This Article is From Aug 05, 2019

৩৭০ ধারা বাতিল কেন্দ্রের "সাহসী পদক্ষেপ", বলছেন এলকে আদবানি

কেন্দ্রের যুক্তি, লাদাখের  (Ladakh)  মানুষের অনেকদিনের দাবি ছিল জম্মু-কাশ্মীরের এই দুর্গম অঞ্চলকে বিশেষ সুবিধা দেওয়া হোক।

৩৭০ ধারা বাতিল কেন্দ্রের

Article 370 Kashmir: ঐতিহাসিক সিদ্ধান্তের জন্য অমিত শাহ ও নরেন্দ্র মোদিকে স্বাগত জানাবেন বলে জানান আদবানি।

নয়াদিল্লি:

অটল বিহারী বাজপেয়ীর (Atal Bihari Vajpayee) আমলে তিনি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। কিন্তু, জোট সরকারের মন্ত্রী হওয়ায় বলিষ্ঠ পদক্ষেপ করা হয়নি তাঁর। কালের নিয়মে মোদি-শাহ জমানায় মার্গ দর্শকের ভূমিকায় বর্ষীয়ান লালকৃষ্ণ আদবানি (LK Advani)। তাঁর গান্ধীনগর আসন থেকে জিতেই এবার লোকসভায় গিয়েছেন অমিত শাহ (Amit Shah)। হয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সেই অমিত শাহের হাত ধরেই বাতিল হয়েছে এতদিন সংবিধান প্রদত্ত জম্মু-কাশ্মীরের (Jammu and Kashmir) বিশেষ অধিকার ৩৭০ ধারা (Article 370)। ‘এক ভারত, এক সংবিধানে'র আওয়াজ তুলেছে বিজেপি। এর সঙ্গেই সহমত পোষণ করলেন প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আদবানি (LK Advani)। এই পদক্ষেপে জাতীয় সংহতি আরও দঢ় হবে বলে মনে করেন তিনি। অত্যন্ত সংক্ষেপে বর্ষীয়ান এই নেতা বলেছেন, ‘জাতীয় সংহতি (national integration) বৃদ্ধির ক্ষেত্রে সরকারের ৩৭০ ধারা বিলোপের দৃঢ় পদক্ষেপে আমি অত্যন্ত খুশি।' প্রথম থেকেই কাশ্মীরের এই বিশেষ ধারার বিরোধিতা করেছে জনসংঘ। এদিন সেই কথাও মনে করিয়ে দেন বিজেপির মার্গ দর্শক।

জম্মু-কাশ্মীরের (Jammu and Kashmir) সংবিধান প্রদত্ত বিশেষ অধিকার বাতিল করেছে কেন্দ্র। বদলে উপত্যকাকে দুটি কেন্দ্র শাসিত আঞ্চলে ভাগ করার প্রস্তাব দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। একটি জম্মু কাশ্মীর, অপরটি লাদাখ। 

কেন্দ্রের যুক্তি, লাদাখের  (Ladakh)  মানুষের অনেকদিনের দাবি ছিল জম্মু-কাশ্মীরের এই দুর্গম অঞ্চলকে বিশেষ সুবিধা দেওয়া হোক। তাঁদের দাবির কথা মাথায় রেখে কেন্দ্র শাসিত অঞ্চল করার  সুপারিশ করা হয়েছে। অন্য দিকে জম্মু ও কাশ্মীরে জঙ্গি অনুপ্রবেশ,  হিংসা  রুখতে কেন্দ্রশাসিত অঞ্চল করার প্রস্তাব রাখা হয়েছে। বিধানসভা যুক্ত কেন্দ্র শাসিত অঞ্চল হবে জম্মু ও কাশ্মীর।


মোদী সরকারের বলিষ্ঠ এই পদক্ষেপকে ‘ঐতিহাসিক উদ্যোগ' বলে মন্তব্য করেন লালকৃষ্ণ আদবনী  (LK Advani)। তিনি জম্মু, কাশ্মীর ও লাদাখের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতির জন্য প্রার্থনা করেছেন।

বিজেপির এই পদক্ষেপে অবশ্য খুশি নয় কংগ্রেস সহ বেশ কয়েকটি বিরোধী দল। সোচ্চার জম্মু-কাশ্মীরের রাজনৈতিক দল এনসি (NC) ও পিডিপি (PDP)। কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ বলেছেন, রাজ্যকে টুকরো টুকরো করে উপত্যকায় সন্ত্রাসের পরিবেশ রোখা বা অনুপ্রবেশ বন্ধ করা যাবে না।

.