Article 370 Jammu And Kashmir LIVE Updates: আজ লোকসভায় অনুচ্ছেদ ৩৭০ কার্যত রদ করার প্রস্তাব

Article 370 Jammu and Kashmir:আজ অর্থাৎ মঙ্গলবারও কাশ্মীর ইস্যু নিয়ে সংসদ উত্তপ্ত হওয়ার আশঙ্কা। তাই ভারতীয় জাতীয় কংগ্রেস চায় মঙ্গলবার লোকসভায় তাঁদের সমস্ত সাংসদ উপস্থিত থাকুন

 Share
EMAIL
PRINT
COMMENTS
Article 370 Jammu And Kashmir LIVE Updates: আজ লোকসভায় অনুচ্ছেদ ৩৭০ কার্যত রদ করার প্রস্তাব

Article 370 Jammu and Kashmir: আজ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লোকসভায় বক্তব্য রাখবেন

নিউ দিল্লি: 

কাশ্মীর ইস্যু (Kashmir Issue) নিয়ে মঙ্গলবার ফের উত্তপ্ত হওয়ার সম্ভাবনা সংসদের অধিবেশন। ইতিমধ্যেই আজ (মঙ্গলবার) লোকসভায় দলীয় সাংসদদের (Lok Sabha MP) উপস্থিতির জন্যে হুইপ (whip) জারি করল কংগ্রেস (Congress) । সোমবারই জম্মু কাশ্মীরের পুনর্গঠন এবং দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করা সংক্রান্ত বিল পাস হয়ে যায় রাজ্যসভায়। এদিকে জম্মু ও কাশ্মীর থেকে (Jammu & Kashmir) ৩৭০ ধারা বিলোপ এবং একে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করার কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রবল বিরোধিতা করে বিরোধী দল কংগ্রেস।কাশ্মীর নিয়ে সিদ্ধান্তের প্রতিবাদে বিরোধীদের বিক্ষোভের নেতৃত্ব দেয় হাতের দল (Congress) । কংগ্রেসের সঙ্গে ওই বিরোধিতায় সামিল হয় সমাজবাদি পার্টি, ডিএমকে, আরজেডি এবং বামেরাও। আজ অর্থাৎ মঙ্গলবারও কাশ্মীর ইস্যু নিয়ে সংসদ উত্তপ্ত হওয়ার আশঙ্কা। তাই ভারতীয় জাতীয় কংগ্রেস চায় মঙ্গলবার লোকসভায় তাঁদের সমস্ত সাংসদ (Lok Sabha MP) উপস্থিত থাকুন। আর সেই লক্ষ্যেই দলীয় সাংসদদের মঙ্গলবার লোকসভায় উপস্থিতি আবশ্যিক ঘোষণা করে ৩ লাইনের হুইপ জারি করে তাঁরা।

এখানে দেওয়া হল লাইভ আপডেট:
Aug 06, 2019
14:05 (IST)
অমিতের বক্তব্যের বিরোধিতা করেন কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরী। তিনি অভিযোগ তোলেন, জম্মু ও কাশ্মীরকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করে সরকার আইন লঙ্ঘন করছে। তিনি অভিযোগ করেন, এটা অভ্যন্তরীণ বিষয় নয়।সোনিয়া গান্ধির পাশে বসে থাকা অধীর বলেন, ''আমি মনে করি না আপনারা পাক অধিকৃত কাশ্মীর নিয়ে ভাবছেন। আপনারা সমস্ত আইন লঙ্ঘন করছেন এবং একটা রাজ্যকে রাতারাতি কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করছেন।''
Aug 06, 2019
13:06 (IST)
আজও শুধুমাত্র পন্ডিত নেহেরুর জন্যই কাশ্মীর ভারতের অভিন্ন অংশ হয়ে আছে।  কাশ্মীর প্রসঙ্গে সরকারের সিদ্ধান্তকে তিনি সংবিধানের বিয়গান্তক নাটক বলেচ্ছেন। 1952 সাল থেকে যতবার নতুন রাজ্য গঠন হয়েছে বা রাজ্যের সীমানা বদল করা হয়েছে ততবার বিধানসভার সাথে আলাপ-আলোচনা করা হয়েছে : মনীশ তিওয়ারি
Aug 06, 2019
12:37 (IST)
ধারা ৩৭০-এর বিলোপকে সমর্থন করলেন রায়বরেলির কংগ্রেস বিধায়ক অদিতি সিংহ:
Aug 06, 2019
12:07 (IST)
ইতিহাসটা বোঝা খুবই জরুরি, আর বিধান সভার সাথে আলোচনা না করে পরিবর্তন করা যায় না : মনীশ তিওয়ারি
Aug 06, 2019
12:00 (IST)

কাশ্মীর ইস্যুতে লোকসভায় দুটি প্রস্তাব পেশ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।


প্রস্তাব ১. ৩৭০ ধারা রদ করে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদার অবলুপ্তি ঘটানো।


প্রস্তাব ২. জম্মু ও কাশ্মীরকে দুই ভাগে বিভক্ত করে দুটোকেই আলাদা আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণার প্রস্তাব, কেন্দ্রশাসিত অঞ্চল হবে লাদাখও।

Aug 06, 2019
11:43 (IST)
লোকসভায় জম্মু কাশ্মীরের আইন বানানোর জন্য আমি যে সংকল্প নিয়েছি তার থেকে আমাকে কেউ বিরত রাখতে পারবে না : স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ 
Aug 06, 2019
11:40 (IST)
লোকসভায় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ জানিয়েছেন : জম্মু কাশ্মীর ভারতের অভিন্ন অংশ, কাশ্মীরের সীমান্তে POK -ও আসে, এর জন্য জীবন পর্যন্ত দিতে পারি।
Aug 06, 2019
11:34 (IST)
বিল পেশ হতেই ঝামেলা শুরু হয় লোকসভায়, কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে রাতারাতি এমন ঘটনা ঘটানো যায় কি? সেই সঙ্গে তারা এটাও বলেছে যে, কাশ্মীরের পরিস্থিতি সম্পর্কে কোনো রকম খবর পাওয়া যাচ্ছে না। কিন্তু কংগ্রেসের কথার উত্তরে অমিত শাহ বলেছেন, ''কাশ্মীরের জন্য জীবন পর্যন্ত দিতে পারি।''
Aug 06, 2019
11:24 (IST)
 স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লোকসভায় জম্মু কাশ্মীর পুনর্গঠন বিল পেশ করেছেন 
Aug 06, 2019
11:14 (IST)
সংবাদ সংস্থা ANI-এর রিপোর্ট অনুসারে, লোকসভায় কংগ্রেসের পক্ষ থেকে শশী থারুর এবং মানুষ তিওয়ারি জম্মু কাশ্মীরের বিল সংশোধন নিয়ে বক্তব্য রাখবেন।    
Aug 06, 2019
11:09 (IST)
বিএসপির সুপ্রিমো মায়াবতী আজ লোকসভায় সরকারের এই পদক্ষেপকে সাপোর্ট করেছেন। 
Aug 06, 2019
11:07 (IST)
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জম্মু ও কাশ্মীর থেকে অনুচ্ছেদ ৩৭০ কার্যত বিলোপ করার জন্য এবং  রাজ্যেকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করার জন্য আজ ১১ টায় লোকসভায় দুটি বিল পেশ করবেন। এই বিল দুটি পাশ হয়ে গেলেই জম্মু কাশ্মীর বিশেষ রাজ্যের আধিকার হারাবে।  
No more content

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................