This Article is From Sep 21, 2018

রাফালে: অনিল আম্বানির নাম প্রস্তাব করে ভারত,দাবি ওলান্দের- দশটি তথ্য

রাফালে যুদ্ধ বিমান কেনা নিয়ে দুর্নীতির মাঝেই প্রাক্তন ফরাসি রাষ্ট্রপতি ফ্রাঙ্কোইস ওলান্দে জানালেন ভারত সরকারই নিজেদের অংশীদার হিসেবে অনিল অম্বানির নাম প্রস্তাব করেছিল।

অনিল আম্বানিকে নিজেদের অংশীদার বলে ব্যাখ্যা করেছিল ভারত, দাবি ওলান্দের ।

হাইলাইটস

  • রাফালে যুদ্ধ বিমান প্রসঙ্গে নতুন দাবি প্রাক্তন ফরাসি রাষ্ট্রপতির
  • জানালেন অনিল আম্বানির নাম প্রস্তাব করে ভরত
  • দাবি খারিজ করেছে প্রতিরক্ষা মন্ত্রক
একটি ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, 36টি যুদ্ধ বিমান কেনার ব্যাপারে অনিল আম্বানিকে নিজেদের অংশীদার বলে ব্যাখ্যা করেছিল ভারত। অভিযোগ খারিজ করেছে প্রতিরক্ষা মন্ত্রক। মন্ত্রকের এক মুখপাত্র টুইট করে জানিয়েছেন বাণিজ্যিক ব্যাপারে ভারত বা ফরাসি সরকারের কোনও ভূমিকা ছিল না। এই যুদ্ধ বিমান কেনা নিয়ে দুর্নীতি অভিযোগ করেছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি। তাঁর অভিযোগ দেশের সঙ্গে প্রতারণা করেছেন প্রধানমন্ত্রী।

10টি গুরুত্বপূর্ণ তথ্য

  1. ফরাসি জার্নাল মেডিপার্টকে  প্রাক্তন রাষ্ট্রপতি জানিয়েছেন  ‘ এ ব্যাপারে আমাদের কিছুই করার ছিল না। ভারত সরকারই অনিল আম্বানির নাম প্রস্তাব করেছে।  
     

  2. 2019 সালের লোকসভা নির্বাচনের আগে এই নতুন তথ্য রাজনৈতিক মহলে তুমুল জল্পনার সৃষ্টি করবে বলে মনে করা হচ্ছে । 
     

  3. অনিল আম্বানির এই সংস্থা এয়ারোস্পেশ কম্পোনেন্টস বানাচ্ছে। রাফালের অফসেট কম্পোনেন্টের জন্যই এটা করছে রিলায়েন্স ডিফেন্স। কিন্তু এ ধরনের কাজের বরাত পেতে গেলে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রকের জন্য তিরিশ হাজার কোটি টাকার কাজ করতে হয়। 
     

  4. আগে কেন্দ্রীয় সরকার বলেছিল অনিল আম্বানিদের যুক্ত করে ফরাসি সংস্থাটি।
     

  5.  তথ্য প্রকাশ্যে আসার পর কংগ্রেস সভাপতি রাহুল গান্ধির দাবি করেন, রাফালে চুক্তির শর্ত বন্ধ ঘরে বদলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমরা জানি সর্বশান্ত হয়ে যাওয়া অনিল আম্বানিকে সুবিধা পাইয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নিজে।
     

  6. নিজের পক্ষে সওয়াল করে অনিল আগেই চিঠি লেখেন রাহুলকে। তাতে তিনি দাবি করেন তাঁর সংস্থার শুধু প্রয়োজনীয় অভিজ্ঞতা আছে তা নয়, বিশ্বের বহু জায়গায় প্রতিরক্ষার ক্ষেত্রে তাঁদের কাজ  প্রশংসিত হয়েছে।
     

  7. এই যুদ্ধবিমানের নির্মাণের সঙ্গে জড়িয়ে থাকা আরও কয়েকটি সংস্থাকেও নিজেদের অফসেট বাধ্যবাধকতা পূরণ করতে হবে। এর মধ্যে আছে সারফান এবং এমবিডিএ। সারফান ইঞ্জিন বানাচ্ছে। আর অস্ত্র সরবরাহ করছে এমবিডিএ।
     

  8. প্রাক্তন ফরাসি রাষ্ট্রপতির বিরুদ্ধেও আছে অভিযোগ। ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে প্রজাতন্ত্র দিবসে ভারতে এসে রাফালে চুক্তিতে স্বাক্ষর করার মাত্র দুদিন আগে অনিলের বিনোদন মূলক সংস্থার সঙ্গে একটি চুক্তি করেন প্রাক্তন রাষ্ট্রপতির সঙ্গী তথা অভিনেতা জুলি গায়েত।
     

  9. প্রাক্তন ফরাসি রাষ্ট্রপতির সঙ্গে কথা বলার পর 2015 সালের 10 এপ্রিল প্যারিসে এই চুক্তির কথা ঘোষণা করেন মোদী।
     

  10. সাক্ষাৎকার প্রকাশ্যে আসার পর সমালোচনায় সরব হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিনি বলেছেন গুরুত্বপূর্ণ তথ্য  গোপন করে দেশের নিরাপত্তার সঙ্গে আপস করেছে মোদী সরকার।                   

     

     



    Post a comment
    .