This Article is From Mar 31, 2020

দিল্লির আর এক মহল্লা ক্লিনিকের চিকিৎসকের শরীরে করোনা সংক্রমণ, কোয়ারান্টাইনে রোগীরাও

১২ মার্চ থেকে ২০ মার্চ পর্যন্ত যে রোগীরা ওই ক্লিনিকে এসেছিলেন তাঁদের সকলকে আগামী ১৫ দিন কোয়ারান্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

দিল্লির আর এক মহল্লা ক্লিনিকের চিকিৎসকের শরীরে করোনা সংক্রমণ, কোয়ারান্টাইনে রোগীরাও

Coronavirus: গত দু’দিনে দিল্লিতে অন্তত ৫০টি কোভিড-১৯ পজিটিভ কেস ধরা পড়েছে।

হাইলাইটস

  • দিল্লির বাবরপুরে এক মহল্লা ক্লিনিকের চিকিৎসকের শরীরে করোনা সংক্রমণ
  • রোগীদেরও কোয়ারান্টাইনে পাঠানোর নির্দেশ
  • দিল্লিতে গত দু’দিনে অন্তত ৫০ জনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে
নয়াদিল্লি:

দিল্লির আরও এক ‘মহল্লা ক্লিনিক'-এর চিকিৎসকের (Delhi Mohalla Clinic Doctor) শরীরে করোনা (Coronavirus) সংক্রমণ ধরা পড়ল। গত সপ্তাহে উত্তর-পূর্ব দিল্লির মৌজপুরের এক ক্লিনিকে চিকিৎসক ও তাঁর স্ত্রী, কিশোরী কন্যার শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছিল। তাঁদের ১৪ দিনের জন্য কোয়ারান্টাইনে রাখা হয়েছে। এবার উত্তর-পূর্ব দিল্লিরই বাবরপুরে এক এমনই ঘটনা সামনে এল। প্রসঙ্গত, বাবরপুর মৌজপুর থেকে এক কিমি দূরে। ১২ মার্চ থেকে ২০ মার্চ পর্যন্ত যে রোগীরা ওই ক্লিনিকে এসেছিলেন তাঁদের সকলকে আগামী ১৫ দিন কোয়ারান্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

আক্রান্ত চিকিৎসকের কোনও বিদেশ ভ্রমণের ইতিহাস ছিল কিনা কিংবা তিনি তেমন কারও সংস্পর্শে এসেছিলেন কিনা তা এখনও জানা যায়নি।

করোনা মোকাবিলায় দু'দিনের বেতন প্রধানমন্ত্রীর তহবিলে দান এসবিআইয়ের সমস্ত কর্মীদের

গত দু'দিনে দিল্লিতে অন্তত ৫০টি কোভিড-১৯ পজিটিভ কেস ধরা পড়েছে। এর ফলে এখানে আক্রান্তের সংখ্যা ১০০ পেরিয়েছে। মৃত ২।

মৌজপুরে সংক্রমণের শৃঙ্খলের সূচনা হয় ১০ মার্চ সৌদি আরব থেকে আসা এক মহিলার শরীরে সংক্রমণ ধরা পড়ার পর থেকে। তিনি কোভিড-১৯ সংক্রমণের লক্ষণ নিয়ে স্থানীয় ক্লিনিকে যান ১২ মার্চ। সেখানেই ৩৮ বছরের মহিলার শরীর থেকে সংক্রমণ ছড়ায়। পাঁচ দিন পরে ওই মহিলার শরীরে পরীক্ষার ফল পজিটিভ এলে চিকিৎসককেও হাসপাতালে ভর্তি করা হয়।

ওই মহিলার সংস্পর্শে এসে আরও পাঁচজনের শরীরে ধরা পড়েছে সংক্রমণ। তাঁরা হলেন ওই মহিলার মা, ভাই, দুই কন্যা এবং তাঁকে বিমানবন্দরে নিতে আসা এক আত্মীয়। তাঁর প্রতিবেশী থাকা ৭৪ জনের দিকে নজর রাখা হচ্ছে।

গত সপ্তাহে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেন, এই মহল্লা ক্লিনিকগুলি খোলা থাকবে। অন্যথায় গরিব মানুষকে দূরে হাসপাতালে যেতে বাধ্য হতে হবে। সেখানে চিকিৎসার খরচও বেশি।

প্রসঙ্গত, দিল্লিতে দরিদ্রদের পরিষেবার জন্যই মূলত এই ধরনের ক্লিনিকের পরিকল্পনা করেছে আম আদমি পার্টি।

দেশে করোনা ভাইরাসের প্রকোপ ক্রমাগত বাড়ছে। এখনও পর্যন্ত ১৪২৪ জন আক্রান্ত হয়েছেন। মৃত ৪৭। সুস্থ হয়ে উঠেছেন ১৪০ জন।

বিশ্বব্যাপী ত্রাসের সঞ্চার করা এই ভাইরাসের সংক্রমণের শৃঙ্খল ভাঙতে আগামী ১৪ এপ্রিল পর্যন্ত লকডাউনের ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার।

.