This Article is From Oct 16, 2019

নোবেল জয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে সম্মান জানাবে রাজ্য সরকার

এস্থার ডুফ্লো এবং মাইকেল ক্রেমার সঙ্গে যৌথভাবে ‘বিশ্বজুড়ে দারিদ্র্য দূরীকরণে পরীক্ষামূলক পদ্ধতির জন্য' নোবেল অর্থনীতি পুরস্কার পান Abhijit Banerjee

নোবেল জয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে সম্মান জানাবে রাজ্য সরকার

"আমরা নোবেল জয়ী Abhijit Banerjee কে সম্মান জানানোর পরিকল্পনা করছি", বলেন রাজ্যের মন্ত্রী

কলকাতা:

২০১৯ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার (Nobel Prize 2019) জিতে ফের বিশ্বের দরবারে বাঙালির নাম উজ্জ্বল করলেন প্রবাসী ভারতীয় অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গ থেকেই পড়াশুনো করেছেন তিনি।  এবার তাই রাজ্য সরকার (West Bengal Govt) নোবেল জয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে সম্মান জানাতে একটি বিশেষ অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা করছে, জানান রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ভারতীয়-মার্কিন ওই অর্থনীতিবিদ (Abhijit Banerjee) স্ত্রী এস্থার ডুফ্লো এবং মাইকেল ক্রেমারের সঙ্গে সম্মিলিতভাবে নোবেল পুরস্কার পান। ‘বিশ্বজুড়ে দারিদ্র্য দূরীকরণে পরীক্ষামূলক পদ্ধতির জন্য' ওই নোবেল পুরস্কার পান অভিজিৎ বন্দ্যোপাধ্যায় ও তাঁর সঙ্গীরা। "আমরা নোবেল জয়ী অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে সম্মান জানানোর পরিকল্পনা করছি", বলেন রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তবে কবে কোথায় ওই সম্মান জানানো হবে তা এখনও নির্ধারণ করা হয়নি।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবারই অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে অর্থনীতিতে নোবেল পুরস্কার জয়ের জন্য অভিনন্দন জানান।

টুইটে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, "অর্থনীতিতে নোবেল পুরস্কার অর্জনের জন্য সাউথ পয়েন্ট স্কুল ও প্রেসিডেন্সি কলেজ তথা কলকাতার প্রাক্তন ছাত্র অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে আন্তরিক অভিনন্দন। ফের একজন বাঙালি জাতিকে গর্বিত করলেন। আমরা আনন্দিত" ।

সাউথ পয়েন্টের মুখচোরা ফুটবলপ্রেমী অভিজিৎই নোবেলজয়ী! কী বলছেন তাঁর শিক্ষকেরা?

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও নোবেল পুরস্কার পাওয়ার জন্যে অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী মোদিও। পাশাপাশি আন্তর্জাতিক অর্থনীতিতে তাঁর অবদানেরও প্রশংসা করেন প্রধানমন্ত্রী মোদি। টুইটে প্রধানমন্ত্রী লেখেন, “অ্যালফ্রেড নোবেলের স্মৃতিতে অর্থনীতিতে পুরস্কার পাওয়ার জন্য অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন। দারিদ্র দুরীকরণে তাঁর উল্লেখযোগ্য অবদান রয়েছে”। অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যারা এই পুরস্কার পাচ্ছেন তাঁদেরও অভিনন্দন জানান প্রধানমন্ত্রী মোদি।

প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংও অভিনন্দন জানান অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে । তিনি বলেন, দারিদ্র্য দূরীকরণ এবং নতুন টেকনিকের উন্নতিতে ওঁর অবদান সত্যিই নতুন পথের দিশারী। তিনি আরও বলেন, উন্নয়ন অর্থনীতিতে অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের যুগান্তকারী উদ্ভাবন ভারতের মতো উন্নয়নশীল দেশে নীতি নির্ধারণের ক্ষেত্রে প্রয়োগের উপযুক্ত ও জরুরি। নোবেলজয়ী এই বাঙালিকে লেখা এক চিঠিতে মনমোহন সিং লেখেন, ‘‘দ্বিতীয় ভারতীয় হিসেবে আপনি অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন এটা জেনে অত্যন্ত আনন্দ ও গর্ব অনুভব করছি।'' তিনি ওই চিঠিতে আরও লেখেন, ‘‘আমার আন্তরিক অভিন‌ন্দন আপনাকে এবং আপনার সহ-বিজয়ীদের। দারিদ্র দূরীকরণ এবং নতুন টেকনিকের উন্নতিতে ওঁর আপনার অবদান সত্যিই নতুন পথের দিশারী।''

অভিজিৎ বন্দ্যোপাধ্যায় NYAY-কে সমর্থন করেছেন, এটি বাস্তবে পরিণত হবেই: প্রিয়াঙ্কা গান্ধি

সুইডিশ অ্যাকাডেমির তরফে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, দুই দশকে তাঁদের পরীক্ষামূলক পদক্ষেপ, উন্নয়নমূলক অর্থনীতির পরিবর্তন ঘটিয়েছে. যেটি গবেষণার একটি সমৃদ্ধশালী ক্ষেত্র।

অভিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং তাঁর স্ত্রী এস্থার ডুফ্লো, দুজনেই আমেরিকার ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনলজির অধ্যাপক, হাভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাইকেল ক্রিমার।

দেখুন ১৫.১০.২০১৯-এর সেরা খবর:



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
.