This Article is From Apr 01, 2020

করোনা সচেতনতা বাড়াতে নিজের ঘোড়াকে রাঙিয়ে চমকে দিলেন পুলিশ কর্মী

সাদা ঘোড়ার শরীরে লাল বৃত্তের ছাপ। সাধারণ বৃত্ত নয়, করোনা ভাইরাসের আকৃতির মতো সেই বৃত্তগুলির চেহারা।

করোনা সচেতনতা বাড়াতে নিজের ঘোড়াকে রাঙিয়ে চমকে দিলেন পুলিশ কর্মী

Coronavirus: ন্ধ্রপ্রদেশের প্যাপিলি টাউনের কুর্নুল জেলায় মঙ্গলবার দেখা মিলল এই পুলিশ কর্মীর।

কোভিড-১৯-এর (COVID-19) সংক্রমণ রুখতে এবং এর সম্পর্কে সক‌লকে সচেতন করতে সবরকম চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার। এই পরিস্থিতিতে অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) এক পুলিশকে দেখা গেল এক ঘোড়ার পিঠে। সেই ঘোড়ার সারা শরীর জুড়ে রয়েছে সচেতনতার হদিশ। অন্ধ্রপ্রদেশের প্যাপিলি টাউনের কুর্নুল জেলায় মঙ্গলবার দেখা মিলল এই পুলিশ কর্মীর। সাদা ঘোড়ার শরীরে লাল বৃত্তের ছাপ। সাধারণ বৃত্ত নয়, করোনা ভাইরাসের আকৃতির মতো সেই বৃত্তগুলির চেহারা। এর থেকে ওই পুলিশের উদ্দেশ্য বোঝা যায় সহজেই। তিনি ঘুরে বেড়ানোর সময় যদি কারও নজর পড়ে ওই ঘোড়ার দিকে, সেক্ষেত্রে তাঁরও মনে পড়ে যেতে বাধ্য করোনা ভাইরাসের কথা।

ওই পুলিশকর্মীকে দেখা গিয়েছে ঘোড়ায় চড়ে লোকালয়ের ভিতরে ঘুরে বেড়াতে।

গত সপ্তাহ থেকে ২১ দিনের লকডাউনে রয়েছে দেশ। বুধবার সেই লকডাউনের সপ্তম দিন।

সম্প্রতি চেন্নাইয়ে এক স্থানীয় শিল্পীকে দেখা গিয়েছিল এক পুলিশের সঙ্গে সহায়তায় করোনা হেলমেট পরতে। উদ্দেশ্য একই। লকডাউনের সময় যাতে কেউ রাস্তায় না বেরোয়, সেজন্য সকলকে করোনা ভাইরাসের ভয়ঙ্কর প্রাদুর্ভাবের বিষয়ে অবগত করা।

চেন্নাই প্রশাসনের উচ্চপদস্থ এই অফিসার গৌতমের ক্ষোভ, বিশ্বে ক্রমশ বাড়ছে আক্রান্তের সংখ্যা। বাড়ছে মৃতের সংখ্যাও। এর থেকে বাদ নেই ভারত-ও। তারপরেও জীবনের ঝুঁকি নিয়ে পথে নামছেন অনেকেই। কাউকে কিছুতেই বোঝানো যাচ্ছে না। ফলে, বাধ্য হয়ে তিনি এই ভাবে পথে নেমেছেন। এভাবেই তিনি ২৪ ঘণ্টা ঘুরে চলেছেন স্থানীয় অঞ্চলে। সাধারণের মনে চেতনার আলো ছড়াতে।

কীভাবে এই উপায় মাথায় এল তাঁর? গৌতমের সহাস্য জবাব, "একটি ভাঙা হেলমেট আর কিছু কাগজ। এই দিয়ে শিল্পী আমায় বানিয়ে দিয়েছেন বিশেষ হেলমেট। শুধু এটি নয়, বাকি সহকর্মীদের জন্য অনেকগুলি প্ল্যাকার্ডও বানিয়েছি। তুলে দিয়েছি তাঁদের হাতে। এবার যদি হুঁশ ফেরে সবার!" পাশাপাশি আরেক পুলিশ অফিসার রাজেশ বাবুর দাবি, তিনি গিয়ার পরে পথে নেমে জনগণের থেকে ইতিবাচক সাড়া পেয়েছেন। জনগণ সচেতন হচ্ছেন গৌতমকে দেখেও।

এখনও পর্যন্ত ভারতে কোভিড-১৯-এ আক্রান্ত হয়ে ৩৮ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ১৬৩৭-এ। গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৪০ জনের আক্রান্ত হওয়ার খবর মিলেছে। তবে ভাল খবর হল, ১৩৩ জন সুস্থ হয়ে গিয়েছেন।

Click for more trending news


.