This Article is From Dec 28, 2018

Kolkata Metro Fire: পাতাল- পথে আতঙ্কের রেশ এখনও কাটেনি

পাতাল পথে আগুন- আতঙ্কের পর কেটে  গিয়েছে বেশ কিছুটা সময়। কিন্তু এখনও যেন কাটেনি আতঙ্কের রেশ।

Kolkata Metro Fire:  পাতাল- পথে আতঙ্কের রেশ এখনও কাটেনি

যাত্রীদের মধ্যে  যে  আতঙ্ক দানা বাঁধতে শুরু করেছে তা বলার অপেক্ষা রাখে না।

হাইলাইটস

  • আচমকা আগুন লেগে গেল মেট্রোতে, ধোঁয়ায় অসুস্থ ১৬ জন যাত্রী
  • বেশ কিছুটা সময় পেরিয়ে গেলেও আতঙ্কের রেশ এখনও কাটেনি
  • মেট্রো বিভ্রাটের জেরে কার্যত স্তব্দ হয়ে পড়ে শহর
কলকাতা:

পাতাল পথে আগুন- আতঙ্কের পর কেটে  গিয়েছে বেশ কিছুটা সময়। কিন্তু এখনও যেন কাটেনি আতঙ্কের রেশ। মেট্রোয় আগুন লেগে বেশ কয়েক জন অসুস্থ হয়ে পড়েন। কারও কারও চিকিৎসা চলছে এখনও। বাকিরা ছাড়া পেলেও  তাড়া করে ফিরছে অস্বস্তি। আর বৃহস্পতিবার সন্ধ্যার মেট্রো বিভ্রাট আবারও প্রমাণ করেছে  ব্যস্ত সময়ে পাতাল পথে গোলমাল হলে তার প্রভাব ঠিক কেমন ভাবে পড়ে? বিকেল ৫টার পর থেকে স্তব্ধ হয় মেট্রো পরিষেবা। সে  খবর পেয়ে অনেকেই মেট্রো ছাড়া অন্য ভাবে গন্তব্যে পৌছনোর চেষ্টা করেন। কিন্তু আগে থেকেই অ্যাপ ক্যাবের কিছু চালক ধর্মঘট করায় সমস্যা আরও বড় আকার নেয়। এই সুযোগে হলুদ ট্যাক্সিও বাড়তি  ভাড়া নিয়েছে বলে অভিযোগ।    

আচমকা আগুন লেগে গেল মেট্রোতে, ধোঁয়ায় অসুস্থ ১৬ জন যাত্রী

এদিকে ইতিমধ্যেই নিজেদের অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন সেই মেট্রোর যাত্রীরা। অনেকেই বললেন কাচ না ভাঙলে প্রাণ বাঁচত না! কেউ আবার বললেন, এক মুহূর্তের জন্য মনে হয়েছিল সব শেষ হয়ে গেল বোধহয়। শেষমেশ দ্রুত আগুন নিভে যাওয়ায় এবং যাত্রীদের মেট্রো থেকে বের করে নিয়ে আসতে পারায় বড় ধরনের বিপর্যয় এড়ানো গিয়েছে। কিন্তু মাঝে মধ্যেই এ ধরনের ঘটনা ঘটায় যাত্রীদের মধ্যে  যে  আতঙ্ক দানা বাঁধতে শুরু করেছে তা বলার অপেক্ষা রাখে না। নিত্য যাত্রীদের একাংশের কথা থেকে তা স্পষ্ট বোঝাও যাচ্ছে। তাঁদেরই একজন মিঠুন দত্ত। এনডিটিভিকে  তিনি জানিয়েছেন মেট্রো শহরের লাইফ লাইন। মেট্রো স্তব্ধ হয়ে পড়লে থমকে যায় শহরও। কিন্তু সেই মেট্রোয় যদি এ ধরনের ঘটনা ঘটতে থাকে তাহলে বিকল্প পথ খোঁজা ছাড়া আর উপায় কী?              

.