This Article is From Dec 07, 2019

উন্নাও মামলার প্রতিবাদ জানিয়ে অবস্থান বিক্ষোভে অখিলেশ যাদব

Unnao case: অখিলেশ যাদব বলেন, "যত দিন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, রাজ্যের স্বরাষ্ট্রসচিব এবং ডিজিপি পদত্যাগ না করবেন না, ততদিন ন্যায়বিচার হবে না"

Unnao case: প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব উত্তরপ্রদেশ বিধানসভার বাইরে অবস্থান বিক্ষোভে বসেন

হাইলাইটস

  • উন্নাওয়ের নিগৃহীতার মৃত্যুতে অবস্থান বিক্ষোভে অখিলেশ যাদব
  • উত্তরপ্রদেশ বিধানসভার বাইরে অবস্থান বিক্ষোভে প্রাক্তন মুখ্যমন্ত্রী
  • যোগী আদিত্যনাথের পদত্যাগ দাবি করলেন অখিলেশ যাদব
লখনউ:

যেভাবে উত্তরপ্রদেশে মহিলাদের উপর নির্যাতনের সংখ্যা বাড়ছে এবার তার বিরুদ্ধে রাজ্য বিধানসভার বাইরে অবস্থান বিক্ষোভে বসলেন সে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব (Akhilesh Yadav)। উন্নাওয়ের বাসিন্দা ২৩ বছরের এক তরুণীর ধর্ষণের (Unnao Case) পর অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুর ঘটনায় তিনি উত্তরপ্রদেশ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের পদত্যাগ দাবি করেন। ওই তরুণীকে আদালতে যাওয়ার পথে গায়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয় ২ ধর্ষণে (Unnao Rape Case) অভিযুক্ত ব্যক্তি সহ ৫ জন। অখিলেশ যাদব বলেন, "যত দিন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, রাজ্যের স্বরাষ্ট্রসচিব এবং ডিজিপি পদত্যাগ না করবেন, ততদিন ন্যায়বিচার হবে না। উন্নাও ধর্ষণ মামলাটি নিয়ে আমরা রাজ্যের সমস্ত জেলায় গিয়ে শোক সভা করব"।

৯০ শতাংশ অগ্নিদগ্ধ অবস্থায় উন্নাওয়ের ওই তরুণীকে বৃহস্পতিবার দিল্লির একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শুক্রবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর।

"এটি অত্যন্ত নিন্দনীয় ঘটনা। এটা একটা কালো দিন। এই বিজেপি সরকারের অধীনে এ জাতীয় ঘটনা এই প্রথম নয়। মুখ্যমন্ত্রী একটি সভায় বলেছিলেন, 'দোষীদের গুলি করা হবে', অথচ তাঁরা একটি মেয়ের জীবন বাঁচাতে পারলেন না", বলেন অখিলেশ যাদব।

উন্নাওয়ের মহিলার মৃত্যু "অত্যন্ত দুঃখজনক", ফাস্ট ট্র্যাক আদালতে বিচার হবে, বলেন যোগী আদিত্যনাথ

এই সপ্তাহের শুরুতেই, তিনি উত্তরপ্রদেশের সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বিষয়ে যোগী সরকারকে তীব্র আক্রমণ করেন। এই রাজ্যে নারীদের নিরাপত্তার "সবচেয়ে খারাপ অবস্থা" রয়েছে এখন, এমন অভিযোগও করতে শোনা যায় তাঁকে। "রাজ্যে ক্রমাগতই নারীদের বিরুদ্ধে ধর্ষণ, নৃশংসতা এবং হত্যার মতো ঘটনা বাড়ছে। রাজ্যের মহিলাদের নিরাপত্তা ক্ষেত্রে এটা সবচেয়ে খারাপ সময় চলছে যা অত্যন্ত নিন্দনীয়", হিন্দিতে টুইট করেন অখিলেশ ।

শুক্রবার অখিলেশ যাদবকে তেলেঙ্গানা পুলিশের এনকাউন্টারে গণধর্ষণ তথা হত্যা মামলায় অভিযুক্ত ৪ জনের মৃত্যু প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, "কেউ ন্যায়বিচার পেয়েছে এটা জেনে খুশি"। "যারা আইন থেকে পালাচ্ছেন ... তাঁরা ন্যায়বিচার থেকে কতদূর পালাতে পারবেন? আমি আনন্দিত যে কেউ ন্যায়বিচার পেয়েছে তবে সত্যিকারের আনন্দ তখনই হবে যখন নারীর নিরাপত্তায় প্রতিরোধমূলক সুরক্ষা ব্যবস্থা নেওয়া হবে এবং এমন একটি সামাজিক পরিবেশ তৈরি হবে যাতে কোনও বোনের সঙ্গে যেন এ জাতীয় জঘন্য অপরাধ কখনই না ঘটে", তিনি এই কথাও লেখেন টুইটে।

আত্মরক্ষার্থে পুরুষদের কাছ থেকে অধিকার ছিনিয়ে নিন: প্রিয়াঙ্কা গান্ধি

উন্নাওয়ের নিগৃহীতার মৃত্যু প্রসঙ্গে শনিবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন যে তিনি "ওই মহিলার মৃত্যুর খবর শুনে অত্যন্ত মর্মাহত"। "এই মামলাটির দ্রুত বিচারের লক্ষ্যে ফাস্ট ট্র্যাক আদালতে শুনানি করা হবে এবং দোষীদের কঠোরতম শাস্তি দেওয়া হবে", জানান উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ।

জেনে নিন দেশের অন্য খবরাখবর:

.