This Article is From Mar 17, 2020

করোনা আক্রান্তদের চিহ্নিত করতে অভিনব পদক্ষেপ, বাঁ হাতে লাগানো হবে "স্ট্যাম্প"!

Coronavirus: কেউ করোনা সংক্রমণের লক্ষণ শরীরে থাকা সত্ত্বেও ঘর থেকে বেরিয়ে সাধারণের সঙ্গে মেলামেশা করলে তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়ার ঘোষণা

করোনা আক্রান্তদের চিহ্নিত করতে অভিনব পদক্ষেপ, বাঁ হাতে লাগানো হবে

Coronavirus Outbreak: মহারাষ্ট্রের সমস্ত স্থানীয় তথা পুর নির্বাচনগুলি ৩ মাস পিছিয়ে দেওয়া হয়েছে

হাইলাইটস

  • করোনা আক্রান্ত সন্দেহে কোয়ারান্টাইন করে রাখা ব্যক্তিদের শরীরে স্ট্যাম্প
  • করোনা সংক্রমণ রুখতে অভিনব সিদ্ধান্ত নিয়েছে মহারাষ্ট্র সরকার
  • করোনা আক্রান্তরা সাধারণের সঙ্গে মিশলে তা শাস্তিযোগ্য অপরাধ হবে
মুম্বই:

যে সমস্ত মানুষজনের শরীরে করোনা ভাইরাস (Coronavirus) সংক্রমণের লক্ষণ দেখা দিয়েছে তাঁদের আপাতত 'হোম কোয়ারান্টাইন' করে রাখার সিদ্ধান্ত নিয়েছে মহারাষ্ট্র সরকার। শুধু তাই নয়, এই ব্যক্তিদের আলাদা করে চিহ্নিত করে রাখতে তাঁদের বাঁ হাতে একটি বিশেষ "স্ট্যাম্প" দেওয়ার মতো নজিরবিহীন সিদ্ধান্ত নিল ওই রাজ্যের সরকার।মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ টোপ এই ঘোষণা করেছেন। গোটা দেশের মধ্যে এই মুহূর্তে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি মহারাষ্ট্রেই (Maharashtra)। তাই এই পরিস্থিতি মোকাবিলায় রাজ্যের শীর্ষ আধিকারিকদের নিয়ে এক বিশেষ বৈঠক করেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। করোনা সংক্রমণের (Coronavirus Outbreak) বাড়বাড়ন্ত রুখতে তাই করোনা আক্রান্তদের চিহ্নিত করে রাখার সিদ্ধান্ত নিল মহারাষ্ট্র সরকার। কেননা গত কয়েকদিনে প্রায় ৭ জন করোনা লক্ষণ যুক্ত রোগী চিকিৎসা কেন্দ্র থেকে পালিয়ে গেছে।

"কেউ যদি Covid-19 এ আক্রান্ত হন তবে সেটা তাঁর  অপরাধ নয়। তাঁদের অবশ্যই যথাযথ চিকিৎসা এবং মনস্তাত্ত্বিক সহায়তা দেওয়া প্রয়োজন। রাজ্যের জনগণের স্বার্থেই মহামারী নিরোধক আইন তৈরি করা হয়েছে এবং জেলা প্রশাসনকে অবশ্যই এই রোগটি সম্পর্কে সচেতন থাকার নির্দেশ দেওয়া হয়েছে", বলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে।

স্বাস্থ্যমন্ত্রী রাজেশ টোপ জানিয়েছেন, ভোট দেওয়ার পর ভোটারদের হাতে যে কালি লাগানো হয়, ওই কালি দিয়েই করোনা লক্ষণ যুক্ত ব্যক্তিদের বাঁ হাতে একটি স্ট্যাম্প করে দেওয়া হবে। যাতে সহজেই তাঁকে চিহ্নিত করা যায়। কারণ অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে, করোনা আক্রান্ত সন্দেহে কোনও ব্যক্তিকে তাঁর নিজের বাড়িতে কোয়ারান্টাইন বা পৃথকীকরণ অবস্থায় থাকার পরামর্শ দেওয়া হলেও তাঁরা তা অমান্য করে বাড়ি থেকে বেরিয়ে অন্যান্য মানুষজনের সঙ্গে মিশছেন। তার ফলে আরও বেশি করে করোনা সংক্রমণ বাড়ছে। 

পাশাপাশি মহারাষ্ট্র সরকারের তরফ থেকে জানানো হয়েছে, কেউ করোনা সংক্রমণের লক্ষণ শরীরে থাকা সত্ত্বেও ঘর থেকে বেরিয়ে সাধারণের সঙ্গে মেলামেশা করলে তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হবে।

এদিকে মহারাষ্ট্রের আসন্ন সমস্ত স্থানীয় ও পুর নির্বাচন আগামী তিন মাসের জন্যে স্থগিত করা হয়েছে, শহর ও গ্রামাঞ্চলের সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান আপাতভাবে বন্ধ রাখা হয়েছে। করোনা সংক্রমণ রুখতে সতর্কতা স্বরূপই এই ব্যবস্থা।

.