This Article is From Jun 15, 2018

ভারতীয় দম্পতির বিশেষ প্রতিবন্ধী সন্তানকে নিয়ে উড়তে অস্বীকার করল বিমানসংস্থা

সিঙ্গাপুরের এক ভারতীয় দম্পতি দাবি করলেন, কম ব্যয়ে দীর্ঘস্তায়ী বিমানভ্রমণের জন্য খ্যাত বিমানসংস্থা স্কুট তাঁদের বিশেষ প্রতিবন্ধী সন্তানকে নিয়ে বিমানভ্রমণে আপত্তি জানিয়ে বিমান থেকে নেমে যেতে বলেন।

ভারতীয় দম্পতির বিশেষ প্রতিবন্ধী সন্তানকে নিয়ে উড়তে অস্বীকার করল বিমানসংস্থা

সোশ্যাল মিডিয়াতে নিজের এই মর্মান্তিক অভিজ্ঞতা শেয়ার করার পর থেকে অসংখ্য সহমর্মী মানুষকে এই বিষয়ে পাশে পান দিব্যা জর্জ।

সিঙ্গাপুর:

সিঙ্গাপুরের এক ভারতীয় দম্পতি দাবি করলেন, কম ব্যয়ে দীর্ঘস্থায়ী বিমানভ্রমণের জন্য খ্যাত বিমানসংস্থা স্কুট তাঁদের বিশেষ প্রতিবন্ধী সন্তানকে নিয়ে বিমানভ্রমণে আপত্তি জানিয়ে বিমান থেকে নেমে যেতে বলেন।

পাঁচ বছরের ওই বিশেষ প্রতিবন্ধী শিশুটির মা দিব্য জর্জ অনলাইনে একটি পোস্ট করে জানান ওই বিমানের পাইলট তাঁদের সন্তানকে দেখার পর ওই বিমানে নিয়ে যেতে অস্বীকার করেন এবং ভয়ঙ্কর গোলমাল বাঁধিয়ে দেন।

রিপোর্ট জানাচ্ছে, ছুটি কাটানোর উদ্দেশ্যে ওই দম্পতি সিঙ্গাপুর থেকে বিমানে করে ফুকেত যাচ্ছিলেন।

পাঁচ বছর বয়স হলেও দিব্যা জর্জের সন্তানের ওজন মাত্র 8.5 কিলোগ্রাম। তার বৃদ্ধিও একটি 1 বছরের শিশুর মতো।

গতকাল সোশ্যাল মিডিয়াতে নিজের এই মর্মান্তিক অভিজ্ঞতা শেয়ার করার পর থেকে অসংখ্য সহমর্মী মানুষকে এই বিষয়ে পাশে পান তিনি।

“সকাল 7:35 এ ওড়ার কথা ছিল আমাদের বিমানের। কিন্তু সেটি উড়তে এক ঘন্টা দেরি করে ফেলে। কারণ, তাঁরা আমার বিশেষ প্রতিবন্ধী সন্তানকে নিয়ে উড়তে অস্বীকার করেন। বিমান থেকে আমাদের নামিয়ে দিতে চেয়েছিলেন তাঁরা। তাঁর কারণ, ওঁরা বলছিলেন ওকে কিছুতেই সঙ্গে নেওয়া যাবে না”। তিনি তাঁর ফেসবুক পেজে এই কথা লেখেন।

বিকেলবেলায় আবার একটি পোস্ট দিয়ে তিনি বলেন তিনি অত্যন্ত মর্মাহত। ভাষায় প্রকাশ করা যায় না এমন একটি অনুভূতি হচ্ছে তাঁর। ঘটনাটির বিবরণ দিতে গিয়ে তিনি ফেসবুকে লেখেন, যেভাবে বিমানের পাইলট তাঁদের উদ্দেশ্য করে দায়িত্বজ্ঞানহীনভাবে বলেন যে, তাঁদের সন্তানের কিছু হলে তার দায়িত্ব পাইলটের নয়, তা তাঁকে গভীরভাবে বিমর্ষ করে দিয়েছে।

 



(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)
.