This Article is From Nov 14, 2018

চাহিদা মতো মদ না পেয়ে বিমান কর্মীদের জাতি বিদ্বেষমূলক মন্তব্য করলেন যাত্রী, পরে গ্রেফতার

  বিমানে চাহিদা অনুসারে মদ না পেয়ে কর্মীদের সঙ্গে অভ্যবতা করলেন এক আইরিশ মহিলা।

যাত্রার শুরু থেকেই মদ্যপান  করছিলেন তিনি। একটা  সময় পর তিনি আরও মদ চান।

হাইলাইটস

  • চাহিদা মতো মদ না পেয়ে কর্মীদের সঙ্গে অভ্যবতা করলেন এক মহিলা
  • মুম্বই থেকে লন্ডন যাওয়ার সময় রবিবার এই ঘটনাটি ঘটেছে
  • বিমান লন্ডনে পৌঁছতেই যাত্রীকে গ্রেফতার করা হয়েছে
নিউ দিল্লি:

বিমানে চাহিদা অনুসারে মদ না পেয়ে কর্মীদের সঙ্গে অভ্যবতা করলেন এক আইরিশ মহিলা। মুম্বই থেকে লন্ডন যাওয়ার সময় রবিবার এই ঘটনাটি ঘটেছে।  জানা গিয়েছে ওই মহিলা বিজনেজ ক্লাসে  ভ্রমণ করছিলেন। বিমান কর্মীদের দাবি তিনি মদ্যপান করছিলেন।  কিছুটা বাদে তাঁকে আর মদ দিতে  রাজি হননি বিমানের কর্মীরা।  তখনই  তিনি বেপরোয়া আচরণ করতে শুরু করেন। একটি  ভিডিয়োয় দেখা যাচ্ছে বিমান কর্মীদের অকথ্য ভাষায় গালিগালাজ করছেন।  অভিযোগ  জাতি বিদ্বেষমূলক মন্তব্যও করেন। শুধু তাই  নয়  এক মহিলা বিমান কর্মীকে উদ্দেশ করে থুতুও দেন  ওই যাত্রী। বিমান লন্ডনে  পৌঁছতেই যাত্রীকে গ্রেফতার করা  হয়েছে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে  ভাইরাল হওয়া ভিডিয়োটি তুলেছেন কোনও এক বিমান কর্মী।

 

যাত্রার শুরু থেকেই মদ্যপান  করছিলেন তিনি। একটা  সময় পর তিনি আরও মদ চান। তাঁর অবস্থা দেখে  মদ দিতে  অস্বীকার করেন বিমান কর্মীরা। তখনই তিনি গালিগালাজ করতে শুরু করেন। তাঁকে  বলতে  শোনা যায়, আপনারা  বিজনেজ ক্লাসের যাত্রীদের সঙ্গে  এই ধরনের আচরণ করেন। আমি আপনাদের জন্য  কাজ করি। আমি রোহিঙ্গাদের জন্য মামলা  করি। আমি একজন আন্তর্জাতিক আইনজীবী। আমি এসবের জন্য কোনও পয়সা নিই  না। আর আপনারা আমাকে মদ দিতে  পারছেন না। আমি যদি এয়ার ইন্ডিয়াকে বয়কটের কথা বলি তাহলে কী হবে?                  

 

.