This Article is From Oct 23, 2019

Bypoll Results: ৫১টি বিধানসভা, ২টি লোকসভা আসনে গণনা বৃহস্পতিবার

রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ রাজ্য উত্তরপ্রদেশে, এই উপনির্বাচন যোগী আদিত্যনাথের অ্যাসিড টেস্ট

Bypoll Results: ৫১টি বিধানসভা, ২টি লোকসভা আসনে গণনা বৃহস্পতিবার

Bypoll results: সোমবার ভোটগ্রহণে ৫৭ শতাংশ ভোট পড়ে

লখনউ/কোচি:

৫১টি বিধানসভা এবং ২টি লোকসভা আসনে উপনির্বাচনের(By-Elections) ভোটগণনা হবে বৃহস্পতিবার, ১৮টি রাজ্যে দুদিন আগেই ভোটগ্রহণ হয়। এরমধ্যে প্রায় ৩০টি বিধানসভা আসন রয়েছে বিজেপি অথবা তাদের জোটসঙ্গীর দখলে, ১২টিতে জয়ী কংগ্রেস এবং বাকিগুলিতে আঞ্চলিকদলগুলি জয়ী। দলগুলির কাছে এই উপনির্বাচন সম্মানরক্ষার লড়াই, কারণ, ফলাফে বিধানসভায় আসনের পাটিগণিতে খুব একটা হেরফের হবে না, বরং  দলগুলিকে আরও শক্তি জোগাবে। সোমবার উপনির্বাচনের ভোটগ্রহণে ৫৭ শতাংশ ভোট পড়ে। বিজেপি ও তাদের জোটসঙ্গীদের দখলে থাকা রাজ্যগুলির মধ্যে, সর্বোচ্চ ১১টি আসনে গণনা হবে উত্তরপ্রদেশে, গুজরাটে ৬টি, বিহারে ৫টি, অসমে ৪টি, এবং হিমাচলপ্রদেশ ও তামিলনাড়ুতে দুটি করে আসনে।

বৃহস্পতিবার মহারাষ্ট্রে ভোট গণনায় কড়া নিরাপত্তা, মোতায়েন ২৫,০০০ নিরাপত্তাকর্মী

অন্যান্য যে সমস্ত রাজ্যগুলিতে উপনির্বাচন হয়েছে, সেগুলি হল, পঞ্জাবের ৪টি আসন, কেরল ৫টি আসন, সিকিমে ৩টি আসন, রাজস্থানে ২টি আসন, এবং অরুণাচলপ্রদেশ, মধ্যপ্রদেশ, ওড়িশা, ছত্তিশগড়, পদুচেরি, মেঘালয় ও তেলেঙ্গানায় একটি করে আসনে।  

এছাড়াও উপনির্বাচনের ভোটগণনা হবে মহারাষ্ট্রের সাতারা, এবং বিহারের সমস্তিপুর লোকসভা কেন্দ্রে, এই দুটি রয়েছে এনসিপি ও এলজেপির দখলে।

রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ রাজ্য উত্তরপ্রদেশে, এই উপনির্বাচন যোগী আদিত্যনাথের অ্যাসিড টেস্ট। ৪০৩ বিধানসভা আসনের মধ্যে এই রাজ্যে বিজেপির দখলে রয়েছে  ৩০২টি আসন। 

উত্তরদেশে ভোট হয়েছে চারমুখী, লড়াইয়ের ময়দানে বিজেপি, বিএসপি, সমাজবাদি পার্টি, এবং কংগ্রেস। তারা প্রত্যেকেই ১১টি বিধানসভা আসনে প্রার্থী দিয়েছে।

তারমধ্যে ৮টি আগে বিজেপির দখলে ছিল, একটি ছিল তাদেরই জোটসঙ্গী আপনা দলের দখলে। রামপুর এবং জালালপুর (আম্বেদকরনগর) ছিল সমাজবাদি পার্টি এবং বহুজন সমাজ পার্টির দখলে। উপনির্বাচনে সে রাজ্যে ভোটদানের হার ৪৭.০৫ শতাংশ।

Haryana Assembly Elections Results 2019: বৃহস্পতিবার হরিয়ানায় বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশ

রাজস্থানে শাসকদল কংগ্রেসের কাছে এটি একটি বড় সুযোগ, বিজেপি ও তাদের জোটসঙ্গী আরএলপির থেকে দুটি আসন ছিনিয়ে নিতে পারলে, নিজেদের সংখ্যাগরিষ্ঠতাকে শক্ত করতে পাবে তারা। রাজস্থানে ২০০ আসেন বিধানসভায় কংগ্রেসের রয়েছে ১০৬টি আসন, তাদের মধ্যে ৬জন সম্প্রতি বিএসপি থেকে যোগদান করেছেন।

সিকিমের তিনটি আসবে উপনির্বাচন, পোকলোক কামরাং কেন্দ্রের  প্রার্থী মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং। সেরাজ্যের শাসকদল সিকিম ক্রান্তিকারি মোর্চার রয়েছে ১৮টি আসন, বিজেপির ১০টি আসন রয়েছে ৩২ আসনের বিধানসভায়। সিকিম ডেমিক্র্যাটিক ফ্রন্টের রয়েছেন একজন বিধায়ক, অনেকেই দল ছাডে়ন। হামারো সিকিম দলের টিকিটে গ্যাংটক কেন্দ্রে প্রার্থী প্রাক্তন ফুটবলার বাইচুং ভুটিয়া। 

গুজরাটের রাধনপুর কেন্দ্রে প্রাক্তন কংগ্রেস বিধায়ক অল্পেশ ঠাকুরকে প্রার্থী করেছে বিজেপি, সেরাজ্যে ৬টি আসনে উপনির্বাচন, তারমধ্যে চারটি বিজেপির দখলে এবং দুটি কংগ্রেসের।

পঞ্জাবের উপনির্বাচনে জয়, মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং এর নীতির জয় হবে। চারটি আসনের মধ্যে একটি করে আসন দখলে রয়েছে বিজেপি, শিরোমণি আকালি দল, আম আদমি পার্টি এবং কংগ্রেসের।

উত্তরপ্রদেশের ১১ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ আজ, ভাল জায়গায় বিজেপি

অরুণাচল প্রদেশের খোনসা পশ্চিম কেন্দ্রে উপনির্বাচনের ভোটগণনা হবে। ছত্তিশগড়ের মাও অধ্যুষিত এলাকা চিত্রকূট, তেলেঙ্গানার হুজুরনগর, মধ্যপ্রদেশের ঝাবুয়া, এবং মেঘালয়ের শেলা আসনে গণনা বৃহস্পতিবার।

অসমের চারটি আসনের মধ্যে তিনটি রয়েছে বিজেপির এবং একটি কংগ্রেসের দখলে।

বিহারের চারটি আসনে জয়ী হয়েছিল জেডিইউ, একটিতে কংগ্রেস। আগামী বছর সেরাজ্যে বিধানসভা নির্বাচন, উপনির্বাচনের ফলাফলকে নীতিশ কুমার সরকারের কাজের ফলাফল হিসাবে ধরা হবে।

আজকের গুরুত্বপূর্ণ খবরগুলি দেখতে ক্লিক করুন:  

অন্যান্য উত্তরের রাজ্যগুলির মধ্যে, হিমাচলপ্রদেশের পাছাড়, এবং ধর্মশালা আসনে ভোটগণনা হবে। দুটি আসনই দখলে রয়েছে বিজেপির।

তামিলনাড়ুর বিক্রবন্দি এবং নানগুনেরি কেন্দ্রে জয়ের জন্য মরিয়া এআইএডিএমকে এবং ডিএমকে। নানগুনেরি কংগ্রেসের ছিল দখলে, বিক্রবন্দিতে ছিলেন ডিএমকে বিধায়ক রাধামণি, গত জুনে তাঁর মৃত্যু হয়।

কেরলে, ৫টি বিধানসভা আসনে উপনির্বাচনে, পাঁচটিই কংগ্রেসের দখলে।

.