This Article is From Nov 17, 2018

বসুন্ধরা রাজের বিপক্ষে কংগ্রেসের প্রার্থী প্রাক্তন বিজেপি নেতা যশবন্ত সিংহের ছেলে

প্রাক্তন বিজেপি নেতা যশবন্ত সিংহের পুত্র মানবেন্দ্র সিংহকে রাজস্থানের আসন্ন বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজের বিপক্ষে দাঁড় করাচ্ছে কংগ্রেস।

বসুন্ধরা রাজের বিপক্ষে কংগ্রেসের প্রার্থী প্রাক্তন বিজেপি নেতা যশবন্ত সিংহের ছেলে

বিজেপি নেতা যশবন্ত সিংহের পুত্র মানবেন্দ্র সিংহ

জয়পুর:

প্রাক্তন বিজেপি নেতা যশবন্ত সিংহের পুত্র মানবেন্দ্র সিংহকে রাজস্থানের আসন্ন বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজের বিপক্ষে দাঁড় করাচ্ছে কংগ্রেস। গত মাসেই মানবেন্দ্র সিংহ যোগ দেন কংগ্রেসে। আগামী ৭ ডিসেম্বর নির্বাচন রাজস্থানে।

রাজস্থানের ঝালওয়ার জেলার ঝালরাপতন কেন্দ্রে মানবেন্দ্র সিংহ বসুন্ধরা রাজেকে কঠিন পরীক্ষার মুখে ফেলবে বলে মনে করছে রাজনৈতিক মহল। এই ঝালরাপতন কেন্দ্র থেকেই ২০০৩ সাল থেকে মোট তিনবার নির্বাচনে জিতেছেন বসুন্ধরা রাজে।

২০১৪ সালের লোকসভা নির্বাচনে তাঁর কেন্দ্র বারমার থেকে তাঁকে দাঁড়াতে দিতে অস্বীকার করার পর থেকেই যশবন্ত সিংহ এবং তাঁর পুত্র মানবেন্দ্র সিংহ বিজেপির ওপর ক্ষুব্ধ। প্রসঙ্গত, গত চার বছর ধরে কোমায় রয়েছেন যশবন্ত সিংহ।

গত ২২ সেপ্টেম্বর ৫৪ বছর বয়সী বিজেপি বিধায়ক দল ছাড়েন এই বলে- ‘কমল কা ফুল, হামারি ভুল' (পদ্মফুল, আমাদের ভুল)।

কংগ্রেস আজ রাজস্থানের বিধানসভা নির্বাচন উপলক্ষে তাঁদের দ্বিতীয় প্রার্থী তালিকা ঘোষণা করে দিল। যেখানকার মোট ৩২ জন প্রার্থীর মধ্যে মানবেন্দ্র সিংহও রয়েছেন।

কে জিতবে, তা জানা যাবে আগামী ১১ ডিসেম্বর।  

.