This Article is From Dec 11, 2018

রাজস্থানে এগিয়ে কংগ্রেস, দিল্লিতে রাহুল গান্ধীর বাড়ির সামনে যজ্ঞের আয়োজনে সমর্থকেরা

রাজস্থানে কংগ্রেসের এগিয়ে থাকার আনন্দেই যজ্ঞের তোড়জোড় করে ফেলেছেন সমর্থকেরা।

রাজস্থানে এগিয়ে কংগ্রেস, দিল্লিতে রাহুল গান্ধীর বাড়ির সামনে যজ্ঞের আয়োজনে সমর্থকেরা

Assembly Elections 2018: দিল্লিতে রাহুল গান্ধীর বাড়ির সামনে যজ্ঞে বসেছেন সমর্থকেরা

New Delhi:

নির্বাচনী প্রতিদ্বন্দ্বীতায় কংগ্রেসের জয় প্রার্থনা করে কংগ্রেস কর্মীরা দিল্লিতে দলীয় সভাপতি রাহুল গান্ধীর বাড়ির বাইরে যজ্ঞের আয়োজন করেছেন। পাঁচটি রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল গণনা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। রাজস্থানে কংগ্রেসের এগিয়ে থাকার আনন্দেই যজ্ঞের তোড়জোড় করে ফেলেছেন সমর্থকেরা।

রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়ে এগিয়ে কংগ্রেস, তেলেঙ্গানায় টিআরএস : ১০টি তথ্য

কংগ্রেস কর্মীদের একটি দল রাহুল গান্ধীর ছবি, তাঁর মা এবং প্রাক্তন কংগ্রেস প্রধান সোনিয়া গান্ধী, তাঁর বোন প্রিয়াঙ্কা গান্ধী, মধ্যপ্রদেশের নেতা কমল নাথ এবং রাজস্থানের কংগ্রেস নেতা শচীন পাইলটের ছবি সামনে রেখে রাহুলের বাসভবনের সামনে যজ্ঞ অনুষ্ঠান চালিয়ে নিয়ে যাচ্ছেন।

মধ্যপ্রদেশে পোস্টাল ব্যালট ছিনতাইয়ের অভিযোগ, গ্রেফতার তিন

রাজস্থানে কংগ্রেস প্রথম দিকে এগিয়ে থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গণনার প্রথম একঘণ্টায় মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ে তীব্র লড়াইয়ের মুখে পড়েছে কংগ্রেস।

এই নির্বাচনে কংগ্রেসের জয় রাহুল গান্ধীর পক্ষে একটি বড় সাফল্য হবে। দলের বৃহত্তর নেতৃত্বের ভূমিকা নেওয়ার পরে এই জয় তাঁর রাজনৈতিক জীবনের অন্যতম মাইলস্তোন বলেও পরিগণিত হতে চলেছে।

.