This Article is From Nov 07, 2019

বলিউডে সুবর্ণজয়ন্তী ‘শাহেনশাহ’র, বিশেষ বার্তায় শ্রদ্ধা ছেলে অভিষেক বচ্চনের

৭৭ বছরের মেগাস্টার অমিতাভ বচ্চনের প্রথম ছবি ‘সাত হিন্দুস্তানি’ ১৯৬৯ সালের ৭ নভেম্বর মুক্তি পেয়েছিল। রুপোলি পর্দায় পঞ্চাশ বছর পূর্ণ হল তাঁর।

বলিউডে সুবর্ণজয়ন্তী ‘শাহেনশাহ’র, বিশেষ বার্তায় শ্রদ্ধা ছেলে অভিষেক বচ্চনের

‘বিগ বি’-র প্রথম ছবি ‘সাত হিন্দুস্তানি’ মুক্তি পেয়েছিল ১৯৬৯ সালের ৭ নভেম্বর।

রুপোলি পর্দায় আসার পঞ্চাশ বছর পূর্ণ করলেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। ১৯৬৯ সালে ‘সাত হিন্দুস্তানি' ছবির মাধ্যমে বলিউড তথা ভারতীয় চলচ্চিত্রের জগতে পা রাখেন ‘শাহেনশাহ' (Amitabh Bachchan Completed 50 Years In The Film Industry)। ছেলে অভিষেক বচ্চন (Abhishek Bachchan) বাবার উদ্দেশে আন্তরিক শুভেচ্ছা বার্তা পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায়। ইনস্টাগ্রামে ওই দীর্ঘ আবেগঘন পোস্টটি করেন তিনি। তাঁর পোস্টে দেখা যায় অমিতাভ বচ্চনের পুরনো দিনের এক সাদা-কালো ছবিও। অভিষেক বচ্চন লেখেন, ‘‘কেবল একজন ছেলে হিসেবে নয়, একজন অভিনেতা ও ভক্ত হিসেবেও... আমরা ধন্য এই মহিমার সাক্ষী হতে পেরে। তাঁর প্রশংসা করার, শেখার ও আরও বেশি প্রশংসার মতো অনেক কিছু রয়েছে।''

সুইমিংপুলে আলিয়ার ফটোশুট দেখে অভিনেতার মতো আপনিও বলবেন ''উফ!"

৪৩ বছরের অভিনেতা আরও লেখেন, ‘‘সিনেমাপ্রেমীদের কয়েকটি প্রজন্ম বলতে পারবে, আমরা বচ্চনের সময়ে বাস করতাম। ইন্ডাস্ট্রিতে ৫০ বছর পূর্ণ করায় তোমাকে অভিনন্দন ‘পা'। আমরা এখন আপনার পরবর্তী পঞ্চাশের জন্য অপেক্ষা করছি।''

৭৭ বছরের মেগাস্টার অমিতাভ বচ্চনের প্রথম ছবি ‘সাত হিন্দুস্তানি' ১৯৬৯ সালের ৭ নভেম্বর মুক্তি পেয়েছিল। যদিও শুরুর দিনগুলো খুব ভাল কাটেনি। পরপর ফ্লপ ছবির দৌ‌লতে ক্রমেই যেন পায়ের নীচের জমি নড়বড়ে হচ্ছিল। কিন্তু ‘জঞ্জির' ছবিতে ভারতীয় চলচ্চিত্রমোদীরা পেলেন এক ‘অ্যাংরি ইয়ং ম্যান'-কে। সেই শুরু। ক্রমেই ‘দিওয়ার', ‘শোলে', ‘ডন'-এর মতো একের পর এক ব্লকবাস্টারের মাধ্যমে অল্প কয়েক বছরের মধ্যেই বাকি সবাইকে পিছনে ফেলে বলিউডের মহাতারকা হয়ে ওঠেন তিনি।

সলমানের চরিত্র নিয়ে বলতে গিয়ে, নতুন নাম দিয়ে ফেললেন দিশা!

সম্প্রতি ‘দাদাসাহেব ফা‌লকে' পুরস্কারেল ভূষিত অমিতাভ এযাবৎ ১৯০টি ভারতীয় ছবিতে অভিনয় করেছেন।

২০১৫ সালে দেশের দ্বিতীয় সর্বোচ্চ নাগরিক সম্মা‌ন ‘পদ্মবিভূষণ' পান তিনি। ‘অগ্নিপথ', ‘ব্ল্যাক', ‘পা' ও ‘পিকু'— চারটি ছবির জন্য জাতীয় পুরস্কার পেয়েছেন অমিতাভ বচ্চন।

এদিকে ছেলে অভিষেক বচ্চন আপাতত ব্যস্ত তাঁর আগামী ছবি ‘দ্য বিগ বুল'-এর কাজে। এছাড়া অনুরাগ বসুর নাম ঠিক না হওয়া একটি ছবিতেও কাজ করছেন তিনি। সেখানে তাঁর সহকর্মীরা হলেন রাজকুমার রাও, আদিত্য রায় কাপুর, পঙ্কজ ত্রিপাঠী ও ফতিমা সানা শেখ।

.