছিল তাদের বিরুদ্ধে।

পুলিশ জানিয়েছে, তাদের হাতে কানহাইয়া কুমার, উমর খালিদ, অর্নিবাণ ভট্টাচার্য সহ ৭ জনের বিরুদ্ধ প্রমাণ রয়েছে।

আফজল গুরুর ফাঁসির বিরুদ্ধে কলেজ ক্যাম্পাসে একটি অনুষ্ঠানর আয়োজন করার অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে। তাদের গ্রেফতারকে কেন্দ্র করে দেশজুড়ে বিতর্কের ঝড় ওঠে। বিরোধীদের অভিযোগ, “কেন্দ্রের শাসক বিজেপির হয়ে কাজ করছে পুলিশ”।

ভিডিয়ো ফাঁসের ভয় দেখিয়ে হায়দ্রাবাদের নাবালিকাকে চার বছর ধরে ধর্ষণের অভিযোগ!

পুলিশ জানিয়েছে, সিপিআই নেতা ডি রাজার মেয়ে অপরাজিতা সহ বাকি ৩৬ জন অভিযুক্তের বিরুদ্ধে কোনও প্রত্যক্ষ প্রমাণ নেই। তবে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হতে পারে তাদের।

সোমবার তিনজন পুলিশ কর্মী ১২০০ পাতা চার্জশিট জমা দেন পাতিয়ালা হাউস কোর্টে।

প্রত্যক্ষদর্শীদের বয়ান তুলে ধরে পুলিশ জনিয়েছে, তিন বছর আগের ওই অনুষ্ঠানে কানহাইয়া কুমারকে দেশবিরোধী শ্লোগান দিতে দেখা গেছে। পুলিশ আরও জানিয়েছে, তাদের কাছে একটি ভিডিও আছে, যেখানে কানহাইয়া কুমারকে পরিষ্কার কথা বলতে দেখা গেছে।

চার্জশিটকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেছেন কানহাইয়া কুমার।সংবাদ সংস্থা এএনআইকে কানহাইয়া কুমার বলেন, “চার্জশিট পেশের খবর যদি সত্য হয়, তাহলে আমি পুলিশ এবং মোদীজীকে ধন্যবাদ জানাব।তিনবছর পর নির্বাচনের ঠিক আগে, চার্জশিট পেশই বলে দেয় পুরো বিষয়টিই রাজনৈতিক রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত।দেশের বিচার ব্যবস্থার ওপর আমার বিশ্বাস আছে”।

পোস্টারে মুখ দেখিয়ে মকর সংক্রান্তির শুভেচ্ছা জানাল বুলন্দশহরে পুলিশ খুনে মূল অভিযুক্ত!

তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন উমর খালিদ।এনডিটিভিকে তিনি বলেন, “নজর অন্যদিকে ঘোরানোর চেষ্টা করছে সরকার, নিজেদের ব্যর্থতা ঢাকতে নির্বাচনের মুখে পুরো ঘটনা বদলে দেওয়া হচ্ছে।আমরা মামলা লড়ব, এবং নিজেদের নির্দোষ প্রমাণ করব”।

.