This Article is From Dec 28, 2019

'রেল সম্পত্তি নষ্ট করেছে যারা তাদের শাস্তি দিন': মমতাকে পীযূষ

গোয়ার মারগাঁওয়ের এক জনসভায় ভাষণ দিতে গিয়ে বিতর্কিত আইনের স্বপক্ষে বলতে গিয়ে বাংলার মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্যে করে একথা বলেন তিনি।

'রেল সম্পত্তি নষ্ট করেছে যারা তাদের শাস্তি দিন': মমতাকে পীযূষ

ভাষণে মমতাকে বিঁধলেন পীযূষ

পানাজি:

নাগরিকত্ব আইনের বিরোধিতার নামে রেলের সম্পত্তি নষ্ট করেছে যারা তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিন---শুক্রবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী Mamata Banerjee-কে এই আবেদন জানালেন কেন্দ্রীয় রেলমন্ত্রী Piyush Goyal। গোয়ার মারগাঁওয়ের এক জনসভায় ভাষণ দিতে গিয়ে বিতর্কিত আইনের স্বপক্ষে বলতে গিয়ে বাংলার মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্যে করে একথা বলেন তিনি। ভাষণে ক্ষোভ উগরে দিয়ে পীযূষ আরও বলেন, প্রতিবাদের নামে সরকারি সম্পত্তি নষ্ট করা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এবং এই কাজের পেছনে রাজ্য রাজনীতির যথেষ্ট মদত ছিল বলেই মনে করেন তিনি। ইতিমধ্যেই এই ভাঙচুরের বিরুদ্ধে প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আশা, রাজ্যের মুখ্যমন্ত্রী যথাযথ পদক্ষেপ করবেন।

রাহুল গান্ধিকে ‘‘২০১৯-এর বৃহত্তম মিথ্যাবাদী'' বলল বিজেপি

এই প্রেক্ষিতে পীযূষ আরও বলেন, "এই ধরনের মামলাগুলিতে পদক্ষেপের ক্ষমতা নেই রেলের। তাই স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে। দুর্বৃত্তদের শনাক্ত করতে রেল পুলিশের সঙ্গে সহযোগিতা করতে হবে স্থানীয় পুলিশদের। যারা রেলের সম্পত্তি নষ্ট করেছে তাদের সিসিটিভি ফুটেজও রয়েছে। এর সাহায্যে যথাযোগ্য ব্যবস্থা নেওয়া উচিত মমতার।"

‘‘সেনাবাহিনী চালিত মানবতা ও শিষ্টাচার দ্বারা'': ভারতীয় সেনাপ্রধান

প্রসঙ্গত, নাগরিকত্ব আইন পাস হওয়ার পর থেকেই প্রতিবাদের আগুনে জ্বলেছে দেশ। আইনের নামে ফের মেরুকরণ হচ্ছে হিন্দু-মুসলমানের বিরুদ্ধে--- এই দাবিতে দেশের বিভিন্ন স্থানের জনগণ ফেটে পড়েন বিক্ষোভে। আগুন জ্বলিয়ে ভাঙচুরের ঘটনা ঘটে তখনই। দেশজুড়ে এই বিশৃঙ্খলার বিরুদ্ধে মুখ খুলে পীযূষ বলেন, "এখন জনগণ বুঝেছেন, তাঁদের প্রতিবাদ ছিল ভিত্তিহীন। এমন কিছুই নাগরিকত্ব আইনে নেই যা দেশের মানুষের পক্ষে ক্ষতিকারক। প্রতিবেশি দেশে অত্যাচারিত মানুষদের নাগরিকত্ব দেওয়া কোনও অপরাধ নয়। এতে রাজনীতির কোনও গন্ধ নেই। বরং, এটি মানবিকতার লক্ষ্মণ।"

.