This Article is From Feb 21, 2019

এপিডিআরের মিছিলে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ মুখ্যমন্ত্রীর।

হাতে প্ল্যাকার্ড নিয়ে দেশে শান্তি ফেরানোর দাবিতে স্লোগান তুলে কলেজ স্ট্রিট থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মিছিল করেন এপিডিআর এর কর্মীরা।

এপিডিআরের মিছিলে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ মুখ্যমন্ত্রীর।

এই হামলার নিন্দা করে হামলাকারীদের বিরুদ্ধে পুলিশকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।(ফাইল ছবি)

কলকাতা:

বুধবার কলকাতায় এপিডিআর এর যুদ্ধ বিরোধী মিছিলে হামলা চালায় একদল ব্যক্তি, তাদের অভিযোগ, জঙ্গিদের প্রশ্রয় দিচ্ছেন সংগঠনের সদস্যরা।

বিজেপি ও আরএসএর এর বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে এপিডিআর, যদিও অভিযোগ অস্বীকার করেছে দুজনেই।

এই হামলার নিন্দা করে হামলাকারীদের বিরুদ্ধে পুলিশকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

পুলওয়ামা হামলার পর দেশে শান্তি ফেরানোর দাবিতে হাতে প্ল্যাকার্ড নিয়ে স্লোগান তুলে কলেজ স্ট্রিট থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মিছিল করেন এপিডিআর এর কর্মীরা।

২ শহিদ জওয়ানের পরিবারকে ৫ লাখ টাকা করে সাহায্য ঘোষণা মুখ্যমন্ত্রীর

মিছিল নিরাপত্তায় মোতায়েন করা হয়েছিল প্রচুর পরিমাণে পুলিশ কর্মী।তবে জানবাজারে মিছিল পৌছাতেই, জাতীয় পতাকা হাতে কয়েকজন ব্যক্তি এপিডিআর এর মিছিল আটকায়, এবং এপিডিআর এর বিরুদ্ধে স্লোগান দিতে থাকে, তাঁদের বিরুদ্ধে পাকিস্তান এবং “দেশদ্রোহী কার্যকলাপ”কে সমর্থনের অভিযোগ তোলা হয়। অভিযোগ, মিছিলে যাঁরা ছিলেন, তাঁদের হেনস্তা করা হয় এবং পাকিস্তানে চলে যেতে বলা হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে হস্তক্ষেপ করে পুলিশ, বিক্ষোভকারীদের সেখান থেকে সরিয়ে দেয়।

একটি অংশের রাজনৈতিক দল এবং সংগঠন ঘৃণা ছড়াচ্ছে: মমতা

এপিডিআর কর্মী সুজাত ভদ্র বলেন, “হামলার পিছন রয়েছে বিজেপি এবং আরএসএস। আমরা এর নিন্দা করি। আমরা এই সরকারকে(কেন্দ্র) ভয় পাই না। আমাদের মতামত উপস্থাপন করার পূর্ণ অধিকার আমাদের রয়েছে। আশা করি অপরাধীরদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে পুলিশ”।

অভিযোগকে ভিত্তিহীন বলে মন্তব্য করে আরএসএস নেতা জিষ্ণু বসু বলেন, “সব কিছুতেই আমাদের দোষ দেওয়া এখন চল হয়ে গেছে”।

মানবাধিকার সংগঠন এপিডিআর-এর মিছিলে হামলার অভিযোগ উঠল

জানবাজারের যে এলাকায় হামলা হয়েছে, সেটি সংখ্যালঘু অধ্যুষিত।জিষ্ণু বসু বলেন, “যদি ওই জায়গায় এপিডিআর এর ওপর হামলা হয়, তাহলে এটাই প্রমাণ হয় যে, জাতীয়দাবাদী মানুষ এপডিআর এর এই প্রচারের বিরুদ্ধে”।

বিজেপির রাজ্য সভাপতি একইসুরে বলেন, “গোটা দেশ যখন সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে এককাট্টা, সেই সময় কোনও সংগঠনের এই ধরণের মিছিল করলে মানুষের থেকে এইরকম প্রতিক্রিয়ার মুখেই পড়তে হবে”।

নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান, হামলাকারীদের বিরুদ্ধে পুলিশকে কঠোর ব্যবস্থা নিতে বলেছেন তিনি।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
.