This Article is From Jun 25, 2019

মেহুল চোক্সিকে হস্তান্তরিত করা হবে’’ জানালেন অ্যান্টিগুয়ার প্রধানমন্ত্রী গ্যাস্টন ব্রাউন

পলাতক ব্যবসায়ী মেহুল চোক্সি ‘‘সমস্ত আইনি প্রক্রিয়ায় ক্লান্ত হয়ে গেলেই ওঁকে হস্তান্তরিত করা হবে’’ জানালেন অ্যান্টিগুয়ার প্রধানমন্ত্রী গ্যাস্টন ব্রাউন

মেহুল চোক্সিকে হস্তান্তরিত করা হবে’’ জানালেন অ্যান্টিগুয়ার প্রধানমন্ত্রী গ্যাস্টন ব্রাউন

পলাতক ব্যবসায়ী মেহুল চোক্সি

হাইলাইটস

  • মেহুল চোক্সির অ্যান্টিগুয়া নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে।
  • তবে তাঁর আগে তাঁকে আইনি লড়াই লড়তে দেওয়া হবে।
  • একথা জানিয়েছেন অ্যান্টিগুয়ার প্রধানমন্ত্রী।

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (Punjab National Bank) কেলেঙ্কারিতে যুক্ত ১৩,০০০ কোটি টাকার ঋণখেলাপী হিরে ব্যবসায়ী মেহুল চোক্সির (Mehul Chokshi) অ্যান্টিগুয়া (Antigua) নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে। তবে তাঁর আগে তাঁকে আইনি লড়াই লড়তে দেওয়া হবে। তিনি লড়তে লড়তে ক্লান্ত হলেই তাঁকে ভারতে বিচারের জন্য হস্তান্তরিত করা হবে। ‘অ্যান্টিগুয়া অবজার্ভার' সংবাদপত্রকে একথা জানিয়েছেন সেদেশের প্রধানমন্ত্রী গ্যাস্টন ব্রাউন। তিনি বলেন, ‘‘তাঁর নাগরিকত্ব রদ করা হয়নি, তিনি মুক্ত। কিন্তু বাস্তবটা হল, ওঁর নাগরিকত্ব প্রত্যাহার করা হবে এবং ওঁকে ভারতে পাঠিয়ে দেওয়া হবে। এমন নয়, অর্থনৈতিক অপরাধে যুক্ত কোনও অপরাধীকে আমরা আশ্রয় দিচ্ছি।''

আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর

তিনি আরও বলেন, ‘‘আমরা যথাযথ প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাব। আমরা ভারত সরকারকে জানিয়েছি অপরাধীরও মৌলিক অধিকার রয়েছে। চোক্সির অধিকার রয়েছে আদালতে যাওয়ার এবং আত্মপক্ষ সমর্থনের। কিন্তু আমি আপনাদের কথা দিচ্ছি, আইনি প্রক্রিয়ার চালিয়ে উনি ক্লান্ত হয়ে পড়লেই ওঁকে হস্তান্তরিত করা হবে।''

ঝাড়খণ্ডে গণপিটুনিতে যুবকের মৃত্যু, গ্রেফতার এগারো

.