This Article is From Apr 02, 2020

জৈবপ্রযুক্তি গবেষণায় সাফল্য! পুরস্কৃত এএমইউ'র গবেষক

বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য তারিক মানসুর, অধ্যাপক খানকে অভিনন্দনকে জানিয়ে বলেছেন,  জৈব জীবাণুর প্রতিরোধ ক্ষমতা কমাতে এই গবেষণা দিশা দেখাবে।" ২০২০-এর নভেম্বরে এই পুরস্কার তুলে দেওয়া হবে ওই অধ্যাপকের হাতে। 

জৈবপ্রযুক্তি গবেষণায় সাফল্য! পুরস্কৃত এএমইউ'র গবেষক

জৈবপ্রযুক্তি ক্ষেত্রে অসামান্য কাজের সুবাদে পুরস্কৃত হলেন আলিগড় মুলসিম বিশ্ববিদ্যালয় বা এএমইউ'র গবেষক আসাদ খান।

হাইলাইটস

  • জৈবপ্রযুক্তি গবেষণার স্বীকৃতি পেলেন এএমইউর গবেষক-অধ্যাপক
  • এর আগে এপিজে আবদুল কালামকে বিজ্ঞানে অবদান রাখায় এই স্বীকৃতি দেওয়া হয়েছিল
  • নভেম্বরে তুলে দেওয়া হবে পুরস্কার। জানিয়েছে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়
আলিগড়:

জৈবপ্রযুক্তি (Bio-Technology) ক্ষেত্রে অসামান্য কাজের সুবাদে পুরস্কৃত হলেন আলিগড় মুলসিম বিশ্ববিদ্যালয় (Aligarh Muslim University) বা এএমইউ'র গবেষক আসাদ খান। ২০১৯ সালের ওমপ্রকাশ ভাসিন সম্মানে ভূষিত করা হয়েছে এই স্কলারকে। জানা গিয়েছে, কৃষিবিজ্ঞান, জৈবপ্রযুক্তি, ইলেক্ট্রনিক্স, ইঞ্জিনিয়ারিং এবং মেডিক্যাল বিজ্ঞানে অসামান্য কাজের সুবাদে এই পুরস্কার প্রদান করা হয়। কাজের স্বীকৃতিস্বরূপ সার্টিফিকেটের সঙ্গে এক লক্ষ টাকা নগদ পুরস্কার দেওয়া হয়ে থাকে। এএমইউ'র অধ্যাপক হিসেবে গবেষক আসাদ খান প্রথমবার এই পুরস্কার পেলেন।এর আগে ওই বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী হিসেবে অধ্যাপক ওবেইদ সিদ্দিকি এই পুরস্কার পেয়েছিলেন। এছাড়া প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আবদুল কালাম, বিজ্ঞানী এমএস স্বামীনাথন আর কেজি মেনন এই সম্মানে ভূষিত হয়েছিলেন। 

রাজ্যে করোনায় মৃত্যু ৭ জনের, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৬! জানাল স্বাস্থ্য দফতর

বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য তারিক মানসুর, অধ্যাপক খানকে অভিনন্দনকে জানিয়ে বলেছেন,  জৈব জীবাণুর প্রতিরোধ ক্ষমতা কমাতে এই গবেষণা দিশা দেখাবে।" ২০২০-এর নভেম্বরে এই পুরস্কার তুলে দেওয়া হবে ওই অধ্যাপকের হাতে। 
 

.