This Article is From Oct 24, 2019

Assemly and By Elections 2019 Result Live Update: দুই রাজ্যে বিধানসভা, ১৮ রাজ্যের ৫১ আসনে উপনির্বাচনের গণনা

Election Results 2019 Live Updates: হরিয়ানা ও মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনের পাশাপাশি আজ ৫১টি বিধানসভা এবং ২টি লোকসভা আসনে উপনির্বাচনেরও ভোটগণনা।

Assemly and By Elections 2019 Result Live Update: দুই রাজ্যে বিধানসভা, ১৮ রাজ্যের ৫১ আসনে উপনির্বাচনের গণনা

Assembly Election Results 2019: সোমবার উপনির্বাচনের ভোটগ্রহণে ৫৭ শতাংশ ভোট পড়ে

হরিয়ানা (Haryana) ও মহারাষ্ট্রে (Maharashtra) বিধানসভা নির্বাচনের পাশাপাশি আজ ৫১টি বিধানসভা (Assembly Election) এবং ২টি লোকসভা আসনে উপনির্বাচনেরও(By-Elections) ভোটগণনা। ১৮টি রাজ্যে দুদিন আগেই ভোটগ্রহণ হয়। এরমধ্যে প্রায় ৩০টি বিধানসভা আসন রয়েছে বিজেপি অথবা তাদের জোটসঙ্গীর দখলে, ১২টিতে জয়ী কংগ্রেস এবং বাকিগুলিতে আঞ্চলিকদলগুলি জয়ী। দলগুলির কাছে এই উপনির্বাচন সম্মানরক্ষার লড়াই, কারণ, ফলাফলে বিধানসভায় আসনের পাটিগণিতে খুব একটা হেরফের হবে না, বরং  দলগুলিকে আরও শক্তি জোগাবে। সোমবার উপনির্বাচনের ভোটগ্রহণে ৫৭ শতাংশ ভোট পড়ে। বিজেপি ও তাদের জোটসঙ্গীদের দখলে থাকা রাজ্যগুলির মধ্যে, সর্বোচ্চ ১১টি আসনে গণনা হবে উত্তরপ্রদেশে, গুজরাটে ৬টি, বিহারে ৫টি, অসমে ৪টি, এবং হিমাচলপ্রদেশ ও তামিলনাড়ুতে দুটি করে আসনে।

মহারাষ্ট্র বিধানসভার নির্বাচনের ফলাফল এনসিপির জন্যও গুরুত্বপূর্ণ। তারা কংগ্রেসের জোটসঙ্গী হিসেবে নির্বাচনে লড়েছে। এদিকে মহারাষ্ট্র নবনির্মাণ সেনা, এআইএমআইএম ও বঞ্চিত বহুজন আঘাদির মতো দলের কাছে এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এদিকে হরিয়ানাতেও আঞ্চলিক দলগুলির মধ্যে লড়াই গুরুত্বপূর্ণ হতে চলেছে বলে মনে করা হচ্ছে। যেমন ইন্ডিয়ান ন্যাশনাল লোকদল ও জননায়ক জনতা পার্টি। বিএসপিও দুই রাজ্যেই তাদের প্রার্থী দিয়েছে।

এগজিট পোল জানিয়েছে, মহারাষ্ট্রে বিজেপি-শিবসেনা জোটই ক্ষমতায় আসতে চলেছে। কিন্তু আসনসংখ্যার তারতম্য হবে।

অধিকাংশ এগজিট পোলই হরিয়ানায় বিজেপির পরিষ্কার জয় দেখছে। তবে একটি এগজিট পোল দুই প্রধান দলই তীব্র প্রতিদ্বন্দ্বিতা করবে। কেউই সংখ্যাগরিষ্ঠতা পাবে না।

Oct 24, 2019 13:39 (IST)
হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ভুপিন্দর সিংহ হুডা জেপিপি-র দুষ্মন্ত সিংহ চৌতালা ও আইএনএলডিকে আহ্বান জানালেন কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে সরকার গড়ার জন্য। 

Oct 24, 2019 13:33 (IST)

Election Results 2019 LIVE: লোকসভা উপ নির্বাচনে পিছিয়ে বিজেপি প্রার্থী

মহারাষ্ট্রের সাতারা লোকসভা কেন্দ্রের উপ নির্বাচনে পিছিয়ে বিজেপি প্রার্থী উদয়নরাজে ভোঁশলে। তিনি ৪১,২৫৫ ভোটে পিছিয়ে রয়েছেন এনসিপি প্রার্থী শ্রীনিবাস পাতিলের থেকে।

Oct 24, 2019 13:29 (IST)

Haryana Assembly Results 2019: বিজেপির রাজ্য সভাপতি সুভাষ বারালা পদত্যাগ করলেন

হরিয়ানার বিজেপি রাজ্য সভাপতি সুভাষ বারালা পদত্যাগ করলেন। রাজ্যে দলের খারাপ পারফরম্যান্সের দায় নিজের কাঁধে নিয়ে দায়িত্ব ছাড়লেন তিনি। তিনি নিজে তোহানা কেন্দ্রে ১০,৩৮৩ ভোটে পিছিয়ে রয়েছেন জেজেপির দেবেন্দর সিংহ বাবলির কাছে।

Oct 24, 2019 13:24 (IST)

Maharashtra Election Result 2019 LIVE: কংগ্রেস-এনসিপি জোটের থেকে ১৬০-১০০ ব্যবধানে এগিয়ে বিজেপি-শিবসেনা

দুপুর ১টার হিসেব বলছে কংগ্রেস-এনসিপি জোটের থেকে বিজেপি শিবসেনা এগিয়ে গিয়েছে ১৬০-১০০ ব্যবধানে।

Oct 24, 2019 13:22 (IST)

Haryana Election Results 2019: বিজেপির ভোট ৬ শতাংশ থেকে বেড়ে ৩৯ শতাংশ

২০১৪ সালে বিধানসভায় বিজেপি ভোট পেয়েছিল ৬ শতাংশ। এবার তাদের ভোট বেড়ে দাঁড়িয়েছে ৩৯ শতাংশ। কংগ্রেস পেয়েছে ২৮ শতাংশ ভোট। ইন্ডিয়ান ন্যাশনাল লোক দল পেয়েছে মাত্র ৩ শতাংশ ভোট।

Oct 24, 2019 12:29 (IST)
সূত্রানুসারে, এনসিপি নেতা অজিত পাওয়ার সাংবাদিক সম্মে‌লেন উপস্থিত হবেন কিছুক্ষণের মধ্যে।

Oct 24, 2019 12:27 (IST)

Maharashtra Election Result 2019 LIVE: এগিয়ে কোন কোন হেভিওয়েট

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ এগিয়ে রয়েছেন ৫,১০৩ ভোটে।

রাজ্য বিজেপি সভাপতি চন্দ্রকান্ত পাতিল ১০,০৮৬ ভোটে এগিয়ে রয়েছেন।

বিজেপির মন্ত্রী রাধাকৃষ্ণ ভিখে পাতিল এগিয়ে ২৬, ৭২৪ ভোটে।

এনসিপি নেতা ও প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার এগিয়ে রয়েছেন ৪৯, ৮৫১ ভোটে।

Oct 24, 2019 12:07 (IST)

প্রকাশ সিংহ বাদল মধ্যস্থতা করবেন বিজেপি ও দুষ্মন্ত সিংহ চৌতালার মধ্যে: সূত্র

সংখ্যাগরিষ্ঠতা পাওয়া নিয়ে সংশয় বিজেপির। এই অবস্থায় জেপিপির দুষ্মন্ত সিংহ চৌতালার ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিজেপি অকালি দলের প্রকাশ সিংহ বাদলকে অনুরোধ করেছে দুষ্মন্ত সিংহ চৌতালার সঙ্গে বিজেপির মধ্যস্থতার ব্যাপারে।

Oct 24, 2019 11:45 (IST)

Maharashtra Election Result 2019 LIVE: কংগ্রেস-এনসিপি জোটের থেকে ১৬৪-৯৬ ব্যবধানে এগিয়ে বিজেপি-শিবসেনা

সকাল এগারোটার হিসেব বলছে কংগ্রেস-এনসিপি জোটের থেকে বিজেপি শিবসেনা এগিয়ে গিয়েছে ১৬৪-৯৬ ব্যবধানে। বিজেপি এগিয়ে রয়েছে ৯৯টি আসনে। শিবসেনা জোট এগিয়ে ৬৫টি আসনে। এদিকে কংগ্রেস ৪৩ ও এনসিপি ৫৩টি আসনে এগিয়ে।

Oct 24, 2019 11:38 (IST)

LIVE Haryana Election Results: পিছিয়ে কংগ্রেসের বর্ষীয়ান নেতা রণদীপ সিংহ সূর্যেওয়ালা

কংগ্রেসের বর্ষীয়ান নেতা রণদীপ সিংহ সূর্যেওয়ালা বিজেপির লীলা রামের থেকে পিছিয়ে গিয়েছেন ২,৪২৩ ভোটে। তিনি জিন্দের উপ নির্বাচনেও হেরেছিলেন এর আগে। 

Oct 24, 2019 11:30 (IST)

Haryana Election Results Today: মনোহরলাল খাট্টারকে ডাকা হল দিল্লিতে

বিজেপি ডাক পাঠাল মনোহরলাল খাট্টারকে। সূত্রানুসারে, যেহেতু এখনও পর্যন্ত যে ধারা লক্ষণীয়, তাতে বিজেপির সঙ্গে জোর টক্কর দিচ্ছে কংগ্রেস। এই অবস্থায় দুষ্মন্ত সিংহ চৌতালার সঙ্গে কথা চালাতে টায়। এই পরিস্থিতিতে দুষ্মন্ত সিংহ চৌতালার ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বলে মনে করা হচ্ছে।

Oct 24, 2019 11:24 (IST)
Maharashtra Election Result 2019 LIVE: কংগ্রেস-এনসিপি জোটের থেকে ১৬২-৯০ ব্যবধানে এগিয়ে বিজেপি-শিবসেনা 

সকাল এগারোটার হিসেব বলছে কংগ্রেস-এনসিপি জোটের থেকে বিজেপি শিবসেনা এগিয়ে গিয়েছে ১৬২-৯০ ব্যবধানে। 

Oct 24, 2019 11:19 (IST)
Haryana Assembly Elections 2019: হাড্ডাহাড্ডি লড়াই বিজেপি ও কংগ্রেসের মধ্যে

Oct 24, 2019 11:09 (IST)

Haryana Assembly Results 2019: মনোহরলাল খাট্টার এগিয়ে ৪৫৮৮ ভোটে

প্রথম রাউন্ডের গণনা শেষে হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খাট্টার ৪৫৮৮ ভোটে এগিয়ে রয়েছেন তাঁর কেন্দ্র কার্নাল থেকে।


Oct 24, 2019 11:01 (IST)
Maharashtra Election Result 2019 LIVE: বিজেপি নেতা একনাথ খাড়সের কন্যা রোহিনী খাড়সে এগিয়ে মুক্তাইনগরে

মহারাষ্ট্রের বিজেপি নেতা একনাথ খাড়সের কন্যা রোহিনী খাড়সে এগিয়ে রয়েছেন মুক্তাইনগর কেন্দ্রে। ৩৬ বছরের রোহিনী এগিয়ে রয়েছেন তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী নিম্বা‌ পাতিলের থেকে। নিম্বা একজন নির্দল প্রতিদ্বন্দ্বী। এই আসনে এতদিন ছিলেন তাঁর বাবা। যিনি এর আগে শিবসেনায় থাকায় নিম্বা পাতিলকে হারিয়ে নির্বাচিত হয়েছিলেন এই কেন্দ্র থেকে। 

Oct 24, 2019 10:57 (IST)
Maharashtra Election Result 2019 : ওরলি বিধানসভা কেন্দ্রে এগিয়ে আদিত্য থ্যাকারে 

শিবসেনার প্রার্থী আদিত্য থ্যাকারে ওরলি বিধানসভা কেন্দ্রে বড় ব্যবধানে এগিয়ে গিয়েছেন। ২৯ বছরের আদিত্য শিবসেনার শক্ত ঘাঁটি ওরলি থেকে জিতবেন এটা প্রত্যাশিতই রয়েছে। তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন এনসিপির সুরে মানের বিরুদ্ধে। ১৯৬৬ সালে বাল থ্যাকারে শিবসেনা প্রতিষ্ঠা করার পর থেকে আদিত্যই প্রথম, যিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।  

Oct 24, 2019 10:44 (IST)

Haryana Election Results 2019: ''আদমপুরে জয়ী হবে বিজেপি'', বললেন সোনালি ফোগত

হরিয়ানায় আদমপুর বিধানসভা কেন্দ্রে জয়ী হবে বিজেপিই। আত্মবিশ্বাসের সুরে একথা জানালেন সোনালি ফোগত। টিক টক ভিডিও করে খ্যাতির শীর্ষে পৌঁছন সোনালি। এবার তিনি পেয়েছেন বিজেপির টিকেট। আদমপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। তাঁর বিরুদ্ধে দাঁড়িয়েছেন কংগ্রেসের বর্ষীযান নেতা কুলদীপ বিশ্নোই। এই বিধানসভা কেন্দ্রের তিন বারের বিধায়ক কুলদীপ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভজন লালের পুত্র।

সোনালি ফোগত দাবি করেছেন, বিজেপি হরিয়ানায় জয়ী হবে। আর তিনি জয়ী হবেন আদমপুর থেকে। তিনি বলেন, আদমপুরের মানুষ এই বিধানসভা কেন্দ্রের উন্নয়ন চান।

Oct 24, 2019 10:37 (IST)
Maharashtra Election Result 2019 LIVE: কংগ্রেস-এনসিপি জোটের থেকে ১৬৫-৮৮ আসনে এগিয়ে বিজেপি-শিবসেনা জোট 
সকাল সাড়ে দশটার গণনা অনুযায়ী, মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে এগিয়ে বিজেপি-শিবসেনা জোটই। তারা কংগ্রেস-এনসিপি জোটের থেকে ১৬৫-৮৮ আসনে এগিয়ে রয়েছে।
Oct 24, 2019 09:58 (IST)
Haryana Results News: কংগ্রেসের রণদীপ সিংহ সূর্যেওয়ালা পিছিয়ে 

Oct 24, 2019 09:55 (IST)

Maharashtra Election Result 2019 LIVE: নাগপুর দক্ষিণ-পশ্চিম কেন্দ্রে দেবেন্দ্র ফড়নবিশের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই আশিস দেশমুখের

নাগপুর দক্ষিণ-পশ্চিম কেন্দ্র বিজেপির শক্ত ঘাঁটি। তবে এবারের বিধানসভায় সেখানেই হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয়েছে মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ ও বিজেপি ত্যাগ করা আশিস দেশমুখের।

Oct 24, 2019 09:51 (IST)

হরিয়ানা ভোট দিয়েছে পরিবর্তনের জন্য: দুষ্মন্ত চৌতালা

জেজেপি প্রধান দুষ্মন্ত চৌতালা জানালেন, ''হরিয়ানা বিধানসভার চাবিকাঠি আমাদেরই হাতে। মানুষ পরিবর্তনের জন্য ভোট দিয়েছে।''

Oct 24, 2019 09:47 (IST)

Haryana Election LIVE: কংগ্রেস ও দুষ্মন্ত চৌতালার দল মিলে এগিয়ে ৩৬ আসনে

প্রাথমিক অগ্রগতির পর হরিয়ানায় এবার সামান্য পিছিয়ে পড়ল বিজেপি। কংগ্রেস এই মুহূর্তে এগিয়ে ৩০টি আসনে। তারা বিজেপির থেকে মাত্র ১১ আসন দূরে। দুষ্মন্ত চৌতালার জেপিপি এগিয়ে ৯ আসনে।

Oct 24, 2019 09:43 (IST)

Maharashtra Election Result 2019 LIVE: এগিয়ে বিজেপি-শিবসেনাই, তবে সামান্য উন্নতি কংগ্রেস-এনসিপির

সকাল সাড়ে ন'টার হিসেব অনুযায়ী, শেষ ১৫ মিনিটে কংগ্রেস-এনসিপি জোট কিছুটা উন্নতি করেছে। এই মুহূর্তে ২৮৮ আসনের মহারাষ্ট্র বিধানসভার নির্বাচনের ফলাফলে বিজেপি-শিবসেনা জোট কংগ্রেস-এনসিপির থেকে এগিয়ে রয়েছে ১৫৭-৮৬ ব্যবধানে।

Oct 24, 2019 09:38 (IST)
Maharashtra Election Result 2019 LIVE: দেখে নিন হেভিওয়েট প্রার্থীরা কে এগিয়ে কে পিছিয়ে 

Oct 24, 2019 09:35 (IST)

Maharashtra Election Result 2019 LIVE: কংগ্রেস-এনসিপি জোট হারলে কী ইঙ্গিত মিলবে

কংগ্রেস-এনসিপি জোট যদি শেষ পর্যন্ত মহারাষ্ট্র বিধানমসভা নির্বাচনে জিততে না পারে তাহলে নিঃসন্দেহে তা কংগ্রেসের জন্য বড় ধাক্কা হতে চলেছে। ‌লোকসভা নির্বাচনে ভরাডুবির পর ঘুরে দাঁড়াতে চাইছে দল। এই অবস্থায় বিধানসভায় ভাল করতে না পারলে সেই প্রচেষ্টা আবারও বাধাপ্রাপ্ত হবে। অন্যদিকে শরদ পাওয়ারের এনসিপি তথা ন্যাশনাল কংগ্রেস পার্টিকেও চিন্তাভাবনা করতে হবে দলের পরিস্থিতি নিয়ে। তাদের বহু নেতা হয় দল ছেড়ে বেরিয়ে গিয়েছেন অথবা বহিষ্কৃত হয়েছেন।


Oct 24, 2019 09:30 (IST)
Oct 24, 2019 09:29 (IST)
Maharashtra Election Result 2019 LIVE: কংগ্রেস-এনসিপি জোটের থেকে ১৬০-৬৪ ব্যবধানে এগিয়ে বিজেপি-শিবসেনা 
Oct 24, 2019 09:27 (IST)
Maharashtra Assembly Election Result LIVE: বিজেপি-শিবসেনা বোঝাপড়া

এবারের নির্বাচনে ৫০:৫০ ভাবে আসন ভাগ হয়নি বিজেপি ও শিবসেনার। মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনের আসন সমঝোতায় শিবসেনাকে কিছু আসন কম দেওয়া হয়েছে। তবে ভোটে জিতলে উপ মুখ্যমন্ত্রীর পদে শিবসেনার প্রার্থীকেই বসানোর প্রস্তাব দিয়েছে বিজেপি। মুখ্যমন্ত্রী থাকবেন দেবেন্দ্র ফড়নবিশই। বিজেপি একথা ঘোষণা করেছে আগেই। এদিকে বিজেপি-শিবসেনা জোট জয়ী হলে শিবসেনা প্রার্থী আদিত্য থ্যাকারে হতে পারেন উপ মুখ্যমন্ত্রী। বাল থ্যাকারে দল গঠন করার পরে এই প্রথম তাঁর পরিবারের কেউ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করল। 

Oct 24, 2019 09:22 (IST)
সোমবার নির্বাচনের পরে হওয়া ১১টি এগজিট পোল থেকে দেখা গিয়েছে বিজেপি-শিবসেনা মহারাষ্ট্রে জিততে পারে ২১১টি আসনে। কংগ্রেস-এনসিপি জোট পেতে পারে ৬৪টি আসন। গত বারের ৫৬টি আসনের থেকে সামান্য বেশি।

Oct 24, 2019 09:11 (IST)
Maharashtra Election Result LIVE: বিজেপি-শিবসেনা জোট কংগ্রেস-এনসিপি জোটের থেকে এগিয়ে ১২০-৪৫

প্রথম ঘণ্টার গণনা শেষ হওয়ার পর মহারাষ্ট্রে বিজেপি-শিবসেনা জোট ২৮৮টি আসনে ১২০-৪৫ ফলাফলে এগিয়ে রয়েছে কংগ্রেস-এনসিপি জোটের থেকে।
Oct 24, 2019 09:09 (IST)
Maharashtra Election Result LIVE: দেবেন্দ্র ফড়নবিশ এগিয়ে নাগপুর দক্ষিণ-পশ্চিম কেন্দ্রে 

গণনা শুরু হওয়ার প্রথম ঘণ্টায় এগিয়ে রয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ। তিনি নাগপুর দক্ষিণ-পশ্চিম কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

Oct 24, 2019 09:05 (IST)
LIVE Haryana Election Results: মনোহরলাল খাট্টার, ববিতা ফোগত তাঁদের আসনে এগিয়ে

Oct 24, 2019 09:04 (IST)
হরিয়ানার সর্বত্রই বিজেপি দারুণ ফলাফল করছে, জানালেন যোগেন্দ্র যাদব। বিজেপি অর্ধেক পথ পেরিয়ে গিয়েছে এর মধ্যেই। 
Oct 24, 2019 09:02 (IST)

জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ববিতা ফোগত

খ্যাতনামা কুস্তিগির ববিতা ফোগত এবার বিধানসভা নির্বাচনে হরিয়ানায় বিজেপির প্রার্থী। তিনি জানিয়েছেন, জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী তিনি। ৯০ আসনের নির্বাচনে বিজেপির ১২ জন মহিলা প্রার্থীর অন্যতম তিনি। তিনি জানিয়েছেন, ''এটা একেবারেই কুস্তির মতো একটা খেলা। ৪ বছর ধরে অনুশীলন করে তারপর অলিম্পিক পদকের জন্য লড়াই করা। মানুষ কাদের পাশে রয়েছে, কাদের উপরে বিশ্বাস রেখেছে তা পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে যখন ফলাফল প্রকাশিত হবে। মানুষ আমাকে সমর্থন করেছে। ভালবাসা ও আশীর্বাদ জানিয়েছে। এগুলোই আমার শক্তি। আমার মানুর উপরে বিশ্বাস রয়েছে যে তাঁরা তাঁদের কন্যাতে দুর্বল হতে দেবেন না, কেননা তাঁরাই তো আমাকে আশীর্বাদ করেছেন।''
Oct 24, 2019 08:54 (IST)
Maharashtra Election Result LIVE: বিজেপি-শিবসেনা ৯০-৩০ এগিয়ে কংগ্রেস-এনসিপি জোটের থেকে

ভোট গণনা শুরুর ৪৫ মিনিটের মধ্যেই মহারাষ্ট্র বিধানসভার গণনায় অনেকটা এগিয়ে গিয়েছে বিজেপি-শিবসেনা। আপাতত তারা এগিয়ে ৯০টি আসনে। কংগ্রেস জোট এগিয়ে ৩০টি আসনে।
Oct 24, 2019 08:44 (IST)
Haryana Election Results 2019: সব মিলিয়ে ১,১৬৯ প্রার্থী, মহিলা প্রার্থী ১০৫ জন

হরিয়ানা বিধানসভা নির্বাচনে ১,১৬৯ প্রার্থীর মধ্যে ১০৫ জন মহিলা প্রার্থী। প্রার্থীদের মধ্যে হেভিওয়েট নাম হল মুখ্যমন্ত্রী মনোহরলাল খাট্টার, প্রাক্তন কংগ্রেস মুখ্যমন্ত্রী ভুপিন্ডর সিংহ হুডা, জেজেপি নেতা দুষ্মন্ত চৌতালা ও আইএন‌এলডি-র অভয় সিংহ চৌতালা। 
বিজেপির হয়ে চমক 'টিক টক' খ্যাত তারকা সোনালি ফোগত ও তিন ক্রীনা ব্যক্তিত্ব- ববিতা ফোগত, যোগেশ্বর দত্ত এবং সন্দীপ সিংহ। 
Oct 24, 2019 08:39 (IST)
Maharashtra Election Result LIVE: বিজেপির প্রচার বনাম কংগ্রেসের প্রচার

হরিয়ানার মতোই মহারাষ্ট্রেও বিজেপি তারকাখচিত প্রচারসভা করেছে নির্বাচনের আগে। পাশাপাশি অন্যান্য রাজ্য, যেখানে ভোট হয়েছে, সেখানেও তারা সভা করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সব মিলিয়ে ১৬টি সভা করেছেন। অমিত শাহ করেছেন ২৫টি সভা। কিন্তু কংগ্রেসের পক্ষে রাহুল গান্ধি দুই রাজ্য মিলিয়ে মাত্র সাতটি সবা করেছেন। তাঁর মা ও কংগ্রেসের অন্তর্বর্তী সভাপতি সনিয়া গান্ধি একটিও সভা করেননি। 
Oct 24, 2019 08:34 (IST)
Maharashtra Election Result LIVE: গণনা শুরু হওয়ার আধঘণ্টার মধ্যেই অনেক আসনেই এগিয়ে গিয়েছে বিজেপি-শিবসেনা জোট। সকাল সাড়ে আটটার সময় ৮৫টি আসনের মধ্যে ৬৫টিতেই এগিয়ে রয়েছে বিজেপি-শিবসেনা।
Oct 24, 2019 08:31 (IST)
Maharashtra Election Result LIVE: ৩৫টি আসনের মধ্যে ২৬টিতেই এগিয়ে বিজেপি-শিবসেনা জোট
Oct 24, 2019 08:29 (IST)

LIVE Haryana Election Results: বিজেপি এগিয়ে ২৩টি আসনে

বিজেপি বিপুল লিড নিতে শুরু করেছে গণনা শুরু হওয়ার পরে। কংগ্রেস এগিয়ে ৭টি আসনে।

Oct 24, 2019 08:26 (IST)

Haryamna Election Results 2019: বিজেপি এগিয়ে ৮টিতে, কংগ্রেস এগিয়ে ৪টিতে

ভোটগণনা শুরু হল সকাল ৮টায়। প্রাথমিক গণনায় দেখা যাচ্ছে বিজেপি এগিয়ে ৮টিতে। কংগ্রেস এগিয়ে রয়েছে ৪টিতে। দুষ্মন্ত সিংহ চৌটালার পার্টি একটি আসনে এগিয়ে রয়েছেন।

Oct 24, 2019 08:23 (IST)

প্রধান‌মন্ত্রী মোদি ও অমিত শাহ ৭টি সভা করেন, রাহুল গান্ধি করেন ২টি সভা

হরিয়ানায় বিধানসভা নির্বাচনের প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও অমিত শাহ দু'জনেই ৭টি করে সভা করেছেন। এদিকে রাহুল গান্ধি হরিয়ানায় মাত্র দু'টি সভা করেন। কংগ্রেসের অন্তর্বর্তী সভাপতি সনিয়া গান্ধি কোনও সভা করেননি। একটি সভা অবশ্য তাঁর করার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত তাঁর জায়গায় সভা করেন রাহুল গান্ধি।

Oct 24, 2019 07:53 (IST)
কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর সোমবার নির্বাচনের দিন জানিয়েছিলেন, মহারাষ্ট্রে বিজেপি-শিবসেনা জোট ২২২টিরও বেশি আসনে জয়লাভ করবে। তিনি সংবাদ সংস্থা এএনআই-কে বলেন, কংগ্রেসের ২২২ আসনে জেতার রেকর্ড ভেঙে দেবে এই জোট। পাশাপাশি হরিয়ানাতেও বিজেপিই জিতবে একথা জানিয়ে তিনি বলেন, মানুষ বিজেপিকেই নির্বাচিত করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে যে কাজ হয়েছে, তারই পরিপ্রেক্ষিতে মানুষ বিজেপিকে ভোট দেবে বলে দাবি করেন তিনি। 
Oct 24, 2019 07:27 (IST)

হরিয়ানা ও মহারাষ্ট্র- দুই রাজ্য ছাড়াও সারা দেশে ১৭টি রাজ্যে ৫১টি আসনে নির্বাচন হয়েছে সোমবার। এদিন তারও ভোটগণনা। পাশাপাশি সাতারা ও সমস্তিপুর লোকসভা উপ নির্বাচনেরও ফলপ্রকাশ বৃহস্পতিবার।

Oct 24, 2019 07:24 (IST)

লোকসভার দুরন্ত জয়ের পর এই নির্বাচনেও বিজেপিই জয়লাভ করলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দলের রাজনৈতিক অগ্রগতি বজায় থাকবে।

Oct 24, 2019 07:23 (IST)

লোকসভায় ভরাডুবির পরে এই নির্বাচন কংগ্রেসের কাছেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি এখানে ভাল ফল হয়, তাহলে নিঃসন্দেহে সামগ্রিক ভাবে তা দলের মনোবলে বিরাট প্রভাব ফেলবে।

Oct 24, 2019 07:21 (IST)
২৮৮ আসনের মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে বিজেপি ও শিবসেনা জোট গড়ে প্রতিদ্বন্দ্বিতা করছে। এদিকে কংগ্রেসও জোট গড়েছে ন্যাশনাল কংগ্রেস পার্টি তথা এনসিপির সঙ্গে। এবারের বিধানসভা নির্বাচনে মহারাষ্ট্রে লড়াই মূলত এই দুই প্রধান জোটের। এছাড়াও বহু আঞ্চলিক দল নির্বাচনে লড়ছে। হয় তারা এই দুই বড় জোটের শরিক হয়ে লড়ছে অথবা স্বাধীন ভাবে। ৯ নভেম্বরের মধ্যে নতুন সরকার শপথ নেবে।
Oct 24, 2019 07:14 (IST)

মহারাষ্ট্র, হরিয়ানা বিধানসভা নির্বাচন: মোবাইল ও পিসিতে কীভাবে দেখতে পাবেন ফলাফল

Election Results 2019: অ্যান্ড্রয়েড ও আইওএস সহ সমস্ত মোবাইল প্ল্যাটফর্ম থেকে NDTV অ্যাপের সাহায্যে ভোটের ফলাফলে চোখ রাখতে পারবেন। NDTV অ্যাপের দু'টি সংস্করণ রয়েছে। একটি রেগুলার অন্যটি সদ্য লঞ্চ হওয়া NDTV Lite app

এছাড়াও NDTV English channel or NDTV Khabar-এ সকাল আটটা থেকে নির্বাচনের ফলাফল জানতে পারবেন।

আপনার টিভিতে NDTV-তে চোখ রাখলেই আপনি জানতে পারবেন ফলাফলের সমস্ত তাৎক্ষণিক আপডেট। জেনে নিন চ্যানেল নম্বর

TATA SKY: 604

DISH: 761

DEN: 368

AIRTEL: 369

HATHWAY: 252


Oct 24, 2019 07:04 (IST)

হরিয়ানায় ৯০ আসনের ৬৬টিতেই জিততে পারে বিজেপি

হরিয়ানা বিধানসভা নির্বাচনের পরে যে সাতটি এগজিট পোল হয়েছে, তার সম্মিলিত হিসেব বলছে রাজ্যে ৯০টি আসনের মধ্যে ৬৬টিতেই জয়ী হবে বিজেপি। কংগ্রেস ১৪টির বেশি আসন পাবে না। সরকার গড়তে দরকার ৪৬টি আসন। এগজিট পোল মেনে বিজেপিই যদি জয়ী হয়, তাহলে ম‌নোহরলাল খাট্টারই আবারও রাজ্যের মসনদে বসবেন।

.