This Article is From Feb 20, 2020

‘‘চিন বুঝেছে সবসময় পাকিস্তানকে সমর্থন করতে পারবে না’’: সেনাপ্রধান

তিনি বলেন, ‘‘চিন এটা বুঝতে পেরেছে তারা সব সময় তাদের ‘সব ঋতুর বন্ধু’-কে সমর্থন করতে পারবে না।’’

‘‘চিন বুঝেছে সবসময় পাকিস্তানকে সমর্থন করতে পারবে না’’: সেনাপ্রধান

সেনাপ্রধান বলেন,এফএটিএফ পাকিস্তানের উপরে চাপ বাড়ালে পাকিস্তান জঙ্গি ক্রিয়াকলাপ বন্ধের ব্যাপারে পুনর্বিবেচনা করবে।

নয়াদিল্লি:

চিন (China) বুঝতে পেরেছে তারা তাদের ‘সব ঋতুর বন্ধু'-কে (পাকিস্তান) সব সময় সমর্থন করতে পারবে না। বৃহ্স্পতিবার এমনটাই জানালেন ভারতের সেনাপ্রধান (Army Chief General) এমএম নারাবানে। সংবাদ সংস্থা এএনআইকে তিনি বলেন, ‘‘চিন এটা বুঝতে পেরেছে তারা সব সময় তাদের ‘সব ঋতুর বন্ধু'-কে সমর্থন করতে পারবে না।'' কাশ্মীরে পাকিস্তানের (Pakistan) সক্রিয়তা প্রসঙ্গে প্যারিসে এফএটিএফ-এর বৈঠক নিয়ে বলতে গিয়ে একথা জানান সেনাপ্রধান।

তিনি জোর দিয়ে বলেন, যদি এফএটিএফ পাকিস্তানের উপরে চাপ বাড়ায় তাহলে পাকিস্তান তাদের দেশে চলতে থাকা জঙ্গি ক্রিয়াকলাপ বন্ধের ব্যাপারে পুনর্বিবেচনা করতে বাধ্য থাকবে।

তিনি বলেন, ‘‘যদি এফএটিএফ পাকিস্তানের উপরে চাপ বাড়াতে তাকে তাহলে ওদের নতুন করে ভাবতে হবে নিজেদের কার্যকলাপ নিয়ে। এফএটিএফ একটা ফ্যাক্টর(কাশ্মীর উপত্যকায় জঙ্গি ক্রিয়াকলাপ হ্রাসে)।''

প্রসঙ্গত, এফএটিএফ ধূসর তালিকাতেই রয়েছে পাকিস্তান।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
.