This Article is From Apr 02, 2020

১৫ এপ্রিলের পর উঠবে লকডাউন, দাবি জানিয়েও টুইট মুছলেন অরুণাচলপ্রদেশের মুখ্যমন্ত্রী 

প্রধানমন্ত্রী এদিন করোনা ভাইরাস প্রসঙ্গে বিশদে আলোচনা করেন সমস্ত মুখ্যমন্ত্রীদের সঙ্গে। তিনি বলেন, ‘‘সবে যুদ্ধ শুরু হয়েছে। আমরা যেন কোনও ভুল না করি।’’

১৫ এপ্রিলের পর উঠবে লকডাউন, দাবি জানিয়েও টুইট মুছলেন অরুণাচলপ্রদেশের মুখ্যমন্ত্রী 

অরুণাচলপ্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু। (ফাইল চিত্র)

হাইলাইটস

  • সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও-বৈঠক প্রধানমন্ত্রীর
  • বৈঠকের পর ১৫ এপ্রিল লকডাউন বলে জানিয়ে টুইট অরুণাচলপ্রদেশের মুখ্যমন্ত্রীর
  • পরে সেই টুইট তিনি মুছে দেন
নয়াদিল্লি:

করোনা ভাইরাসের (Coronavirus) সংক্রমণ রুখতে সারা দেশে চলছে ২১ দিনের সম্পূর্ণ লকডাউন (Lockdown)। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi) ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক করলেন সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে। আলোচনা হয় কোভিড-১৯ ভাইরাসের সংক্রমণ সংক্রান্ত নানা বিষয় নিয়ে। অরুণাচলপ্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু এদিন‌ বৈঠকের পর একটি টুইট করে জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জান‌িয়েছেন লকডাউন ১৫ এপ্রিলই শেষ হচ্ছে। তবে তার অর্থ এই নয় যে, এরপর সকলে ইচ্ছেমতো রাস্তায় বেরোবে এবং অবাধ বিচরণ করবে। বরং সবাই মিলে চেষ্টা করতে হবে করোনা ভাইরাসের সঙ্গে লড়াই চালিয়ে যাওয়ার। লকডাউন ও সামাজিক দূরত্বই একমাত্র লড়াইয়ের পথ। তবে পরে তিনি টুইটটি মুছে দেন।

তবে টুইটটি মুছে দেওয়ার পরে তিনি অন্য একটি টুইট করেন। সেখানে তিনি লেখেন, ‘‘লকডাউন সংক্রান্ত টুইটটি এক আধিকারিক আপলোড করেন। তাঁর হিন্দি সম্পর্কিত ধারণা সীমিত। আর তাই সেটিকে মুছে দেওয়া হয়েছে।''

প্রধানমন্ত্রী এদিন করোনা ভাইরাসের প্রসঙ্গে বিশদে আলোচনা করেন সমস্ত মুখ্যমন্ত্রীদের সঙ্গে। তিনি বলেন, ‘‘সবে যুদ্ধ শুরু হয়েছে। আমরা যেন কোনও ভুল না করি। ২৪ ঘণ্টা সতর্ক থাকতে হবে। একজোট হয়ে লড়াই করে কোভিড-১৯-কে হারাতে হবে।''

বৃহস্পতিবার দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ১,৯৬৫ হয়েছে। অন্তত ৫০ জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকালে দেশে নতুন ন'টি করোনা সংক্রমণের ঘটনা সামনে এসেছে। এর মধ্যে মহারাষ্ট্রের চার, মধ্যপ্রদেশে তিন এবং অন্ধ্রপ্রদেশ ও পঞ্জাবে একটি করে ঘটনার কথা জানা গিয়েছে।

করোনায় মৃত্যুর ঘটনায় দেশের মধ্যে শীর্ষে মহারাষ্ট্র। সেখানে ১৩ জনের মৃত্যু হয়েছে। এরপর গুজরাত (৬), মধ্যপ্রদেশ (৬), পঞ্জাব (৪), কর্নাটক (৩), পশ্চিমবঙ্গ (৩) রয়েছে। 

.