This Article is From Jul 17, 2018

সিন্ডিকেট নিয়ে মোদীকে কড়া জবাব দিল তৃণমূল

পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে সিন্ডিকেটের সম্পর্ক নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তীব্র আক্রমণের জবাবে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস সোমবার বলল, বিজেপি হল 'দুর্নীতির সিন্ডিকেট'।

সিন্ডিকেট নিয়ে মোদীকে কড়া জবাব দিল তৃণমূল

গতকালের দুর্ঘটনায় প্রায়  90 জন আহত হয়েছেন।

সিন্ডিকেট নিয়ে তরজা তুঙ্গে। পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে সিন্ডিকেটের সম্পর্ক নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তীব্র আক্রমণের জবাবে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস সোমবার বলল, বিজেপি হল 'দুর্নীতির সিন্ডিকেট'। 

"সিন্ডিকেটের ব্যাপারে ভারতীয় জনতা পার্টির থেকে বেশি ভালো আর কোন দলই বা জানবে? ধর্মীয় চরমপন্থা ছড়ানোর সিন্ডিকেট আপনাদের দল। দেশের সবথেকে বড়ো দুর্নীতির সিন্ডিকেট হল বিজেপি", মমতা সরকারকে নরেন্দ্র মোদীর আক্রমণের খানিকক্ষণের মধ্যেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দলের সভাপতি পার্থ চট্টোপাধ্যায় এই কথা বলেন।

তৃণমূল কংগ্রেস কর্মীদের আক্রমণ করা আদতে মোদী ও বিজেপির ক্ষেত্রে আগুন নিয়ে খেলা বলেও বিজেপিকে সতর্ক করে দেন পার্থ।

তিনি বলেন, মেদিনীপুরে মোদীর সভায় প্যান্ডেল ভেঙে পড়ার সম্পূর্ণ দায় নিতে হবে বিজেপিকেই। 

প্রসঙ্গত, গতকালের ওই ঘটনায় প্রায়  90 জন আহত হয়েছেন।

"ওটা তো ওঁদেরই সভা ছিল। তাই এর দায়িত্বও নিতে হবে ওঁদেরই", বলেন তিনি।

তৃণমূল কংগ্রেস নেতা তথা রাজ্যের শিক্ষামন্ত্রী আরও দাবি করেন যে, মোদীর সভায় প্রতিবেশী রাজ্য ঝাড়খন্ড এবং ওড়িশা থেকেই বেশিরভাগ কৃষক এসেছিল। মোদীর সভায় এই রাজ্যের কৃষকদের উপস্থিতি তেমন উল্লেখ করার মতো ছিল না।

 

 



(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)
.